|
|
|
|
দ্বন্দ্ব তৃণমূলেই, অভিযোগ |
১০০ দিনে পুকুর খোঁড়া নিয়ে মারপিট গলসিতে |
নিজস্ব সংবাদদাতা • গলসি |
১০০ দিন কাজের প্রকল্পে পুকুর সংস্কার নিয়ে গণ্ডগোলের জেরে অন্তত চার জন আহত হয়েছেন গলসিতে। এর মধ্যে দু’জন মহিলা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা বলে গ্রামবাসীর একাংশ দাবি করলেও দলের স্থানীয় নেতারা তা অস্বীকার করেছে।
শুক্রবার সকালে স্থানীয় বড়দিঘি গ্রামে দু’টি পুকুর সংস্কারের কাজ নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। আহত চার জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে শেখ আলেফজান নামে এক জনের অবস্থা গুরুতর। তাঁর বুকে ও গলায় গুরুতর আঘাত রয়েছে। বাকি কারও আঘাত গুরুতর নয়।
কংগ্রেস-তৃণমূল জোটের নিয়ন্ত্রণে থাকা সাঁকো পঞ্চায়েতের প্রধান তথা স্থনীয় তৃণমূল নেতা দিলীপ বারোই জানান, কাজি গোড়ে ও মোল্লা গোড়ে নামে দু’টি পুকুর সংস্কারের কাজ চলছিল। সেই সময়ে ফরওয়ার্ড ব্লক সমর্থক শেখ মুন্না ও শেখ সাহাদাতের নেতৃত্বে এক দল সশস্ত্র লোক শ্রমিকদের উপরে চড়াও হয়। |
|
বর্ধমান মেডিক্যালে আহতেরা। শুক্রবার তোলা নিজস্ব চিত্র। |
প্রধানের অভিযোগ, “বর্তমানে সরকারি নিয়ম অনুসারে, ৬৭ বর্গফুট মাটি কাটলে পুরো মজুরি পাবেন সংশ্লিষ্ট মজুর। কিন্তু হামলাকারীরা দাবি করে, কতটা কাজ হয়েছে তা মেপে দেখা চলবে না। আগে যে ভাবে মজুরি দেওয়া হত, সেই ভাবে লোকে কয়েক ঘণ্টা কাজ করলেই পুরো মজুরি দিতে হবে।”
তৃণমূল কর্মী বলে নিজের পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি আলেফজান বলেন, “কাজ শুরুর সময়েই কোদাল গাঁইতি নিয়ে হামলা করা হয়।” অপর তৃণমূল সমর্থক রেঙ্গুনা বিবি বলেন, “দু’দিন ভাল ভাবেই কাজ হয়েছে। প্রতি দিনই ৬৭ বর্গফুট মাটি কেটে মজুরি পেয়েছেন সকলে। আজ আচমকা আমাদের বলা হয়, এখানে কাজ করা যাবে না। আমার পেটে লাঠি দিয়ে মারা খুব জোরে আঘাত করা হয়। হয়।”
চেষ্টা করেও ওই দু’জনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁরা এক সময়ে ফব করলেও বর্তমানে তৃণমূল সমর্থক বলে স্থানীয় সূত্রের খবর। ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দীপক পালও দাবি করেন, “১০০ দিনের কাজে কোন দলের লোকেদের নেওয়া হবে, তা নিয়ে কয়েক দিন ধরে ওই গ্রামে অশান্তি চলছিল। এ দিন তৃণমূলের কিছু লোক কাজ করার সময়ে ওই দলেরই সমর্থকেরাই হামলা চালায়। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলেই তা প্রকাশ পাবে।” পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “খোঁজ নেওয়া হচ্ছে।” |
|
|
|
|
|