রানিগঞ্জের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ |
নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ হচ্ছে, এই অভিযোগে রানিগঞ্জের বেলিয়াবাথান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাদ ঢালাই বন্ধ করে ঝান্ডা লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আসানসোল (দক্ষিণ) কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল। তাই আমাদের কর্মী-সমর্থকেরা গিয়ে কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে বিকেলেই খারাপ সামগ্রী বদলে আমি কাজ শুরু করতে বলেছি। পাশাপাশি বিডিওকে বলেছি, ঘটনা নিয়ে তদন্ত করা হোক। তার পরেই যেন বিল মেটানো হয়।”পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকায় এই কেন্দ্রটি তৈরি করাচ্ছে জেমারি গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান তথা সিপিএম নেতা নিমাই ঘোষের অভিযোগ, “সকাল ১০টা নাগাদ তৃণমূল সমর্থকেরা কাজ বন্ধ করে দেয়। বিডিও এবং এলাকার বিধায়ককে সব জানিয়েছি।” বিডিও সুবোধ ঘোষের আশ্বাস, “ঘটনা খতিয়ে দেখা হবে।”
|
আজ, বৃহস্পতিবার থেকে ২২ মার্চ পর্যন্ত কাজ করবেন না আসানসোল আদালতের আইনজীবীরা। আসানসোল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাণী মণ্ডল অভিযোগ করেন, মামলার ‘সার্টিফায়েড কপি’ পেতে সপ্তাহখানেক সময় লাগার কথা। কিন্তু তা পেতে সময় লাগছে দুই থেকে চার মাস। ফলে অনেকেরই হাইকোর্টে আবেদন করতে দেরি হচ্ছে। এ ছাড়া ‘রেন্ট কন্ট্রোল কোট’-এ কোনও কাজ হচ্ছে না। মাস কয়েক আগেও আমরা একই কারণে কাজ বন্ধ রেখেছিলাম। জেলা জজ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। তাই ফের ৭ দিন আদালত বয়কট করে প্রতীকি প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মহকমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আদালতে জেরক্স মেশিন খারাপ হয়ে যাওয়ায় ‘সার্টিফায়েড কপি’ পেতে দেরি হচ্ছে। দ্রুত সমস্যাগুলির সমাধানের আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক (আসানসোল) সন্দীপ দত্ত।
|
পলি সংস্কারের দাবি বিজেপি-র |
দামোদরের ডিভিসি ব্যারাজের পলি সংস্কারের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে বুধবার নৌকা মিছিল করে বিজেপি। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ। দলের আসানসোল জেলার সম্পাদক পবনকুমার সিংহ জানান, দামোদরে পলি জমে ব্যারাজের জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে সেচে জলের অভাব দেখা দিচ্ছে। বাড়ছে বন্যার আশঙ্কাও। নৌকা মিছিলের মাধ্যমে এ দিন দ্রুত ব্যারাজের সংস্কার কাজ শুরু করার দাবি জানানো হয়েছে বলে জানান দলের নেতা কল্যাণকুমার দুবে। |
কৃষকদের কিষান ক্রেডিট কার্ড দেওয়া শুরু হল বুধবার জামগ্রাম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। বিডিও জুলফিকার হোসেন জানান, এ দিন ৮ জনকে কার্ড দেওয়া হয়েছে। ১৫০ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। লাগাতার শিবির আয়োজিত হবে। |
১০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল রানিগঞ্জের অশোকপল্লিতে। সদ্যোজাত শিশুদের কী ভাবে পরিচর্যা করতে হবে এ দিন শিবিরে তা শেখানো হয়েছে।
|