|
|
|
|
বিমল গুরুঙ্গের স্ত্রী আশা সালুয়ায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ইএফআর-এর শূন্যপদ পূরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবে গোর্খা নারী মুক্তি মোর্চা। রবিবার পশ্চিম মেদিনীপুরের সালুয়ায় এসে এমনটাই জানালেন মোর্চা নেতা বিমল গুরুঙ্গের স্ত্রী তথা গোর্খা নারী মুক্তি মোর্চার সভানেত্রী আশা গুরুঙ্গ।
সালুয়াতেই রয়েছে ইএফআর-এর হেড কোয়ার্টার। সম্প্রতি সিআইএফ-এর সঙ্গে ইএফআর জওয়ানদের
|
আশা গুরুঙ্গ।
নিজস্ব চিত্র। |
পরিবারের মধ্যে বিবাদ বেধেছিল এখানে। মহিলাদের প্রতি কটূক্তি ও অশালীন ব্যবহারের অভিযোগ ঘিরেই গোলমালের সূত্রপাত। পরে তা সংঘর্ষের রূপ নেয়। শেষমেশ সিআইএফের ক্যাম্প সরিয়ে নিতে বাধ্য হয় রাজ্য সরকার। ওই সময় সালুয়ার মহিলারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তখনই মোর্চার সাহায্য চেয়ে আবেদন জানানো হয়। সেই ডাকে সাড়া দিয়ে এ দিন সালুয়ায় এসেছিলেন আশা। সঙ্গে ছিলেন নারী মুক্তি মোর্চার আরও কয়েজন সদস্য। তাঁরা সালুয়ার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। এলাকার মহিলাদের নিয়ে একটি বৈঠকও করেন। সালুয়ায় শীঘ্রই মহিলা মুক্তি মোর্চার একটি শাখা খোলার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। যদিও এ দিন কেউই এ ব্যাপারে মুখ খোলেননি।
বৈঠক শেষে আশা গুরুঙ্গ বলেন, “সম্প্রতি এখানে সিআইএফ এবং ইএফআর পরিবারের মধ্যে বিবাদ হয়েছিল। তবে তাতে কার দোষ তা দেখতে আসিনি। কারণ, ঘটনার পরেই রাজ্য সরকার সিআইএফকে সরিয়ে দিয়েছে। ফলে, পরিস্থিতি শান্ত। আমরা এখন একটাই দাবি জানাতে চাই ইএফআর-এর ৬৩৫টি শূন্যপদে অবিলম্বে লোক নিয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রী গোর্খাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তা নিয়ে পদক্ষেপও করছেন। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ইএফআর নিয়োগের দাবি জানাব।” |
|
|
|
|
|