|
|
|
|
কাটোয়ায় রেডিও স্টেশনে মিলল বন্দুক, ধৃত কর্তা |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অস্ত্রশস্ত্র পাওয়া গেল বর্ধমানের কাটোয়ায় একটি স্থানীয় রেডিও স্টেশনের অফিসে। যে স্বেচ্ছাসেবী সংস্থা ওই স্টেশনটি চালায়, তার প্রতিষ্ঠাতা সম্পাদককে পুলিশ গ্রেফতার করেছে। যদিও রেডিওর সম্প্রচার বন্ধ করা হয়নি। কারা, কী উদ্দেশ্যে সেখানে অস্ত্র জড়ো করেছিল, তা-ও শুক্রবার রাত পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুমতি সাপেক্ষে দেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থা এই ধরনের রেডিও স্টেশন চালায়। কাটোয়া শহর ও আশপাশের এলাকায় গত কয়েক মাস যাবৎ সম্প্রচার শুরু করেছিল এই সংস্থাটি। তাতে আর পাঁচটা ‘এফএম’ রেডিও-র মতো গান, ‘ফোন ইন’ অনুষ্ঠান, বিজ্ঞাপন ইত্যাদি হয়। বেশ কিছু স্থানীয় ছাত্রছাত্রী, তরুণ-তরুণী সেখানে কাজ করেন।
|
ধৃত প্রশান্ত কারফরমা। |
পুলিশ জানায়, ধৃতের নাম প্রশান্ত কারফরমা। বাড়ি কাটোয়া শহরের কাছেই গোয়াই গ্রামে। রেডিও স্টেশনটিও সেখানেই। ওই এলাকায় একটি প্রতিবন্ধী স্কুলও চালায় প্রশান্তবাবুর সংস্থা। পুলিশের দাবি, বৃহস্পতিবার বিকেলে রেডিও স্টেশনে হানা দিয়ে তিনতলার একটি অব্যবহৃত ঘর থেকে একটি রাইফেল, দু’টি একনলা বন্দুক ও দু’টি রামদা উদ্ধার করা হয়েছে। এর পরেই প্রশান্তবাবুকে গ্রেফতার করা হয়। তিনি জেরায় অস্ত্র মজুতে যুক্ত থাকার কথা কবুল করেছেন। সে কারণে এ দিন কাটোয়া আদালতে তোলা হলেও তাঁকে আর পুলিশ হেফাজতে চাওয়া হয়নি। আদালত তাঁকে ৭ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই রেডিও স্টেশনে অস্ত্র মজুত করা হচ্ছে বলে বেশ কিছু দিন ধরে সতর্ক করছিল বীরভূম জেলা পুলিশ। জঙ্গি কার্যকলাপে যুক্ত লোকজন সেখানে আসা-যাওয়া করছে বলেও জানানো হয়েছিল। সেই মতো বর্ধমানের পুলিশ খোঁজখবর নিতে শুরু করে। |
|
কাটোয়ার এফএম স্টেশন। |
এলাকার কিছু লোকজন জানান, সম্প্রতি ওই রেডিও স্টেশনে ‘সন্দেহজনক’ কিছু লোকজনের আনাগোনা চোখে পড়ছিল। গ্রামবাসীরা সে বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে সদুত্তর দেওয়ার বদলে প্রশান্তবাবু উল্টে তাঁদের শাসান বলেও অভিযোগ। তাতেই পুলিশের সন্দেহ আরও বাড়ে।
জেলা পুলিশের দাবি, প্রশান্তবাবুকে জেরা করে বেশ কিছু গোপন তথ্য ও নাম পাওয়া গিয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রশান্তবাবু অবশ্য দাবি করেন, “আমি কিছু জানি না। যা বলার, পুলিশই বলবে।” বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা অবশ্য বিস্তারিত
কিছু বলতে চাননি। তিনি শুধু বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই
এক জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।” |
অসিত বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি। |
|
|
|
|
|