|
|
|
|
রাস্তা তৈরির কাজে বাধা |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
দায়সারা ভাবে কাজের অভিযোগ তুলে পূর্ত দফতরের (রাস্তা) কাজে বাধা দিলেন স্থানীয় মানুষেরা। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে পটাশপুর থানা এলাকার খাড়বাজার ও সংলগ্ন এলাকায়। কাজ করতে আসা ঠিকাদার কর্মীদের সঙ্গে বচসার পর তাদের ‘তাড়িয়ে দেওয়া হয়েছে’ বলেও অভিযোগ।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এগরা বাজকুল রোডের এগরা কলেজ মোড় থেকে খড়াইমোড় পর্যন্ত আট কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য তিন কোটি ঊনআশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই কাজের জন্যই প্রাথমিক স্তরে রাস্তায় তৈরি হচ্ছে বড় কালভার্ট, গার্ডওয়াল। প্রথম পর্যায়ের এই কাজগুলি শেষ হলেই রাস্তার মূল কাজ শুরু হবে। পূর্ত দফতর থেকে জানানো হয়েছে, বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই আট কিলোমিটার রাস্তার কয়েক জায়গায় গর্ত থাকায় এবং পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে আসায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের চলাচলেও। সেই কারণেই আপাত ব্যবস্থা হিসাবে গর্তগুলিতে মোরাম দিয়ে ভর্তি করার কাজ চলছে। প্রসঙ্গত গত তিন চার দিন আগে কলেজ মোড় থেকে এভাবেই রাস্তার সাময়িক মেরামত করছিলেন ঠিকাকর্মীরা।
শনিবার খাড় (উত্তর) বাজারের কাছে এই কাজ হতে দেখে আপত্তি তোলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, মোরাম দিয়ে দায়সারা কাজ করে এর উপর পিচ চাপালে তা আগের বারের মতোই কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে। কিন্তু পূর্ত দফতর এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে জানান, এই ব্যবস্থা সাময়িক। প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হলেই মূল রাস্তার কাজ শুরু হবে। তার আগে যাতে সাধারণের অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। এই বিষয়ে এগরার মহকুমা শাসক রত্নেশ্বর রায় বলেন, “কাজে বাধা দেওয়া ঠিক হয়নি। আপত্তি বা জিজ্ঞাসার কিছু থাকলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। তাহলে কাজের ক্ষতি হত না।” যদিও প্রশাসনিক হস্তক্ষেপে রবিবার থেকে কাজ আবার শুরু হয়েছে। |
|
|
|
|
|