নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বহুতল নির্মাণের অনুমোদন দেওয়া নিয়ে প্রকাশ্যে বিবাদে জড়ালেন আসানসোলের চেয়ারম্যান ও মেয়র। দুই তৃণমূল নেতার মধ্যে এই দ্বন্দ্বে চাপানউতোর শুরু হয়েছে জোটের পরিচালিত পুরসভায়।
পুরসভার অন্তর্গত কল্যাণপুর এলাকায় একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বহুতল আবাসন গড়ছে এডিডিএ। এই প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের জন্য আরও কিছু বহুতল গড়ার অনুমোদন দিয়েছে আসানসোল পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি মেয়র পারিষদের বৈঠকে প্রকল্পটি গৃহীত হয়। গত ১২ মার্চ তা অনুমোদন করে স্বাক্ষর করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। |
পুরসভার তৃণমূল চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির দাবি, ওই বহুতলগুলি যেখানে গড়া হচ্ছে সেটি ধসপ্রবণ এলাকা। মাফিয়ারা কয়লা খনন করায় সেখানে মাটির নীচের অংশ ফাঁকা হয়ে গিয়েছে। যে কোনও সময়ে ধস নামতে পারে। সেখানে বহুতল না গড়ার জন্য ২০০৬ সালে সতর্কবার্তাও জারি করেছিল ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটি (ডিজিএমএস)। তাই ডিজিএমএস-এর সতর্কবার্তা উপেক্ষা করে সাধারণ মানুষকে বিপদে ফেলা হচ্ছে দাবি করে জিতেন্দ্রবাবু বলেন, “ওই প্রকল্পের অনুমোদন দিয়ে মেয়র অবৈধ কাজ করেছেন। আমার আশা, সিদ্ধান্তটি তিনি পুনর্বিবেচনা করবেন।” তাঁর আরও দাবি, “তাপসবাবু কংগ্রেস কাউন্সিলরদের দ্বারা প্রভাবিত হয়ে এমন করছেন।”
মেয়রের পাল্টা দাবি, উপযুক্ত খোঁজখবর নিয়ে, মাটি পরীক্ষা করিয়েই এই অনুমোদন দিয়েছেন তিনি। তাপসবাবু অবশ্য স্বীকার করেন, ওই এলাকায় বহুতল নির্মাণ না করার জন্য ডিজিএমএস সতর্কবার্তা জারি করেছে। তা স্বত্ত্বেও বামশাসিত পুরবোর্ড বহুতল গড়ার অনুমোদন দিয়েছিল। তাঁরা তার বিরোধিতাও করেছিলেন বলে জানান তাপসবাবু। কিন্তু তিনি যে জায়গায় বহুতল গড়ার অনুমোদন দিয়েছেন, তা মোটেই ধসপ্রবণ নয় বলে দাবি মেয়রের। চেয়ারম্যানের অভিযোগ প্রসঙ্গে তাপসবাবু বলেন, “সবাই সব কিছু ঠিক মতো জানেন না। হয়তো তিনিও ঠিক মতো না জেনে এ সব বলছেন।” |
জিতেন্দ্র তিওয়ারি, চেয়ারম্যান |
তাপস বন্দ্যোপাধ্যায়, মেয়র |
|
তাদের কাউন্সিলরদের প্রভাবে মেয়র এই অনুমোদন দিয়েছেন বলে চেয়ারম্যান অভিযোগ তুললেও কংগ্রেসের দাবি, তারাও ওই অনুমোদনের বিরোধিতা করেছে। কংগ্রেস মেয়র পারিষদ রবিউল ইসলামের কথায়, “মেয়র আমাদের কথা শোনেননি। মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা আপোষ করব না।”
দলের দুই নেতার বাদানুবাদে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল কাউন্সিলররাও। তবে পুরো বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। পুরসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায়ের দাবি, তাঁদের আমলে নিরাপত্তা ব্যবস্থার দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখার পরেই বহুতলের অনুমোদন দেওয়া হতো। বর্তমান মেয়র ও চেয়ারম্যানের বিবাদ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “শুধু এই বিষয় নয়, অনেক ব্যাপারেই পুর কর্তৃপক্ষ নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শহরবাসী।” |