বানতলায় বাস দুর্ঘটনা, মৃত ২ |
আজ সকাল সোয়া দশটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস। বানতলার ঘটকপুকুরের বামনঘাটা এলাকায় বাসটি উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়াও এই দুর্ঘটনায় আহত বাসের দশ-বারো জন যাত্রী। ঘটনার তদন্তকারী কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে তাদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাবুঘাটগামী অপর একটি বাসের সঙ্গে রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রথমিক ভাবে তা সামলানোর দায়িত্বে নেমেছে পুলিশ। এছাড়া বাসের মধ্যে আটকে পড়া আহত যাত্রীদের বের করে আনতে তৎপরতা শুরু করেছে পুলিশ। বাসের চালক ও খালাসি পলাতক।
|
এ জে সি বোস রোডে বহুতলে আগুন |
আজ সকালে আগুন লাগে এ জে সি বোস রোডের একটি বহুতলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। এই মুহূর্তে সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। বহুতলটির সমস্ত বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাবে বলে জানানো হয়েচে দমকলের তরফে।
|
বর্ধমান মেডিক্যালে কর্মবিরতি |
গত রাত থেকে বর্ধমান মেডিক্যালে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রোগীরা। চিকিৎসার গাফিলতির অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বর্ধমান মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের হাতে প্রহৃত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। |