|
|
|
|
বৃদ্ধাকে খুন করে লুঠপাট |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বৃদ্ধাকে খুন করে বাড়ি থেকে সর্বস্ব লুঠ করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের জুগনুতলা এলাকায়। মৃতার নাম গীতা রায় (৮৫)। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জুগনুতলার ওই বাড়িতে বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজের শিক্ষক তরুণবাবু। প্রতিদিনই তিনি সকালে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যা নাগাদ ফেরেন। এ দিন দুপুরে তরুণবাবু কলেজে যাওয়ার পর বাড়িতে একাই ছিলেন গীতাদেবী। তরুণবাবুর কথায়, “আমি বেরোনোর সময় মা ভেতর থেকে দরজায় তালা দিয়ে রাখেন। এ দিনও একই ভাবে দরজায় ভিতর থেকে তালা দেওয়া ছিল। চাবি খুলে ঘরে ঢোকার পরে দেখি, দোতলার সিঁড়ির পাশে মা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। অনেক ডাকাডাকিতেও সাড়া মেলেনি। সারা বাড়ি লণ্ডভণ্ড। দামি জিনিসপত্র তো দূরের কথা, জলের কল, জুতোটা পর্যন্ত নেই।” এরপরেই তরুণবাবু পুলিশে খবর দেন। |
|
ডাকাতি করে খুনের ঘটনার তদন্তে পুলিশ। |
তবে দুপুরে এতকিছু ঘটলেও প্রতিবেশীরা কিছুই টের পাননি বলে এলাকার লোক জানান। তরুণবাবুর ছাত্র তুহিন বসু বলেন, “স্যার বাড়িতে ঢোকার পরেই দেখেন, মা সিঁড়ির কাছে পড়ে রয়েছেন। বাড়ির সমস্ত জিনিস লুঠ হয়েছে। সঙ্গে সঙ্গে আমায় ফোন করেন। পাশের বাড়ির লোকজনকে ডাকেন। কিন্তু এত বড় ঘটনার কেউ কিছুই জানতে পারেননি।” পুলিশ জানিয়েছে, বেসিনের জলের কল থেকে শুরু করে টেলিভিশন, কম্পিউটার, লক্ষাধিক টাকা এ দিন লুঠ করে দুষ্কৃতীরা।
কিন্তু কি ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটা কোনও পরিচিত ব্যক্তির কাজ। নইলে লুঠপাট চালিয়ে ওই বৃদ্ধাকে খুন করে বাড়িতে ভিতর দিয়ে তালা বন্ধ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু বৃদ্ধাকে খুন করা হয়েছে কেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীরা ওই বাড়ির উপর নজর রেখেছিল। পূর্ব পরিকল্পনা মতো এই কাজ হয়েছে। পরিচিত হওয়ায় পরে ওই বৃদ্ধা দুষ্কৃতীদের কথা পুলিশকে জানিয়ে দেবেন এই আশঙ্কাতেই খুন। তাই বাড়ির কাজের লোক থেকে শুরু করে সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এমনিতেই শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা নিত্যদিন ঘটছে। কোথাও রাস্তা দিয়ে মোটরবাইকে চড়ে দুষ্কৃতীরা পথচারি মহিলার হার ছিনতাই করছে, আবার কোথাও রাস্তায় রাখা মোটরবাইক ছিনতাই হচ্ছে। শহরে ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়ে চলায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। তার মধ্যে আবার বাড়িতে ঢুকে বৃদ্ধাকে খুন করে বাড়ি থেকে লুঠপাট চালিয়ে বৃদ্ধাকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরে। |
|
|
|
|
|