|
|
|
|
কর্মীদের উপরে হামলা টোলপ্লাজায় |
নিজস্ব সংবাদদাতা • ধুলাগড়ি |
তৃণমূলের ‘বাধায়’ ধুলাগড়ি টোলপ্লাজায় টোল আদায়ের কাজ বন্ধ আছে বেশ কয়েক মাস। এ বার টোলপ্লাজায় আধুনিকীকরণের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মীদের মারধরের অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ওই ঘটনায় জখম হয়েছেন ৬ জন। ৪ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার তরফে অভিযোগ দায়ের হয়েছে থানায়। হাওড়ার পুলিশ সুপার ও জেলাশাসককেও বিষয়টি জানিয়েছেন তাঁরা। হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।” হাওড়ার জেলাশাসক সঙ্ঘমিত্রা ঘোষ বলেন, “উন্নয়নমূলক কাজে সমস্যা আসুক, তা আমরা চাই না। ওই সংস্থাকে সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হবে।”
সম্প্রতি মুম্বই রোড সম্প্রসারণের কাজের বরাত দেওয়া হয়েছে একটি ঠিকাদার সংস্থাকে। ধুলাগড়ি টোলপ্লাজায় টোল আদায়ের দায়িত্বও পেয়েছে তারা। এর আগে জাতীয় সড়ক সংস্থার তরফে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থাকে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। আগের কর্মীরা কাজ হারাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুরনো কর্মীরা সকলেই তৃণমূলের শ্রমিক সংগঠনের। তাঁদের সকলকে কাজে বহাল রাখার দাবিতে কয়েক মাস ধরে সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারের নেতৃত্বে আন্দোলন চালাচ্ছে তৃণমূল।
যদিও এ দিনের ঘটনার ‘তীব্র নিন্দা’ করে শীতলবাবু বলেন, “পুরনো কর্মীদের কাজে বহাল রাখার ব্যাপারে আমরা আলোচনা চালাচ্ছি। সমাধান সূত্র খুব শীঘ্রই বেরোবে বলে আশা করছি। এই পরিস্থিতিতে যারা এমন হঠকারী কাজ করল, তা অত্যন্ত অন্যায়। কোনও ভাবেই আমরা এই ঘটনা বরদাস্ত করব না।” ঠিকাদার সংস্থাটির তরফে সরাসরি তৃণমূলের নামে অভিযোগ না হলেও সংস্থা সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই টোলপ্লাজার পুরনো কর্মীরা হুমকি দিচ্ছিলেন। টোলপ্লাজা চত্বরে আধুনিকীকরণের কাজে যুক্ত কর্মীদের নানা ভাবে উত্যক্ত করা হচ্ছিল। পুলিশ সুপারকে সে কথা জানানোও হয়েছিল। এ দিন দুপুরের দিকে জনা ১০-১২ সশস্ত্র দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। কর্মীদের মারধর করে কয়েকটি কম্পিউটার ভাঙচুর করা হয়। অনেকে ভয়ে পালান। পুরনো নিরাপত্তা সংস্থার কর্মীদের একাংশকে এ দিন হামলাকারীদের সঙ্গে দেখা গিয়েছে বলে দাবি করেছে ঠিকাদার সংস্থাটি। সংস্থার তরফে প্রদীপ মুখোপাধ্যায় বলেন, “আমাদের অনুরোধ মতো আগেই নিরাপত্তার ব্যবস্থা করলে এমন অপ্রীতিকর ঘটনা এড়ানো যেত।” প্রদীপবাবুর কথায়, “মুখ্যমন্ত্রীর উপরে আমাদের পুরোপুরি আস্থা আছে। আমরা ওঁকে সমস্যার কথা জানাব।” |
|
|
|
|
|