প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা বেড়ে ৬ বছর |
রাজ্যের সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স বেড়ে ছ’বছর করা হল। আগে ভর্তির বয়সসীমা ছিল পাঁচ। শিক্ষার অধিকার আইনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দফতর। আগামী শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু করা হবে। এই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
|
অমিয় সাউয়ের বাড়িতে তল্লাশি অভিযান সিআইডির |
নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে অভিযুক্ত অশোক গুড়িয়ার বাড়িতে ফের তল্লাশি চালাল সিআইডি। আজ সকাল ৮ টা নাগাদ তাঁকে নিয়ে রেয়াপাড়ার বাড়িতে যায় সিআইডির তদন্তকারী দল। সেখানে পরিবারের সদস্য জিজ্ঞাসাবাদ করেন তারা। বাড়িতে পাওয়া যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। এরপর দলটি অশোকবাবুকে নিয়ে সামসাবাদে যান। সেখানে আর এক অভযুক্ত অশোক বেরার বাড়ি। তিনি ঘটনার পর থেকেই ফেরার। অশোকবাবুর স্ত্রী, পুত্রবধূ ও ছেলের সঙ্গে কথা বলে সিআইডি।
|
রেল প্রকল্প নিয়ে আধিকারিকদের সঙ্গে মুকুল রায়ের বৈঠক |
আজ পূর্ব রেলের সদর দফতরে সাংবাদিক বৈঠক করলেন মুকুল রায়। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রেল প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে উপস্থিত হয়েছেন পূর্ব, দক্ষিণ-পূর্ব ও মেট্রো রেলের আধিকারিকরা। আধিকারিকদের সঙ্গে বৈঠকের আগে মুকুলবাবু জানান, যাত্রী সুরক্ষা ও উন্নত পরিষেবাই হবে তাঁর মূল লক্ষ্য। তবে বর্ধিত পণ্যমাশুল নিয়ে প্রশ্ন করা হলে সযত্নে প্রসঙ্গটি এড়িয়ে যান।
|
হুগলিতে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩ |
হুগলির চণ্ডীতলার সানাইয়ের কাছে লরি ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।
|
মুর্শিদাবাদে আত্মঘাতী কৃষক |
মুর্শিদাবাদের ঘুনকিয়াতে ফের আত্মঘাতী হলেন এক কৃষক। মৃতের নাম হিরণ্ময় ঘোষ। ফসল বিক্রি করতে না পারায় বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এদিকে ঋণ নিয়ে চাষ করায় পাওনাদাররাও রীতিমত তাঁর উপর চাপ সৃষ্টি করতে থাকে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। মানসিক চাপ সহ্য করতে না পেরে গতকাল সকালে বিষ খান তিনি। হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। কিন্তু মধ্যরাতে মারা যান তিনি।
|
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে আটক যুবক |
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গভীর রাতে এক যুবককে আটক করেছে পুলিশ। যুবকের নাম গৌতম মল্লিক। হাওড়ার শিবপুরের বাসিন্দা তিনি। মধ্য রাতে বাইক নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যেতেই পথ আটকায় পুলিশ। তাঁর কাছে গাড়ির বৈধ কাগজপত্র ও পরিচয়পত্র কিছুই পাওয়া যায়নি বলে কর্তব্যরত পুলিশের দাবি। কি কারণে তিনি অত রাত্রে সেখানে গিয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
|
বয়স বিতর্কের পর এ বার ঘুষ বিতর্কে জড়িয়ে পড়লেন জেনারেল ভি কে সিংহ। তিনি অভিযোগ করেন, নিম্নমানের ৬০০ টি গাড়ি কেনার জন্য এক সামরিক সরবরাহকারী সংস্থা ১৪ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল। অভিযোগের তির এক ‘লবিস্ট’-এর দিকে। গোটা বিষয়টি নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। তবে এই বিষয়ে নীরব প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে বিজেপি সরব হয়েছে।
|
আশঙ্কাজনক ‘রা ওয়ান’ অ্যানিমেটর |
মৃত্যুর সঙ্গে লড়াই করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত রা ওয়ান ছবির ‘অ্যানিমেটর’ চারু খান্ডাল। গাড়ির ধাক্কায় তাঁর গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য চিলির বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.২। সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেছে চিলি প্রশাসনিক সূত্রে খবর। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। |