আজকের শিরোনাম
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন অখিলেশ
মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন ভোটের ফলাফলের পর থেকেই তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল গোটা উত্তরপ্রদেশ জুড়ে। জল্পনার নিরসন করতে লখনউতে আজ সংসদীয় কমিটির বৈঠকে বসেছিল সমাজবাদী পার্টি। অবশেষে, অখিলেশকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল সপা। উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসাবে আগামী সোমবার শপথ নেবেন তিনি। প্রথম থেকেই ছেলে অখিলেশকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন মুলায়ম। বিশেষ সূত্রের খবর, অসুস্থতার কারণেই সরে দাঁড়ালেন তিনি। মুলায়ম ও অখিলেশ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন শিবপাল যাদব-সহ সমাজবাদী পার্টির অন্য বিধায়করা। মুখ্যমন্ত্রী পদের চূড়ান্ত সিদ্ধান্ত হয় সেখানেই। দলীয় সূত্রে খবর, সমগ্র উত্তরপ্রদেশ অখিলেশকেই মুখ্যমন্ত্রী হিসাবে চাইছিল। তবে তাঁর মুখ্যমন্ত্রীত্বের অন্তরায় ছিলেন প্রবীণ নেতারা। বিষয়টি নিয়ে দলের ওই নেতাদের বোঝানোর দায়িত্ব নেন স্বয়ং মুলায়ম।
১৯৭৩-এর ১ জুলাই অখিলেশের জন্ম। পড়াশোনা করেছেন রাজস্থান, মহীশূর ও সিডনি থেকে। শিক্ষাপর্ব শেষ করেই রাজনীতিতে যোগদান। ২০০০ সালের লোকসভা ভোটে কনৌজ থেকে প্রথমবারের জন্য নির্বাচিত হন। এ বছরের বিধানসভা নির্বাচনে ফিরোজাবাদ থেকে নির্বাচিত হয়েছেন।

মহাকরণে মমতা-শাকিল বৈঠক
মমতার সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা করতে আজ কলকাতায় আসছেন শাকিল আহমেদ। মহাকরণে বৈঠক হবে বেলা দেড়টায়। ৩০ মার্চ রাজ্যসভার নির্বাচন এবং প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মার্চ। এ রাজ্য থেকে তৃণমূল ৩ জন, কংগ্রেস ১ জন ও বামেরা ১ জনকে রাজ্যসভার প্রার্থী হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ সূত্রে খবর, তৃণমূল ও বামেরা প্রার্থী নিয়ে সিদ্ধান্ত নিলেও কংগ্রেস দোটানায় আছে। কারণ কংগ্রেসের বিধায়ক রয়েছে ৪২ জন। আরও ৭ জন বিধায়কের সমর্থন পেলেই রাজ্যসভায় প্রার্থী দিতে পারবে কংগ্রেস। তাই তৃণমূলের সমর্থনের বিষয়টি নিয়ে আজ আলোচনা করার কথা মমতার সঙ্গে।

রাজ্য পুলিশের বার্ষিক প্যারেডে অনুপস্থিত মুখ্যমন্ত্রী
কলকাতা পুলিশের বার্ষিক প্যারেডে প্রথা ভেঙে অনুপস্থিত থাকলেন রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিদ্যুত্ মন্ত্রী মনীশ গুপ্ত। এরকম একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতিকে ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। প্রসঙ্গত, এটি একটি রাষ্ট্রপতি পুরস্কার প্রদান অনুষ্ঠান। আবার এই দিনটি রাজ্য পুলিশের কাছে ‘ডি ডে’ হিসাবেও চিহ্নিত। অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিজে উপস্থিত না থাকলেও তাঁর প্রতিনিধি হিসাবে রাজ্যপাল পুরস্কার প্রদান করেন রাজ্য পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে রাজ্যপালের বক্তব্য, ব্যস্ততার কারণেই হয়তো তিনি আসতে পারেননি। তবে, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসনিক মহল।

ধূপগুড়িতে হাতির হানায় মৃত ১
ধূপগুড়িতে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সন্তোষ রায়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছেন বনকর্মীরা। তাদের সামনে পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় বানারহাট-গয়েরকাটা সড়ক। প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বানারহাটে একটি দলছুট হাতি ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। সেই সময় সন্তোষবাবু হাতির সামনে পড়ে গেলে পায়ের তলায়পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, জানান বনকর্মীরা। হাতিটিকে তাড়িয়ে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। অন্য হাতিরা যাতে এদিকে না আসতে পারে তার জন্য নজরদারিও চালানো হচ্ছে।

যাদবপুরে বহুতলে যুবকের দেহ, চাঞ্চল্য
একটি নির্মীয়মান বহুতলে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল যাদবপুরের পালবাজারে। তাঁর আনুমানিক বয়স ১৮-১৯। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ দেহটি জলের ট্যাঙ্কে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ট্যাঙ্কে পাওয়া গেছে বিদ্যুতের তার। তারটি যুবকের হাতে ও গায়ে জড়ানো ছিল। শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে সার্ভে পার্ক থানার পুলিশ। তদন্তের স্বার্থে এলাকায় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তারা। যোগাযোগের চেষ্টা চলছে প্রোমোটারের সঙ্গেও। তবে, মৃত্যুর কারণ ও মৃতের পরিচয় সম্পর্কে বিশেষ কিছু জানা না গেলেও এটি পূর্ব পরিকল্পিত খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।

বর্ধমানে কনেযাত্রীর বাস উল্টে মৃত ৭
বর্ধমানের আউশগ্রামে দরিয়াপুর ষষ্ঠীতলায় কনেযাত্রীর বাস উল্টে মৃত ৭। আহত কমপক্ষে ৫০। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বধর্মান মেডিক্যাল কলেজ ও গুসকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে গলসি থেকে বীরভূম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

দিল্লিতে কাঠের কারখানায় আগুন
দিল্লির কীর্তিনগরে একটি কাঠের কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। বহুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পুড়ে যায় ২ ব্যক্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.