l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
যোধপুর পার্কে গৃহবধু খুন, চাঞ্চল্য
ফরাক্কা বাঁধ পরিদর্শনে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী
কাটোয়া ধর্ষণ কাণ্ড: গ্রেফতার আরও ২
বিস্তারিত...
প
র্যটন শিল্পের দৌলতে অনেক দ্বীপেই এখন তৈরি হয়েছে অবসর যাপনের রসদ।
দ্বীপ বলে যে কেবল সবুজের সমাহার, তা নয়। সমুদ্রের জলে নীলের খেলা, চার
পাশের পাহাড়, কোথাও আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতি, সঙ্গে সুন্দর রিসর্ট,
সুইমিং পুল। সব মিলিয়ে এক-দু’দিনের ‘প্যাকেজ ট্যুর’-এর সন্ধান
এই সংখ্যায়। সঙ্গে সান ফ্রান্সিসকো ঘোরার ছবি ফোটো শপে।
ব্যাঙ্ককর্মীদের ‘খারাপ’ ব্যবহার, অসুস্থ হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • লিলুয়া
ব্যাঙ্কের মধ্যেই মৃত্যু হল ৭৫ বছরের এক বৃদ্ধের। মৃতের পরিবারের অভিযোগ, ব্যাঙ্ককর্মীদের ‘দুর্ব্যবহার’ ও ‘অমানবিক’ আচরণের জেরেই অসুস্থ হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। কারণ, প্রায় চল্লিশ বছর ধরে ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও গ্রাহক-পরিচিতি সংক্রান্ত নিয়ম পালনের নামে ওই বৃদ্ধকে নিয়ে বহুক্ষণ ধরে টানাপোড়েন চলে। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। শুক্রবার, লিলুয়ার কাছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডন বস্কো শাখায় এই ঘটনার পরে বালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিজনেরা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ এবং মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ বেলুড়ের অভয় গুহ রোডের বাসিন্দা প্রীতম সিংহ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই শাখায় গিয়েছিলেন টাকা তুলতে। ওই ব্যাঙ্কে ওই বৃদ্ধ এবং তাঁর স্ত্রী হরদেব কৌরের দীর্ঘ চল্লিশ বছরের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে।
বিস্তারিত...
‘বয়ান’ লেখেনি দীপঙ্কর, মন্ত্রীর
কথা অস্বীকার দলেরই নেতার
অরুণাক্ষ ভট্টাচার্য • বারাসত
সীমান্ত মৈত্র • হাবরা
মন্ত্রীর দাবি ‘উড়িয়ে’ দিলেন তাঁর দলেরই নেতা। বারাসত হাসপাতালে চিকিৎসাধীন দীপঙ্কর মিস্ত্রিকে দিয়ে কোনও ‘বয়ান’ লেখানো হয়নি বলে শুক্রবার মন্তব্য করেন তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে বলেছিলেন, তাপসবাবু তাঁদের দলের কয়েক জনকে নিয়ে দীপঙ্করের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁদের কাছে লিখিত ‘বয়ানে’ ওই কিশোর জানিয়েছে, ‘তোলাবাজির’ জন্য তাকে মারধর করা হয়নি। বন্ধু-বান্ধবদের সঙ্গে ‘টাকা-পয়সা নিয়ে ঝামেলা’র জেরেই এই কাণ্ড। পুলিশের কাছে লিখিত অভিযোগে দীপঙ্কর মিস্ত্রি জানিয়েছিল, গত ২৪ ফেব্রুয়ারি হাবরা স্টেশনে এক দল তোলাবাজ তার কাছে মদ খাওয়ার টাকা চায়। টাকা দিতে না চাওয়ায় তাকে মারধর করা হয়। পরে বাড়ি থকে তুলে নিয়ে গিয়ে রেল কলোনির একটি ক্লাবঘরে আটকে ফের পেটানো হয়। অসুস্থ দীপঙ্কর এখনও চিকিৎসাধীন। মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি তার।
বিস্তারিত...
সালুয়া থেকে সিআইএফ শিবির
সরানোরই সিদ্ধান্ত প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও খড়্গপুর
শেষ পর্যন্ত খড়্গপুরের সালুয়া থেকে সিআইএফ (কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স) জওয়ানদের শিবির অন্যত্র সরানোরই সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। সেখানকার শ’দেড়েক জওয়ানকে ১০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার মহাকরণে মুখ্যসচিব সমর ঘোষ বলেন, “কোথায় ক্যাম্প সরানো হবে, তা দু’-চার দিনের মধ্যেই চূড়ান্ত হবে।” সালুয়ার পরিবর্তে ওই শিবির পুরুলিয়ার ছররা বা বাঁকুড়ার বড়জোড়ায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে বলে বাহিনী সূত্রের খবর। এক পুলিশকর্তা বলেন, “গত বছর জানুয়ারি নাগাদই পুরুলিয়ার ছররায় সিআইএফ-কে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সে ব্যাপারে সরকারি নির্দেশনামা বেরিয়ে গেলেও পরে তা বাতিল হয়।” ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলের (ইএফআর) জওয়ান এবং তাঁদের পরিজনেদের সঙ্গে গত কয়েক দিনে দফায়-দফায় বিবাদ-সংঘর্ষের পরে শেষ পর্যন্ত শিবির সরানোর এই সিদ্ধান্ত। এই শিবির সরানো নিয়ে অবশ্য এ দিন মুখ খুলতে চাননি রাজ্য পুলিশের কর্তারা।
বিস্তারিত...
পরিচালন সমিতিতে দুই তৃণমূল
নেতা চাইছেন ‘পছন্দের লোক’
নিজস্ব সংবাদদাতা • আমতা
এক জন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সভাপতি, অন্য জন ওই কেন্দ্রেই দলের কার্যকরী সভাপতি। দুই নেতাই চান, তাঁদের পছন্দের অভিভাবকদের আমতা পীতাম্বর হাইস্কুলের পরিচালন সমিতিতে নেওয়া হোক। কিন্তু মাস তিনেক ধরে এ নিয়ে দুই নেতার ‘চাপ’-এ গঠন করা যায়নি পরিচালন সমিতি। ফলে, ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাচ্ছে না। বন্ধ মিড-ডে মিল। আটকেছে পার্শ্বশিক্ষকদের বেতন। খাতা কেনার টাকা না-থাকায় ছাত্রদের ‘ইউনিট টেস্ট’-এর লিখিত পরীক্ষার বদলে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। ওই স্কুলের পরিচালন সমিতি রয়েছে তৃণমূলের হাতেই। গত ৩১ ডিসেম্বর সমিতির সহ-সভাপতি, সম্পাদক-সহ চার জন অভিভাবক প্রতিনিধির কার্যকাল শেষ হয়। এ ক্ষেত্রে চার জন নতুন অভিভাবককে অন্তর্ভুক্ত করে ফের পদাধিকারী নির্বাচন হওয়ার কথা। কিন্তু সেই নির্বাচন কবে হবে, তা এখনও নির্দিষ্ট হয়নি। কেননা, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল সভাপতি বিশ্বনাথ লাহা এবং কার্যকরী সভাপতি তপন চক্রবর্তী অভিভাবকদের পৃথক তালিকা জমা দিয়েছেন।
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
ল্যান্ড ব্যাঙ্ক তৈরিতে ঢিলেমি,
অভিযোগ কর্মী সংগঠনের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
জেলায় ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির কাজে গতি নেই। তাই শিল্প স্থাপন তো দূর, গরিব মানুষের মধ্যে পাট্টা বিলিও করা যাচ্ছে না। এমনই অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী সংগঠন ‘পশ্চিমবঙ্গ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এমপ্লয়িজ ফেডারেশন’-এর। জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর অবশ্য এই অভিযোগ মানতে চায়নি। ওই সংগঠনের সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক জানান, গ্রামের পড়ে থাকা জমি নিয়ে তৈরি হয় ল্যান্ড ব্যাঙ্ক। তা খাস জায়গা বা অনাবাদি জমি হতে পারে। বাঁধ বা সেচখালের পাশে পতিত জমিও মানুষকে পাট্টা দেওয়া যেতে পারে। মোজাম্মেল হকের দাবি, উপযুক্ত সংখ্যক কর্মী না থাকায় এই ধরনের জমির দাগ ও খতিয়ান অনুযায়ী জমি চিহ্নিত করা যাচ্ছে না। অনেকে পরিত্যক্ত জমির তালিকা দফতরে জমা দিয়ে পাট্টার দাবি জানাচ্ছেন। কিন্তু দাগ ও খতিয়ান মিলিয়ে দেখে জমি চিহ্নিত করার কাজ এগোচ্ছে না বলে তাঁদের অভিযোগ। মোজাম্মেল হকের দাবি, “জেলায় গত বছরের গোড়া থেকে শুরু হয়েছে ল্যান্ড ব্যাঙ্ক তৈরির কাজ। এই কাজে এখনও পর্যন্ত মাত্র ২০০ একর জমি চিহ্নিত করা গিয়েছে। অথচ আরও অন্তত ২০০০ একর জমি চিহ্নিত না করা গেলে শিল্প স্থাপন তো দূর, গ্রামের গরিব মানুষদের পাট্টা দেওয়ার কাজও করা যাচ্ছে না।”
বিস্তারিত...
ছয় ম্যানেজারকে হাঁটালেন শ্রমিকেরা
নিজস্ব সংবাদদাতা • আলিপুর
দুয়ারবর্ধিত মজুরির বকেয়া ১৭০০ টাকা দোলের আগেই মেটানোর কথা ছিল ডুয়ার্সের মধু চা বাগান কর্তৃপক্ষের। চা বাগানের আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে বকেয়া মেটানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন কর্তৃপক্ষ। ওই ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা আলোচনার জন্য ৬ ম্যানেজারকে হেঁটে হাসিমারা ফাঁড়িতে যেতে বাধ্য করলেন। শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে ডুয়ার্সের কালচিনি ব্লকের মধু চা বাগানে। ফাঁড়িতে আলোচনার পরেও অবশ্য সমস্যা মেটেনি। প্রধান ম্যানেজার রাজেন বর্মা বকেয়ার মেটানোর ব্যাপারে চূড়ান্ত বক্তব্য জানানোর জন্য ৬ মার্চ পর্যন্ত সময় চেয়েছেন। কিন্তু যেভাবে এ দিন চা বাগানের ৬ ম্যানেজারকে হেনস্থা করা হয়েছে তাতে উদ্বিগ্ন চা বাগান কর্তৃপক্ষ। মধু চা বাগানের ম্যানেজার রাজেন বর্মা জানান, চা বাগানের অবস্থা খারাপ। তাঁরা শ্রমিকদের সঙ্গে চুক্তি করেছেন জানুয়ারি থেকে তিন মাস মাসে ৩০০ টাকা ও রেশন দেওয়া হবে। বেতনের বকেয়া জুন জুলাই মাসে দেওয়া হবে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
উচ্ছেদে উত্তেজনা
কোচবিহারে
কার্যালয় তৈরি
নিয়ে অভিযোগ
দক্ষিণবঙ্গ
বোমা ও গুলিতে জখম ৩,
হাবরায় দুষ্কৃতী-তাণ্ডব
ইটের রাস্তার কাজ শুরু
হয়েও বন্ধ: ক্ষোভ
বর্ধমান
স্কুল গড়তে জমি দান
তিন ভাইবোনের
আবাসনের মালিকানা পাচ্ছেন এমএএমসি-র কর্মীরা
পুরুলিয়া
নির্মাণ হয়নি ফ্লাইওভার,
সমস্যায় আদ্রার বাসিন্দারা
দুর্ঘটনায় জখম কিশোরী,
অবরোধ জাতীয় সড়কে
মুর্শিদাবাদ
স্ট্যান্ড ফাঁকা, বাস
দাঁড়িয়ে রাস্তাতেই
মাটি কাটা নিয়ে দুই
পঞ্চায়েতে জটিলতা
মেদিনীপুর
বদলি হলেন
এগরার ওসি
দুই বাহিনীর বিরোধে
‘শৃঙ্খলা’ নিয়েই প্রশ্ন
কলকাতা
৩২.৩/২৩.৬
আজকের দিনে
• ১৮৩৯:
শিল্পপতি
জামশেদজি টাটার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না।
কলকাতার কথকতা নিয়ে
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.