l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা বেড়ে ৬ বছর
• মুর্শিদাবাদে আত্মঘাতী কৃষক
• ঘুষ বিতর্কে সেনাপ্রধান
বিস্তারিত...
ধৃত সিপিএম নেতার বাড়িতে
তল্লাশি ও জেরা সিআইডি-র
নিজস্ব প্রতিবেদন
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে ধৃত সিপিএম নেতা অমিয় সাউয়ের পাঁশকুড়ার বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। রবিবার দুপুরে ডিএসপি শিশির রায়ের নেতৃত্বে সিআইডি-র পাঁচ সদস্যের তদন্তকারী দল অমিয়বাবু এবং অন্য ধৃত সিপিএম নেতা অশোক গুড়িয়াকে নিয়ে পাঁশকুড়ায় পৌঁছয়। আজ, সোমবার দুই নেতাকে নিয়ে নন্দীগ্রাম যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে সিআইডি সূত্রের খবর। নন্দীগ্রামের রেয়াপাড়ায় অশোকবাবুর বাড়িতেও তল্লাশি চালাতে পারে সিআইডি। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, অমিয়বাবু ও অশোকবাবু বর্তমানে সিআইডি হেফাজতে। নন্দীগ্রামের জমি-রক্ষা আন্দোলনের সমর্থকদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় তদন্তে নেমে অভিযুক্ত দুই নেতাকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামের জেলায় পৌঁছেছে সিআইডি।
বিস্তারিত...
মোগলমারির খননে ফের মিলল বুদ্ধমূর্তি
নিজস্ব সংবাদদাতা • দাঁতন
ষষ্ঠ পর্যায়ের খননকার্যে শনিবার দাঁতনের মোগলমারিতে উদ্ধার হল ভিন্ন মুদ্রার ছ’টি বুদ্ধ মূর্তি। রবিবারও খননকাজ চলে। উদ্ধার হয় আরও ৮টি মুদ্রার মূর্তি। গত কয়েক দিনের খননে পাওয়া গিয়েছে চারটি ‘ভোটিভ ট্যাবলেট’। ১০ সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট চাকতির ন্যায় ট্যাবলেটগুলির মাঝে রয়েছে একটি বড় বুদ্ধ মূর্তি, দু’পাশে দু’টি করে মোট ৪টি ছোট মূর্তি। নীচে দুই স্তরে ৮টি ও ৬টি করে ছোট মূর্তি রয়েছে। মোগলমারির খননকার্যের ডিরেক্টর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান অশোক দত্ত বলেন, “বৌদ্ধ বিহারের গর্ভগৃহের বাইরের দেওয়ালে স্ট্যাকোর অলঙ্করণে মূর্তিগুলি রয়েছে। প্রতিটি মূর্তি ভিন্ন মুদ্রার। ৪২/৪২ ইঞ্চির মূর্তিগুলি দু’টি থামের মাঝে বসানো। অশোকবাবু আরও জানান, এই কাঠামো ও অলঙ্করণ ষষ্ঠ-সপ্তম শতাব্দীতে এখানে প্রথম বৌদ্ধ বিহার নির্মাণের সময়কার। এই অলঙ্করণ নালন্দার সমকালীনও বটে।
বিস্তারিত...
মমতার প্রশংসা করে দলেই বিপাকে সাংসদ
অনুপরতন মোহান্ত • বালুরঘাট
সহায়ক মূল্যে ধান কেনায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করে দলেই বিতর্কের মুখে পড়লেন বালুরঘাটের আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদার। আরএসপি সূত্রের খবর, শনিবার রাতে বালুরঘাটে দলের দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে এক ঘরোয়া আলোচনায় প্রশান্তবাবু মুখ্যমন্ত্রীর প্রশংসা করতেই হইচই বেধে যায়। সংবাদ মাধ্যমের উপস্থিতিতেই প্রশান্তবাবুর ওই মন্তব্য শুনে সশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান বালুরঘাটের পুরপ্রধান তথা আরএসপি-র জেলা নেত্রী সুচেতা বিশ্বাস। তিনি বলতে থাকেন, “আপনি পার্টি অফিসে বসে এ সব বলতে পারেন না। কেন মমতার প্রশংসা করছেন?” তাঁকে সমর্থন করেন অন্য দুই জেলা নেতা কালী কর এবং অসিতবন্ধু ঘোষ। জেলা কার্যালয়ের সামনের বারান্দায় পায়চারি করতে করতে সুচেতাদেবীকে এ দিন বলতে শোনা যায়, “যাঁর বিরুদ্ধে আমরা লড়ছি, আপনি তাঁর প্রশংসা করছেন! আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে।”
বিস্তারিত...
পড়াশোনা করতে চেয়ে
নিজের বিয়ে রুখল নাবালিকা
বিমান হাজরা • রঘুনাথগঞ্জ
স্কুলে যাওয়ার পথে বন্ধুর মুখেই প্রথম খবরটা শোনে টুম্পা। বন্ধুরা তাকে ঘিরে হাসি-ঠাট্টাও শুরু করে। তার যে বিয়ে! কিন্তু কথাটা গোড়ায় বিশ্বাসই করতে চায়নি মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। বাড়িতে এর আগেও তার বিয়ের কথা উঠেছিল। তখন সে বলেছিল, বিয়ে না করে পড়াশোনা করতে চায়। সে কথা অগ্রাহ্য করে বাবা-মা নিশ্চয়ই জোর করে তার বিয়ে দিয়ে দেবেন না! সহপাঠিনীর কাছ থেকে সে কিন্তু এ বার শোনে, বিয়ের দিন পর্যন্ত স্থির হয়ে গিয়েছে। পাত্র তাদেরই এক আত্মীয়। টুম্পা সে দিন আর স্কুলে যায়নি। রাস্তা থেকেই বাড়ি ফিরে যায়। কিন্তু বাবা-মা তার প্রতিবাদকে কোনও গুরুত্ব দেননি। টুম্পা আস্তে আস্তে বুঝতে পারে, গোটা পাড়াই তার বিয়ের কথা জানে। কেবল তাকেই বলা হয়নি। তার অজান্তেই সব ঠিক করে ফেলেছিলেন তার বাবা মোরজেম আলি ও মা সানোয়ারা বিবি।
বিস্তারিত...
প্রাণিবিদ্যা বিভাগের প্রধান বদল
নিয়ে উপাচার্যকে চিঠি সংসদের
রোশনী মুখোপাধ্যায় • কলকাতা
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান পরিবর্তনের কারণ বিশদে জানতে চেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিল উচ্চশিক্ষা সংসদ। ২০১০ সালের ১৮ জুন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধানের দায়িত্ব পান অধ্যাপিকা দেবযানী নাথ। ওই পদে তাঁর মেয়াদ ছিল দু’ বছর। অথচ সেই মেয়াদ ফুরোনোর আগেই গত ২৪ ফেব্রুয়ারি প্রাণিবিদ্যা বিভাগের অন্য এক জন অধ্যাপক আশিসকুমার পাণিগ্রাহীকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়। প্রধান হিসাবে তাঁরও কার্যকালের মেয়াদ দু’ বছর। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ উপাচার্যকে চিঠি দিয়েছে। পাশাপাশি অভিযোগ জমা পড়েছে উচ্চশিক্ষা সংসদেও। তারই জেরে সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে তিনটি বিষয় জানতে চেয়েছেন। এক, দেবযানীদেবীকে প্রাণিবিদ্যা বিভাগের প্রধানের পদ থেকে সরানো ঠিক হয়েছে কিনা।
বিস্তারিত...
আরএসপি-তৃণমূল সংঘর্ষ বাসন্তীতে, জখম ১০
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী
১০০ দিনের কাজ প্রকল্পে একটি খালের মাটি কাটাকে কেন্দ্র করে বাসন্তীর কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের খেড়িয়া গ্রামে তৃণমূল এবং আরএসপি-র মধ্যে বিবাদ চলছিলই। শনিবার রাতে সেই বিবাদ থেকেই সংঘর্ষে জখম হন দু’পক্ষের ১০ জন। গোলমালে জড়িত অভিযোগে পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকালেও দু’পক্ষ হাতাহাতিতে জড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরএসপি পরিচালিত ওই পঞ্চায়েতের পক্ষ থেকে দিন কয়েক আগে খেড়িয়া গ্রামে ১০০ দিনের কাজ প্রকল্পে একটি খালের মাটি কাটার কাজ শুরু হয়। সেই সময়ে তৃণমূল অভিযোগ তোলে তাদের কর্মী-সমর্থকদের প্রকল্পে কাজ দেওয়া হচ্ছে না এবং টাকা তছরুপ করা হচ্ছে। আরএসপি প্রত্যাশিত ভাবেই অভিযোগ অস্বীকার করে। কিন্তু এ নিয়ে দু’পক্ষের বিবাদ চলছিল।
বিস্তারিত...
পদবি পাল্টে বিয়ে, স্ত্রীর গণধর্ষণে স্বামী গারদে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চলতি মাসেই বিয়ে। আর সপ্তাহ ঘুরতে না-ঘুরতে স্বামীই তার স্ত্রীকে ধর্ষণকারীদের হাতে তুলে দিয়েছিল বলে জানাচ্ছে পুলিশ। বালির রাজচন্দ্রপুরে ওই ধর্ষণের ঘটনায় ধর্ষিতার স্বামী বাপ্পাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করে জানা গিয়েছে, ধর্ষণের অভিযোগে ধৃত দুই যুবক রাজা সরকার ও কার্তিক বসু তার পূর্বপরিচিত। কী উদ্দেশ্যে বাপ্পা পরিচিত যুবকদের হাতে স্ত্রীকে তুলে দিয়েছিল, সেই ব্যাপারে পুলিশ পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। তবে তদন্তকারীদের সন্দেহ, এর পিছনে টাকার লেনদেন থাকতে পারে। তরুণী পুলিশকে জানিয়েছিলেন, বাপ্পার বাড়ি ডানকুনিতে। কিন্তু পুলিশ জানিয়েছে, বাপ্পা রাজচন্দ্রপুরের সুকান্তপল্লির বাসিন্দা। রুইদাস পদবি জানিয়ে বাপ্পা বিয়ে করলেও তদন্তে পুলিশ জেনেছে, তার আসল পদবি বসু। অর্থাৎ শুধু ঠিকানা নয়, পদবিও ভাঁড়িয়েছিল বাপ্পা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বছর দুয়েক পড়ে ২০ লক্ষ
ব্যাঙ্কে অনিয়ম, অভিযোগ
দক্ষিণবঙ্গ
বসিরহাট, দেগঙ্গায়
পর পর বাড়িতে
লুঠপাট, ডাকাতি পাম্পে
এক বছরেও মেরামত হয়নি
সেতু, ভরসা কলার ভেলা
বর্ধমান
উদ্বোধনের অপেক্ষায়
নতুন কামান
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব,
ধৃত ১ খোট্টাডিহিতে
পুরুলিয়া
পিপিপি মডেলে জল
প্রকল্পের শিলান্যাস
যানজট মুক্ত করতে
বাইপাসের দাবি দুবরাজপুরে
মুর্শিদাবাদ
পঞ্চাননতলা, চুঁয়াপুরে
যানজট কমাতে উদ্যোগ
উপচে পড়ে ভিড়,
তবুও পরিষেবা নেই
মেদিনীপুর
অবহেলা-উপেক্ষায় জতুগৃহ
ঝাড়গ্রামের জুবিলি মার্কেট
বিমল গুরুঙ্গের
স্ত্রী আশা সালুয়ায়
কলকাতা
৩৭.১/২৪.৮
আজকের দিনে
• ১৮১৪:
গিলোটিনের আবিষ্কর্তা জোসেফ ইগনেস গিলোটিনের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.