মন্ত্রিত্ব নিয়ে তাঁর কোনও মোহ নেই, বললেন দীনেশ ত্রিবেদী |
যাত্রিভাড়া বাড়ানোর সাহস দেখিয়ে বাজেটে যাত্রিভাড়ায় কিলোমিটার প্রতি দুই থেকে তিরিশ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়ায় প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়তে হল রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। এই প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, দল চাইলেই পদত্যাগ করবেন তিনি, তবে দায়িত্ব ছেড়ে পালিয়ে যাবেন না। বেতন কমিশন, আর্থিক মন্দা, দৈনন্দিন রেল চালাতে প্রয়োজনীয় ডিজেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, যাত্রিভাড়া বাবদ আয় কমে যাওয়া সব মিলিয়ে বাজেটে কার্যত রেলের ক্ষয়িষ্ণু চেহারা ফুটে উঠেছে। আয় কমে যাওয়া এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাঁর যে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না, তা স্বীকার করে নেন তিনি। টাকা না থাকলে বাংলায় কোন প্রকল্প হবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আপত্তি না জানালেই ভাল হত বলে মনে করেন তিনি। রেলের যাত্রী সুরক্ষার দিকে গুরুত্ব দেওয়া রেলের কর্তব্য। রেলমন্ত্রী বলেন যে মন্ত্রিত্ব নিয়ে তাঁর কোনও মোহ নেই। এদিকে আজ সংসদের অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই রাজ্যে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সংসদ ভবনের সামনে ধর্ণায় বসে তৃণমূল সমর্থকেরা। ধর্ণায় যোগ দিতে দিল্লিতে পৌঁছলেন মুকুল রায়।
|
রেলমন্ত্রীরকে ঘিরে উত্তাল সংসদ |
লোকলভায় আজ বাজেট অধিবেশন শুরু হওয়া মাত্রই রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর ইস্তফার জল্পনা ঘিরে শুরু হয় বিতর্ক। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন রেলমন্ত্রীর ইস্তফাপত্র এখনও প্রধানমন্ত্রীর কাছে এসে পৌঁছয়নি। তিনি আরও বলেন, দীনেশ ত্রিবেদীর ইস্তফা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিষয়টি নিয়ে যথেষ্ঠ ক্ষুব্ধ বরিষ্ঠ বাম সাংসদ বাসুদেব আচারিয়া। তিনি গোটা বিষয়টিকে ‘অভূতপূর্ব ঘটনা’ আখ্যা দিয়েছেন। যদিও লোকসভায় তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দলীয় সিদ্ধান্তকেই গুরুত্ব দিতে আগ্রহী। বিজেপি-র তরফে সুষমা স্বরাজ বলেছেন, এই বিতর্ক ঘিরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক সরকার। বিরোধীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহি দাবি করেন। স্বয়ং রেলমন্ত্রী অবশ্য বলেছেন, তিনি এখনও ইস্তফা দেননি। আজ সংবাদমাধ্যকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাল বুঝবেন, তিনি তা-ই করবেন। রেলমন্ত্রী বলেছেন, ইস্তফা প্রসঙ্গে তিনি দলীয় নেত্রীর নির্দেশ মানবেন। এরই মধ্যে এই ‘সঙ্কট’ এড়াতে পথ খুঁজছে কংগ্রেস।
|
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অখিলেশের |
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। লখনউতে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে ৩৮ বছরের অখিলেশ হলেন দেশের সবর্কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে শপথ নিয়েছেন আরও ৪৭ জন মন্ত্রী। এর মধ্যে রয়েছেন ক্যাবিনেটের ১৯ ও প্রতিমন্ত্রী ২৮ জন। মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিবলাল যাদব, আজম খান, রাজা ভাইয়া প্রমুখ। প্রসঙ্গত, তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য ইউপিএ-এর চেয়ারপার্সন সনিয়া গাঁধী, সিপিএমের প্রকাশ কারাট, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন আখিলেশ। শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই মঞ্চে উঠে উল্লাসে মাতেন সমাজবাদী দলের বহু সমর্থক।
|
২০১১-’১২-র অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ |
২০১১-’১২ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করল কেন্দ্রীয় সরকার। এই সমীক্ষা অনুযায়ী এই আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে আর্থিক বৃদ্ধির হার বাড়তে পারে। এই রিপোর্টে আশা করা হয়েছে, ২০১১-’১২-তে এই হার ছুঁতে পারে ৬.৯ শতাংশ। এছাড়া আগামী অর্থবর্ষে তা হবে ৭.৬ শতাংশ, আশা বিশেষজ্ঞদের। এই রিপোর্টে আরও জানানো হয়েছে যে, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিও অর্থনৈতিক বৃদ্ধির সরাসরি ইঙ্গিত দেয়।
|
রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে রেপো রেটের বর্তমান হার ৮.৫ শতাংশই বজায় রইল। |