সিউড়িতে দু’টি সভা তৃণমূলের |
সভা, পাল্টা সভাকে কেন্দ্র করে ফের জেলায় তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ প্রকাশ্যে এল। শুক্রবার সিউড়ির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিকাশ রায়চৌধুরীরা। অনুপস্থিত ছিলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, স্বপনকান্তি ঘোষ, সাংসদ শতাব্দী রায়রা। এ দিনের সভার ‘পাল্টা’ হিসেবে আজ শনিবার ডি আর ডিসি হলে স্বপনবাবুর উদ্যোগে একটি সভা হবে। সেখানে উপস্থিত থাকার কথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও এই ‘পাল্টা’ সভাকে রাজনৈতিক সভা বলা হলেও বাদ রয়েছেন অনুব্রতবাবু ও তাঁর অনুগামীরা। সম্প্রতি বোলপুরে প্রকাশ্য বিক্ষোভ সমাবেশ করেছেন নানুরের বিধায়ক গদাধর হাজরা, নানুরের বাসিন্দা তথা মঙ্গলকোটের বিধায়ক শেখ সাহনওয়াজরা। পরে অনুব্রতবাবুর নেতৃত্বে বোলপুরে দলের জেলা সম্মেলন হয়েছে। ফের একই দৃশ্য দেখা গেল সিউড়িতে। চন্দ্রনাথবাবু বলেন, “শুক্রবার যে সভা হয়েছে তা, পূর্ব ঘোষিত। এটা সিউড়ি পুর কাউন্সিলরদের সভা। পারিবারিক কারণে অনুব্রতবাবু এ দিন উপস্থিত হননি।” যদিও পাল্টা সভার কথা জানা নেই বলে দাবি চন্দ্রনাথবাবুর। তিনি বলেন, “কোনও বিধায়ক উদ্যোগী হয়ে সভা করতে পারেন।” অনুব্রতবাবুর বিরোধী গোষ্ঠীর এক নেতা শেখ মুস্তাকের দাবি, ‘‘রাজনৈতিক সভা’ আসল সভা। ওই সভার কথা জানতে পেরে এ দিন তড়িঘড়ি সভা করলেন মন্ত্রী।”
|
রাজীব গাঁধী বিদ্যুদয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের এক কর্মীকে মারধর ও বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করার অভিযোগ উঠল দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের কয়েক জন বাসিন্দার বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যার। রাসমোহন পাল নামে ওই কর্মীর দাবি, “অন্যায় ভাবে মিটার লাগিয়ে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ করিয়ে দেওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গোসাঁই বাউড়ির নেতৃত্বে কয়েক জন চড়াও হন।” অভিযোগ অস্বীকার করে গোসাঁইবাবু বলেন, “ঠিকা কর্মী হলেও রাসমোহন এই গ্রামের লোক। কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিভিন্ন ভাবে মানুষকে হেনস্থা করছিলেন দেখে ওকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের জেঁদুর গ্রামে, মনসুবামোড়-ঝনঝনিয়া সাঁকোর রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অধীর লেট (৫৫)। জেঁদুর গ্রামেই তাঁর বাড়ি। অধীরবাবু ওই দিন সাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। সেই সময় পাথর বোঝাই ট্রাক পিছন থেকে তাঁর সাইকেলে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা যানচলাচল নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। |