নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
‘ধর্ষিতা’ আদিবাসী মহিলাকে গ্রাম থেকে তাড়ানোর চক্রান্তের অভিযোগ উঠল গ্রামেরই দুই মোড়োলের বিরুদ্ধে। শুক্রবার এ ব্যাপারে সিউড়ি ২ ব্লকের বিডিও-র কাছে শ্যাম বেসরা ও গোপাল টুডু নামে দুই মোড়োলের বিরুদ্ধে অভিযোগ হয়। গত ২৬ ফেব্রুয়ারি রাতে কাজ সেরে বাড়ি ফেরার সময়ে এক দুষ্কৃতী বিধবা ওই মহিলাকে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করে। ওই ঘটনায় ইতিমধ্যে তিন জন ধরা পড়েছে।
ওই মহিলার অভিযোগ, “আমাকে গ্রাম থেকে তাড়ানোর জন্য শ্যাম বেসরা ও গোপাল টুডুর নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ গ্রামের কিছু লোক আমার বাড়িতে ইট-পাটকেল ছোড়ে। মারধর করে ও গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পড়শি লপসা মাড্ডি প্রতিবাদ করায় তাকেও মারধর করা হয়। ওই দুই মোড়োলের জন্য দীর্ঘদিন গ্রাম ছাড়া ছিলেন গ্রামেরই আর এক আদিবাসী মহিলা।” তাঁর দাবি, “কোনও রকমে পুলিশ খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ এসে পড়ায় তারা পালিয়ে যায়। শুক্রবার সকালে ফের আমাকে আক্রামণ করা হয়। খবর পেয়ে বিডিও নিজে গ্রামে আসেন। পুলিশ-প্রশাসন না এলে এ দিন ওরা সভা ডেকে হয় গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হত, অথবা জরিমানা করা হত বা মিথ্যা অপবাদ দিত।” এ দিন আলাদা ভাবে বিডিও-র কাছে আর একটি অভিযোগ করেন লপসা মাড্ডিও। তাঁর দাবি, “ওই মহিলাকে মারধর করছে দেখে প্রতিবাদ করায় আমার উপরেও আক্রমণ হয়।
অভিযোগ অস্বীকার করে গোপালবাবু বলেন, “দোলের দিন সন্ধ্যায় লপসা মাড্ডির সঙ্গে কয়েক জনের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। ওই মহিলার সঙ্গে কোনও কিছুই হয়নি।” বিডিও কোয়েলি দাস বলেন, “দুই মহিলা পৃথক অভিযোগ করেছেন। সিউড়ি সদর মহকুমাশাসকের কাছে রিপোর্ট পাঠানো হবে। ওই মহিলাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এসডিও-র নির্দেশ মতো অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” |