|
|
|
|
নানা অনুষ্ঠানে সাজল দোল |
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
দোল উপলক্ষে বৃহস্পতিবার বসন্তোৎসব পালিত হল হুগলির শ্রীরামপুর মহকুমার বিভিন্ন জায়গায়। শ্রীরামপুরের রমেশচন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শ্রীরামপুর রাজবাড়ি মাঠে। শহরের বিভিন্ন রাস্তা দিয়ে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গানের তালে তালে পা মিলিয়ে কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ প্রভাত ফেরিতে পা মেলান। এর পরে মূল অনুষ্ঠানে বিভিন্ন জায়গার বেশ কিছু সংগঠন নাচ-গান পরিবেশন করে। আবির খেলা হয়। পাশাপাশি, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য পত্রিকা এবং ক্যালেন্ডার প্রকাশিত হয়। ওই শিশুদের হাতে ওষুধ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রত্না দে নাগ, শ্রীরামপুর থানার আই সি তথাগত পাণ্ডে-সহ বহু বিশিষ্টজন। |
|
শ্রীরামপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় এবং স্বরলিপি সঙ্গীত কলাকেন্দ্রের সহযোগিতায় ওই দিন সকালে প্রভাত ফেরি বের করা হয়। বল্লভপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ওই শোভাযাত্রা শুরু হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিক্রম করে বটতলা মোড়ে তা শেষ হয়। ওই মোড়ে নাচ, গান করে ছোটরা। সন্ধ্যায় বল্লভপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বসন্তোৎসব পালিত হয়। আয়োজকেরা জানান, ১৪টি সংগঠন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শ্রীরামপুরের মাহেশ কলেনির যুব কিশোর সঙ্ঘ ও শুকতারা সব পেয়েছির আসরের উদ্যোগেও ওই দিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বসন্ত উৎসব। প্রভাত ফেরি বের করা হয়। এলাকার কচিকাঁচা থেকে শুরু করে মহিলা-পুরুষ সকলেই তাতে সামিল হন। সংগঠনের মাঠে বসন্তের গান এবং নাচ হয়। আবির খেলা হয়।
বৈদ্যবাটির বঙ্গ ভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ওই দিন সকালে। বৈদ্যবাটি ক্লাবের সামনে থেকে ওই শোভাযাত্রায় সামিল হন অনেকে। তাঁদের মুখে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগল যে দোল...’ গানটি। ৮টি জায়গায় নৃত্য পরিবেশন করে বিভিন্ন সংগঠন।
কোন্নগরের টিনবাজার অধিবাসীবৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পালিত হল বসন্ত বরণ উৎসব। ওই উপলক্ষে নাচ, গান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এলাকার পড়ুয়াদের পাশাপাশি গৃহবধূরাও অনুষ্ঠানে যোগদান করেন। নাটক ‘শিব ঠাকুরের আপন দেশে’ পরিবেশন করে দ’ নাটকের দল।
রিষড়া বসন্তোৎসব উদয়াপন কমিটিও এ দিন গোষ্ঠপাল ময়দানে নানা অনুষ্ঠান পালন করে। |
|
|
|
|
|