খেলার টুকরো খবর |
|
টি-টোয়েন্টি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার খেলায় জিতল ক্লাব ঐক্যতান। তারা এমএএমসি মাঠের খেলায় ১১৫ রানে হারায় এএসপিএসএ-কে। প্রথমে ব্যাট করে ঐক্যতান ২১৫ রান তোলে। কৃষ্ণচূড়া ঘোষ ৮৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে এএসপিএসএ ১০০ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে অর্ঘ্য মণ্ডল ২২ রানে ৩ উইকেট নেন।
|
সিনিয়র ডিভিশনে জয়ী দোমহানি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল দোমহানি একাদশ। দোমহানি মাঠে তারা ডিআরসিসি-কে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ডিআরসিসি ৬ উইকেটে ১৭১ রান তোলে। জবাবে দোমহানি ৪ উইকেটে হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সর্বোচ্চ ৮৮ রান করেন বিজয়ী দলের গোপী শর্মা। এ দিন আসানসোল স্টেডিয়ামের খেলায় চিত্তরঞ্জন সিএ-কে ৩৯ রানে হারায় শাইনিং স্টার। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮৬ রান করে শাইনিং স্টার। জবাবে খেলতে নেমে ১৪৭ রানে শেষ হয়ে যায় চিত্তরঞ্জন সিএ-র ইনিংস।
|
ফাইনালে জামগ্রাম
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনালে গেল জামগ্রাম সিসি। পানুড়িয়া মাঠে তারা আয়োজক সংস্থাকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আয়োজক সংস্থা ৯ উইকেটে ১০৮ রান করে। জবাবে জামগ্রাম সিসি ৫ উইকেটেই জয়ের রান তুলে নেয়। খেলার সেরা জয়ী দলের অয়ন ঠাকুর।
|
জয়ী ঐকতান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত হীরক রায় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার খেলায় জিতল ক্লাব ঐকতান। তারা এমএএমসি মাঠের খেলায় ১১৫ রানে হারায় এএসপিএসএ-কে। প্রথমে ব্যাট করে ঐক্যতান ২১৫ রান তোলে। কৃষ্ণচূড়া ঘোষ ৮৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে এএসপিএসএ ১০০ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে অর্ঘ্য মণ্ডল ২২ রানে ৩ উইকেট নেন।
|
নকআউট ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব আয়োজিত নক আউট ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হয়ে ফাইনালে গেল জামগ্রাম সিসি। পানুড়িয়া মাঠে তারা আয়োজক সংস্থাকে ৫ উইকেটে হারায়। |
|