l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• মন্ত্রিত্ব নিয়ে তাঁর কোনও মোহ নেই, বললেন দীনেশ ত্রিবেদী
• রেলমন্ত্রীরকে ঘিরে উত্তাল সংসদ
•
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অখিলেশের
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে
‘আপনার রান্নাঘরে’
গৃহিণীর এক্সপেরিমেন্টে
পরিচিত ঘুগনির
‘স্বাদবদল’
। সঙ্গে
‘সংবাদের হাওয়াবদল’-এ
মুঠোয় ভরা খবর থেকে হোলির রঙে সাজানো ফোটো গ্যালারি।
যাত্রী-স্বাচ্ছন্দ্য বাড়লে ভাড়ায় আপত্তি নেই
নিজস্ব প্রতিবেদন
রেল বাজেটকে স্বাগতই জানাল উত্তরবঙ্গের নিত্যযাত্রী এবং ব্যবসায়ী মহল। বামেরা নানা আপত্তি জানালেও বাজেটকে স্বাগত জানিয়েছে কংগ্রেসও। বিশেষত, উত্তরবঙ্গের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস এবং একাধিক ইন্টারসিটি ট্রেন পরিষেবা চালুর প্রস্তাব রয়েছে রেল বাজেটে। নিত্যযাত্রী এবং ব্যবসায়ী মহলের বক্তব্য, গত দু’বছর ভারতীয় রেল উত্তরবঙ্গের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে। এ বারও শতাব্দীর মতো ট্রেন দেওয়া হয়েছে। সুতরাং, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়লে যে হারে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে তাতে আপত্তির কিছু নেই। এ বারের রেল বাজেটে নয়া যে ট্রেনের প্রস্তাবে আলোড়িত উত্তরবঙ্গের বাসিন্দারা, সেটি হল শতাব্দী এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনটি সপ্তাহে ৬ দিন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত ইন্টারসিটি, ডিব্রুগড়-কলকাতা সাপ্তাহিক, মালদহ সুরাট সাপ্তাহিক ট্রেনের প্রস্তাব রয়েছে।
বিস্তারিত...
রেল-বাজেটে অসন্তোষ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
গত কয়েকটি রেল-বাজেটে দুই মেদিনীপুরের জন্য গুচ্ছ-গুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এ বারের রেলবাজেটে মমতার দলেরই রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী আগের ঘোষিত প্রকল্পের অনেকগুলির নামোল্লেখ পর্যন্ত করলেন না! এই অবস্থায় এ বারের বাজেটকে ‘হতাশাজনক’ বলেই চিহ্নিত করেছেন মেদিনীপুরের সিপিআই সাংসদ প্রবোধ পণ্ডা। তাঁর কথায়, “পুরনো সামান্য যে-ক’টি প্রকল্পের কথা এ বারও উল্লেখ করা হয়েছে, সেগুলিও কবে রূপায়িত হবেতার দিশা নেই বাজেটে।” দেশের তিনটি জায়গায় সুরক্ষা-কেন্দ্র গড়া বলে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু, লখউয়ের পাশাপাশি সেই তালিকায় নাম রয়েছে খড়্গপুরের। সিপিআই সাংসদ অবশ্য বলেন, “আগে খড়্গপুরে লোকো-পাইলট ট্রেনিং সেন্টার হবে বলে ঘোষণা করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার শিলান্যাসও করে গিয়েছিলেন। তার পর আর কাজ এগোয়নি।
বিস্তারিত...
বাজেটে মুর্শিদাবাদেও প্রত্যাশার ভাঁড়ার শূন্য
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
মুর্শিদাবাদ জেলার জন্য ২০১২ সালের রেল বাজেট থেকে প্রাপ্তির ঘর প্রায় শূন্য। ফলে জেলার তিন সাংসদ থেকে রেলযাত্রী সমিতির কর্তারা ক্ষুব্ধ। মুর্শিদাবাদ জেলায় রয়েছে পূর্ব রেলের তিনটি বিভাগ। দুটি রেললাইন। ভাগীরথীর পশ্চিমপাড়ে রয়েছে রেলের হাওড়া বিভাগের কাটোয়া-আজিমগঞ্জ ও মালদহ বিভাগের আজিমগঞ্জ-ফরাক্কা শাখা। ভাগীরথীর পূর্বপাড়ে রয়েছে রেলের শিয়ালদহ বিভাগের লালগোলা-কৃষ্ণনগর শাখা। এ ছাড়াও লালগোলা-কৃষ্ণনগর শাখার নশিপুর স্টেশন এবং কাটোয়া-আজিমগঞ্জ শাখার আজিমগঞ্জ স্টেশনের মধ্যবর্তী এলাকায় ভাগীরথী নদীর উপর সেতু নির্মান করে রেলের ওই দুটি বিভাগের সংযুক্তি সাধনের কাজ চলছে। ২০০৪ সালের ৩০ ডিসেম্বর নশিপুরের কাছে ভাগীরথী পাড়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৎকলীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব প্রস্তাবিত ওই সেতুর শিলান্যাস করেন।
বিস্তারিত...
প্রাপ্তি অল্পই, ভাড়া-বিতর্কে কাটল দিন
নিজস্ব প্রতিবেদন
নতুন ট্রেন বা রেললাইনের আশ্বাস তেমন মেলেনি। পূরণ হয়নি বেশ কিছু প্রতিশ্রুতি। কিন্তু রেল বাজেট পেশ হওয়া ইস্তক বুধবার দিনভর যাবতীয় আলোচনার কেন্দ্রে রইল ভাড়া বৃদ্ধি নিয়ে বিতর্ক। এবং যাত্রীদের একটা বড় অংশই জানালেন, এই ভাড়া বাড়ানোর ‘যুক্তি’ রয়েছে বলে তাঁরা মনে করছেন। এ বার বাজেটে জেলার প্রাপ্তি বলতে সাপ্তাহিক আসানসোল-চেন্নাই এক্সপ্রেস, আসানসোল-আদ্রা মেমু এবং কাটোয়া-আজিমগঞ্জ (ডেমু) ট্রেন। কলকাতা-চিত্তরঞ্জন ফাস্ট প্যাসেঞ্জারের যাত্রাপথ দেওঘর পর্যন্ত বাড়ানো হয়েছে। হাওড়া থেকে আসানসোল হয়ে রক্সৌল যাওয়ার একটি দ্বিসাপ্তাহিক ট্রেনও দেওয়া হয়েছে। এ ছাড়া বরাদ্দ হয়েছে জামুড়িয়া-ইকড়া হয়ে অন্ডাল থেকে সীতারামপুর পর্যন্ত লাইনের বিদ্যুদয়নের পরিকল্পনা। অম্বিকা কালনা থেকে ধাত্রীগ্রাম এবং দাঁইহাট থেকে পাটুলি পর্যন্ত ডবল লাইন পাতার কাজ আগামী অর্থবর্ষেই শেষ করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।
বিস্তারিত...
বাজেটে মন ভরল না দুই জেলার
নিজস্ব সংবাদদাতা • আদ্রা ও খাতড়া
রেল বাজেটে মন মন ভরল না বাঁকুড়া ও পুরুলিয়া জেলার। প্রত্যাশা অনুযায়ী বাজেটে প্রাপ্তি না মেলায় তাই হতাশ রাঢ় বাংলার এই দুই জেলার বাসিন্দারা। রেল বাজেটে প্রাপ্তি: দু’টি নতুন ট্রেন। আসানসোল-বিষ্ণুপুর ভায়া আদ্রা মেমু এবং আদ্রা-আসানসোল মেমু। কিন্তু প্রত্যাশা ছিল অনেক। আদ্রা এবং পুরুলিয়া-জামসেদপুর জাতীয় সড়কে টামনার কাছে রেল লাইনের উপর উড়ালপুল নির্মাণের জন্য বাজেটের আগে জেলা থেকে দলগত ভাবে তৃণমূল কংগ্রেস রেল মন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিল। পুরুলিয়া থেকে আসানসোল হয়ে কলকাতা যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনেরও দাবি ছিল। আদ্রা-ঝাড়গ্রাম বা পুরুলিয়া ঝাড়গ্রাম নতুন রেলপথের দাবি এ বার পূরণ হওয়ার আশা করেছিল কংগ্রেস, তৃণমূল, ফরওয়ার্ড ব্লকের মত রাজনৈতিক দলগুলি-সহ জেলাবাসী। প্রসঙ্গত ওই রেলপথের দাবিতে দীঘ দিন ধরেই আন্দোলন করছেন রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার বাসিন্দারা।
বিস্তারিত...
আদালতের নির্দেশ সত্ত্বেও
দোকান ভাঙতে বাধা তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট ও ক্যানিং
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দোকনঘর ভাঙতে গিয়ে তৃণমূলের লোকজনের বাধায় ফিরে যেতে হল পুলিশ-প্রশাসনকে। বুধবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার কুমারজোল পঞ্চায়েতের বেদেমারি বাজারে। বিক্ষোভকারীরা তৃণমূলের পতাকা নিয়ে রাস্তা অবরোধ করে। হাতে ঝাঁটা, লাঠি নিয়ে বিক্ষোভে সামিল হল মহিলারাও। দোকানগুলি ভাঙার জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পরে বিক্ষোভের জেরে বাধ্য হয়েই ফিরে আসতে হয় পুলিশ-প্রশাসনকে। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের দাবি, আদালতের নির্দেশ কার্যকর করার আগে যাঁদের দোকান ভাঙা হবে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পুলিশ ও বসিরহাট মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেদেমারি বাজারে সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরেই দোকান তৈরি করে ব্যবসা করছেন মফিজুল মোল্লা, বাপি মোল্লা, ইউনুফ মোল্লা, হাফিজুল হক, গোলাম রসুল মোল্লা, রহমানুর মোল্লা, মিজানুর রহমান, মনোরঞ্জন বিশ্বাস, কোহিনূর মোল্লা-সহ কয়েকজন ব্যবসায়ী।
বিস্তারিত...
জঙ্গলমহলে গ্রন্থাগার তৈরিতে নতুন প্রকল্প
সুমন ঘোষ • মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার সব গ্রন্থাগারের উন্নয়নের দাবি যেমন রয়েছে, তেমনই জঙ্গলমহলের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণেরও দাবি উঠেছে। আর এই কারণেই একটি প্রকল্প রিপোর্ট তৈরি করেছে জেলা প্রশাসন। যার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। সেই প্রকল্প রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। কী রয়েছে সেই প্রকল্পে? জেলার মাওবাদী প্রভাবিত ১১টি ব্লকের প্রতিটিতে একটি করে লাইব্রেরি-কাম-স্টুডেন্ট ডে-হোম তৈরির প্রস্তাব তৈরি করেছে জেলা প্রশাসন। প্রতিটির জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ টাকা। বর্তমানে জঙ্গলমহল এলাকায় রয়েছে ৫টি শহর গ্রন্থাগার ও ৪৮টি গ্রামীণ গ্রন্থাগার। তাদের পরিকাঠামো উন্নয়নেও প্রকল্প তৈরি করা হয়েছে। ৫টি শহর গ্রন্থাগারের জন্য ২০ লক্ষ করে ১ কোটি টাকা ও ৪৮টি গ্রামীণ গ্রন্থাগারকে ১০ লক্ষ টাকা করে মোট ৪ কোটি ৮০ লক্ষ টাকা দেওয়ার প্রকল্প তৈরি করা হয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
যিনি মমতাকে গাল দিতেন, তাঁর হাতেই ঝরছে আশীর্বাদ
নারীপাচারে জড়িত
চার যুবক গ্রেফতার
দক্ষিণবঙ্গ
সুদীপার মুখে কথা নেই, শিক্ষকের অপেক্ষায় স্ত্রী
গতি বাড়লেও টাকার অভাবে সমস্যা একশো দিনের প্রকল্পে
বর্ধমান
সরকারি কৌঁসুলির অনুপস্থিতি সম্পর্কে রিপোর্ট আইনমন্ত্রকে
বহুতলের অনুমোদন নিয়ে বিবাদ পুরসভার মেয়র ও চেয়ারম্যানের
পুরুলিয়া
স্বামী-সন্তানকে ঘরে আটকে
বাড়িছাড়া বধূর অপমৃত্য
যাত্রীর মৃত্যু, স্কেচ
আঁকাল রেলপুলিশ
মুর্শিদাবাদ
ট্রেনের স্বপ্ন দেখা
ছেড়েছে তেহট্ট
বকেয়া আদায় না হলে ক্ষতি চাষিরই, মত ব্যাঙ্ক কর্তাদের
মেদিনীপুর
জঙ্গলমহলে গ্রন্থাগার
তৈরিতে নতুন প্রকল্প
প্রশাসনিক ভবনের কাজ
শুরু হয়নি, ক্ষোভ খড়্গপুরে
কলকাতা
৩২.৭/২০.৯
আজকের দিনে
বিশ্ব প্রতিবন্ধী দিবস।
বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস।
• ১৯৮৫:
প্রথম ইন্টারনেট
ডোমেন ‘সিম্বলিকস ডট
কম’-এর নিবন্ধীকরণ।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না।
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.