দোল ঘিরে বিবাদ, হাতাহাতি দুর্গাপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের (ডিপিএল) ভিতরে রং খেলাকে কেন্দ্র করে শুক্রবার বচসা ও মারামারিতে জড়িয়ে পড়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। কোকওভেন থানার পুলিশ মোট ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে। এ দিকে কারখানার ভিতরে এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ ও ডিপিএল সূত্রে জানা গিয়েছে, একজন নিরাপত্তা রক্ষীকে জোর করে রং খেলতে বাধ্য করছিল জনা ছয়েক নিরাপত্তারক্ষী। বাধা দিতে গিয়ে জখম হন প্রথম জন। তাঁর পাল্টা মারে অপর পক্ষের একজনও জখম হন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে। |
|
নিজস্ব চিত্র। |
কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা নিজেরা মারামারিতে জড়িয়ে যাওয়ায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএনটিইউসি নেতা উমাপদ দাস। অবিলম্বে ওই নিরাপত্তা সংস্থাকে বাতিল করার দাবিও জানিয়েছেন তিনি। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে বৃহস্পতিবার দুর্গাপুরের ইস্পাত কলোনির বিজোনের কাশিরাম দাস রোড এবং ভারতী এলাকাতেও রং খেলাকে কেন্দ্র করে দুটি দলের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদের লক্ষ করে ইট পাটকেল ছোড়া হয়। ৫ জন পুলিশ কর্মী এতে অল্পবিস্তর জখমও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপর বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। লাঠি উঁচিয়ে তাঁরা দুটি দলকে সরিয়ে দেয়। জখম পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। ফের যাতে অশান্তি না ছড়ায় সে জন্য রাতে এলাকায় পুলিশি টহল ছিল। |
|