|
|
|
|
দুর্ঘটনায় জখম কিশোরী, অবরোধ জাতীয় সড়কে |
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
গাড়ির ধাক্কায় কিশোরী জখম হওয়ায় প্রতিবাদে প্রায় সাড়ে তিন ঘণ্টা পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুর ১২টা নাগাদ মহম্মদবাজারের জয়পুর মোড়ের কাছে মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়। বাসিন্দাদের ক্ষোভ, একে রাস্তা বেহাল, তার ওপর বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য প্রতিদিন দুর্ঘটনা লেগেই আছে এই রাস্তায়। প্রশাসন থেকে পুলিশ সব কিছু দেখে শুনেও চোখ-কানে আঙুল দিয়ে আছে। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তা সারানো, উপযুক্ত ক্ষতিপূরণ ও যান নিয়ন্ত্রণের ব্যবস্থা-সহ দুর্ঘটনা এড়াতে সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে।
এ দিকে, এ দিন মাধ্যমিক পরীক্ষা থাকায় অবরোধের জেরে বাড়ি ফিরতে পরীক্ষার্থী ও অভিভাবকদের সমস্যায় পড়তে হয়েছে। পুলিশ বহু কষ্টে বুঝিয়ে এবং স্থানীয় আদিবাসী নেতা লক্ষ্মণ বাস্কি-সহ কয়েক জনের মধ্যস্থতায় বিকেল সাড়ে তিনটে নাগাদ অবরোধ উঠে যায়। |
|
ট্রাকের সারি। মহম্মদবাজারে ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাস্তার ধারে দাঁড়িয়েছিল অষ্টম শ্রেণির ছাত্রী সনকা সোরেন। তার মেজদা সনাতন সোরেন বলেন, “বোন স্থানীয় মালাডাং-শেওড়াকুড়ি বংশীধর হাইস্কুলে পড়ে। মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল ছুটি রয়েছে। দুপুর ১২টা নাগাদ রাস্তার ওপারে পুকুরে স্নান সেরে বাড়ি ফিরছিল। গাড়ি আসছে দেখে সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। সেই সময় সিউড়িগামী একটি গাড়ি আচমকা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। কয়েক বছর আগে আমার ছোট বোনও একই ভাবে দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয়েছে।” তাঁর ক্ষোভ, “পুলিশ প্রশাসন সব রকম আশ্বাস দিয়েছিল। কাজের কাজ কিছুই হয়নি। এ দিনও বোনকে প্রথমে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিকেলে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।” |
|
|
|
|
|