l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• মুম্বইয়ে কং-নেতার বাংলোতে খানা তল্লাসি
• তালড্যাংড়ায় আত্মসমর্পণ জনসাধারণ কমিটির নেতা
বিস্তারিত...
প
র্যটন শিল্পের দৌলতে অনেক দ্বীপেই এখন তৈরি হয়েছে অবসর যাপনের রসদ।
দ্বীপ বলে যে কেবল সবুজের সমাহার, তা নয়। সমুদ্রের জলে নীলের খেলা, চার
পাশের পাহাড়, কোথাও আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতি, সঙ্গে সুন্দর রিসর্ট,
সুইমিং পুল। সব মিলিয়ে এক-দু’দিনের ‘প্যাকেজ ট্যুর’-এর সন্ধান
এই সংখ্যায়। সঙ্গে সান ফ্রান্সিসকো ঘোরার ছবি ফোটো শপে।
ধর্ষণ করে খুন, ফাঁসির আদেশ দিল আদালত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
ধর্ষণের পরে কিশোরীকে শ্বাসরোধ করে মেরে টুকরো টুকরো করে কেটে বস্তায় পুরে ফেলে গিয়েছিল সে। তদন্তে দোষ প্রমাণ হওয়ায় আউশগ্রামের সেই যুবককে ফাঁসির আদেশ দিল বর্ধমান আদালত। একের পর এক ধর্ষণের ঘটনা ও তার তদন্ত নিয়ে যখন রাজ্য সরগরম, বৃহস্পতিবার এই রায় দিয়ে বর্ধমান আদালতের চতুর্থ দায়রা ও অতিরিক্ত জেলা জজ সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনার ‘নৃশংসতা’র কথা মাথায় রেখেই ‘কঠোরতম’ সাজা দেওয়া হয়েছে। এই ধরনের গুরুতর অপরাধ করলে আইন যে রেহাই দেবে না, এই সাজার মাধ্যমে কার্যত সেই ‘বার্তা’ই দেওয়া হল। পুলিশ সূত্রে জানা যায়, আউশগ্রামের দায়রাপুর গ্রামের শিবতলার বাসিন্দা মধ্য তিরিশের ওই যুবকের নাম বুধন বাগদি ওরফে বুলু। বাড়িতে স্ত্রী ও দুই নাবালক ছেলে-মেয়ে আছে। কিন্তু তার বাড়ি বা গ্রামের কেউ আদালতে আসেননি। মৃত্যুদণ্ড শুনেই ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করে ওঠে বুধন। হাউমাউ করে কাঁদতেও থাকে। পুলিশের সঙ্গে কাঁদতে কাঁদতেই সে হাজতে ফিরে যায়।
বিস্তারিত...
দুই দল মহিলার বাড়িতে, তৃণমূল বলছে ‘রাজনীতি’
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
তদন্তে কতটা অগ্রগতি হয়েছে, আদৌ কিছু হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। কিন্তু কেতুগ্রামে ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির চাপানউতোর আরও এক ধাপ চড়ল।বুধবারই মহিলার সঙ্গে কথা বলে ‘অভয়’ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা মহিলার বাড়িতে যান। তবে ওই পরিবারের লোক কংগ্রেস এবং তৃণমূলের সমর্থক বলে জানার পরেও প্রধান শাসকদলের তরফে কেউ তাঁদের বাড়ি যাননি। রাতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় বলেন, “মামলা হয়েছে। পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। এর পরে আমরা গিয়ে বাড়তি কী করব?” এ দিন দুপুর ১টা নাগাদ প্রদেশ কংগ্রেসের যে প্রতিনিধি দল মহিলার বাড়িতে যায়, শ্রম প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবনাথ ও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নেত্রী মালা রায় প্রমুখ সেই দলে ছিলেন। মহিলার শাশুড়ি এবং ঘটনার দিন ট্রেনে মায়ের সঙ্গে থাকা এগারো বছরের মেয়ের সঙ্গেও তাঁরা কথা বলেন।
বিস্তারিত...
রায়গঞ্জ কলেজে ভাঙচুর, অভিযুক্ত ছাত্র পরিষদ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
দ্রুত ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে ভাঙচুরের অভিযোগ উঠল ছাত্র পরিষদের কয়েকজন কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষ অবশ্য পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি। তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শত্রুঘ্ন সিংহ বলেন, “ছাত্র পরিষদের ছেলেরা আমরা ঘরে ঢুকে বিক্ষোভ দেখায়। চেয়ার টেবিল ভাঙচুর করে। আমরা শরীর খারাপ রয়েছে। পরে পুলিশে সবই জানাব। তবে সবাই তো আমার ছাত্রই।” ছাত্র পরিষদের নেতা তুষারকান্তি গুহ অবশ্য বলেন, “পরীক্ষার অজুহাতে নির্বাচন দেরিতে করা হচ্ছে। এদিন কলেজ কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা কোনও ভাঙচুর করিনি। অকারণে অধ্যক্ষ মিথ্যা অভিযোগ করছেন। দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও স্মারকলিপি দেওয়া হবে।”
বিস্তারিত...
হুমকির অভিযোগ হাবরার মাধ্যমিক পরীক্ষার্থীকে
অরুণাক্ষ ভট্টাচার্য ও সীমান্ত মৈত্র • কলকাতা
হাসপাতালে চিকিৎসাধীন মাধ্যমিক পরীক্ষার্থীর উপরে ‘চাপ’ সৃষ্টির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তার পরিবারকেও লাগাতার ‘হুমকি’র মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। হাবরায় তোলাবাজদের মারে জখম মাধ্যমিক পরীক্ষার্থী দীপঙ্কর মিস্ত্রি বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার হাসপাতালে আসেন তৃণমূলের কয়েক জন নেতা-কর্মী। হাবরার তৃণমূল বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, দীপঙ্কর তাঁদের কাছে ‘লিখিত বয়ানে’ জানিয়েছে, ‘তোলাবাজির’ ঘটনা ঘটেনি। ‘বন্ধু-বান্ধবদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিবাদে’র জেরেই মারধর করা হয় তাকে। এর সঙ্গে ‘রাজনীতির’ও যোগ নেই। হাসপাতালের বিছানায় শুয়ে তৃণমূল নেতৃত্বকে দেওয়া তার ‘বয়ান’ আইনের চোখে কতটা গুরুত্বপূর্ণ?উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “প্রাথমিক প্রমাণ মেলার পরে ধৃত দু’জনের বিরুদ্ধে তোলাবাজি, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন। এ ধরনের কোনও বয়ান আদালতে গ্রাহ্য হবে না।”
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
চাকরির নামে প্রতারণা, অভিযুক্ত তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর
রেলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অন্য কেউ নয়, এই অভিযোগ তুলেছেন দলেরই অঞ্চল কার্যকরী সভাপতি। ঘটনাটি রঘুনাথপুরের।রঘুনাথপুর ১ ব্লকের সভাপতি সলিল কুম্ভকারের বিরুদ্ধে পুলিশের কাছে ওই অভিযোগ করেছেন ব্লকেরই আড়রা অঞ্চলের কার্যকরী সভাপতি ডি মনোজ কুমার। অভিযোগ, রেলে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সলিলবাবু তাঁর কাছ থেকে দু’লক্ষ টাকা নিয়েছিলেন। সলিলবাবুর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, দল থেকে অভিযোগের তদন্ত করা হচ্ছে।অভিযোগকারী তৃণমূল নেতা আদ্রার বাসিন্দা মনোজবাবুর দাবি, “২০০৯ সালে সলিলবাবু রেলে চাকরি করে দেওয়ার জন্য আমার কাছ থেকে দু’লক্ষ টাকা নিয়েছিলেন। এক বছরের মধ্যে চাকরির ব্যবস্থা না করা গেলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।” তাঁর অভিযোগ, সেই সময়কার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সলিলবাবু তাঁকে জানিয়েছিলেন।
বিস্তারিত...
হুগলির ৯২টি পঞ্চায়েতের বিরুদ্ধে ‘ব্যবস্থা’
নেওয়ার নির্দেশ প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
১০০ দিনের কাজ প্রকল্পে হুগলি জেলার ২০৭টি পঞ্চায়েতকেই ফেব্রুয়ারি মাসে নির্মাণ সামগ্রী ব্যবহার খাতে খরচ না করার নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন। কিন্তু সেই নির্দেশ না মানায় ৯২টি পঞ্চায়েতের সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি। গত মঙ্গলবারই ওই নির্দেশ জেলার ১৮টি ব্লকের বিডিওদের কাছে পৌঁছয়। নির্দেশের প্রতিলিপি মহকুমাশাসকদের কাছেও পাঠানো হয়। জেলাশাসক বলেন, “১০০ দিনের কাজ প্রকল্পের যে আইন রয়েছে, তার সফল রূপায়ণের লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে আবশ্যিক তথ্য দেওয়া না হলে এবং নিয়মকানুন মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে ৯২টি পঞ্চায়েত ওই নির্দেশ মানেনি বলে জেলাশাসক চিহ্নিত করেছেন, তার মধ্যে রয়েছে আরামবাগ মহকুমার ৩২টি, শ্রীরামপুরের ১৮টি, চন্দননগরের ১৩টি এবং চুঁচুড়া সদর মহকুমার ২৯টি। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “যে সব পঞ্চায়েত নিয়ম মানেনি, সেই সব পঞ্চায়েতের প্রধান, নির্বাহী সহায়ক এবং নির্মাণ সহায়কদের শো-কজ করা হচ্ছে। উত্তর পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অপসারিত গ্রাম প্রধান
ভল্ট ভেঙে ব্যাঙ্কে
লুঠের চেষ্টা
দক্ষিণবঙ্গ
দুষ্কৃতীরাই ‘নিয়ন্ত্রণ’ করে
হাবরা স্টেশন এলাকা
লিগ শেষ না করেই
পরবর্তী পর্যায়ে তিন দল
বর্ধমান
তৃণমূল কর্মী খুনে
গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
ইস্কো-গ্রামবাসী বিবাদ আপাতত মিটল মহাকরণে
পুরুলিয়া
গৃহবধূকে ‘খুন’,
ধৃত স্বামী ও ভাসুর
কার্যালয়ে আগুন,
অভিযুক্ত সিপিএম
মুর্শিদাবাদ
পুলিশকর্মীর বিরুদ্ধে
ধর্ষণের অভিযোগ
মেদিনীপুর
শনিবারও মিড-ডে
মিলের ভাবনা
বৃদ্ধাকে খুন
করে লুঠপাট
কলকাতা
৩৩.১./১৯.৪
আজকের দিনে
• ১৯৬৮:
ব্রিটিশ অভিনেতা
ড্যানিয়েল ক্রেগের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কলকাতার কথকতা নিয়ে
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.