First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

আজকের শিরোনাম
• বর্ধমানে কনেযাত্রীর বাস উল্টে মৃত ৭
• রাজ্য পুলিশের বার্ষিক প্যারেডে অনুপস্থিত মুখ্যমন্ত্রী
• ধুপগুড়িতে হাতির হানায় মৃত ১
চাঁদার ‘জুলুম’ তৃণমূলের,
কলেজে প্রহৃত নেতারা
নদীবাঁধ ভেঙে জলমগ্ন সন্দেশখালির পাঁচটি গ্রাম
পূর্ণিমার ভরা কোটালের ধাক্কায় বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হল সন্দেশখালি-১ ব্লকের ন্যাজাট-১ পঞ্চায়েতের অন্তত পাঁচটি গ্রাম। ডুবে গিয়েছে বেশ কিছু মেছোভেড়ি। ঘরে জল ঢুকে যাওয়ায় অন্যত্র সরে যেতে হয়েছে বহু বাসিন্দাকে। ত্রাণ হিসেবে জরুরি ভিত্তিতে শুকনো খাবার এবং পলিথিনের দাবি তুলেছেন দুর্গতেরা। পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ৬ নম্বর বাউনিয়া গ্রামের সিংহপাড়ায় ওই নদীবাঁধে চিড় ধরে। বৃহস্পতিবার বাঁধের শ’খানেক ফুট ধসে যায়। পঞ্চায়েত সমিতি এবং গ্রামবাসীদের উদ্যোগে বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছিল। কিন্তু শুক্রবার সকাল ১০টা নাগাদ বাঁধের একটি বড় অংশ ভেঙে যায়। গ্রামবাসীদের দাবি, বাঁধের অন্তত ২০০ ফুট ভেঙেছে। জলমগ্ন হয়ে পড়ে বাউনিয়া, মধ্য বাউনিয়া, বাঁশবেড়িয়া, সিংহপাড়া এবং ধ্বজিকাটি গ্রাম। গ্রামগুলিতে বহু ভেড়িতে মাছ চাষ হয়। দু’হাজার একরেরও বেশি মেছোভেড়ি এলাকা জলের তলায় চলে যায়।
কাটোয়ায় রেডিও স্টেশনে মিলল বন্দুক, ধৃত কর্তা

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

আউশগ্রামে সাংবাদিকের বাড়িতে
হামলা, অভিযুক্ত তৃণমূল
দোলের দুপুরে সিপিএমের দৈনিক মুখপত্রের এক সাংবাদিকের বাড়িতে হামলা হল বর্ধমানের আউশগ্রামে। শুক্রবার সকালে তাঁরা তৃণমূলের কিছু লোকজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। রাধামাধব মণ্ডল নামে যে সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ, তাঁর বাড়ি স্থানীয় গোপালপুর গ্রামে। রাধামাধববাবুর অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তাঁরা যখন খাচ্ছিলেন, এক দল লোক এসে চড়াও হয়। বাড়িতে ঢুকে তারা তাঁকে এবং পরিবারের লোকজনকে মারধর করে। লুঠপাটও চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বাড়ির সমস্ত বইপত্র। খবর পেয়ে স্থানীয় ছোঁড়া ফাঁড়ি থেকে পুলিশ এলে তারা পালায়। পুলিশই তাঁকে উদ্ধার করে গুসকরায় পৌঁছে দেয়। তবে বাড়ির আর কাউকে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যায়নি। ছোঁড়া ফাঁড়ির দাবি, বাড়িতে ঢুকে লুঠপাট বা পরিবারের সদস্যদের মারধরের প্রমাণ পাওয়া যায়নি। বাড়ি লক্ষ করে একটি বোমা ছোড়া হলেও সেটি ফাটেনি।
সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত ৮
তৃণমূলের বহিষ্কৃতকে দলে টানল সিপিএম
আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্ত দল থেকে বহিষ্কৃত তৃণমূল নেতাকে আনুষ্ঠানিকভাবে দলে নিল সিপিএম। পার্টির ভাবমূর্তি ফিরিয়ে আনতে যখন নানা কথা বলা হচ্ছে, সেই সময় কেন বহিষ্কৃত তৃণমূল নেতাকে দলে নেওয়া হল তা নিয়ে ইতিমধ্যে পার্টির অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তৃণমূল সূত্রের খবর, নানা ধরণের দুর্নীতির অভিযোগে কয়েক মাস আগে ফালাকাটা ব্লকের ছোট শালকুমারের তৃণমূলের অঞ্চল সভাপতি আবুল হোসেনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ ওঠে। লিখিত অভিযোগও দলের নেতাদের কাছে জমা পড়ে। এর পরে আবুলবাবুকে দল থেকে বহিষ্কার করা হয়। গত বৃহস্পতিবার ছোট শালকুমার গ্রাম পঞ্চায়েতের শিবনাথপুর এলাকায় সভা করে আবুল হোসেন-সহ তাঁর অনুগামীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিএমের জোনাল সম্পাদক শ্যামলকলি বসু।
রাজা-জমিদারের বিবাদেই
দু’দিনের দোল মুর্শিদাবাদে
পঞ্জিকায় বিধান এক দিনের, মুর্শিদাবাদে কিন্তু দোল দু’দিনেরই। শতবর্ষ আগের সেই ট্রাডিশন সমানে চলে আসছে আজও। অন্য বছরের মতো এ বারও তাই শুক্রবারও জেলা জুড়ে দোকানপাট-হাটবাজার বন্ধ। বন্ধ স্কুল-কলেজ-আদালত। রিকশাও চলাচল করছে না। যাত্রীবাহী বেসরকারি বাসের নামগন্ধ নেই। জেলা সদর বহরমপুর থেকে মফস্সলের লালগোলা পর্যন্ত সর্বত্র এ দিন যেন স্বতঃস্ফূর্ত সর্বদলীয় বন্ধের হাওয়া। রাস্তাঘাট সুনসান। কখনও কখনও রাজপথের দখল নিচ্ছে আপাদমস্তক রঙে চোবানো যুবকেরা। ব্যতিক্রম কেবল মুর্শিদাবাদ জেলার কেন্দ্রীয় প্রশাসনিক ও জেলাপরিষদ ভবন দু’টি। দু’টি ভবনেরই দরজা এ দিন খোলা ছিল। কিন্তু কার্যালয়ে কর্মীদের টিকির দেখা মেলেনি। বহরমপুর মহকুমাশাসক অধীরকুমার বিশ্বাস বলেন, “এ দিন কর্মীদের হাজিরা টেনেটুনে শতকরা ৫ ভাগ। বাকিরা ছুটি নিয়েছেন।” জেলাপরিষদের চিত্রটি কিঞ্চিৎ ভিন্ন।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা

কলকাতা
৩৩.১/২৩.০


আজকের দিনে

• ১৯৩৬:
ফিফা প্রেসিডেন্ট
শেপ ব্লাটারের জন্ম।

সাপ্তাহিক ক্রোড়পত্র পাক্ষিক

প্রতি মাসের ২১ তারিখ

প্রতি মাসের ১ ও ১৫ তারিখ


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.