মুম্বইয়ে কং-নেতার বাংলোতে খানা তল্লাসি |
কংগ্রেস নেতা কৃপাশঙ্কর সিংহের বান্দ্রার বিলাসবহুল বাংলোতে আজ তল্লাসি চালায় মুম্বই পুলিশ। প্রায় ২৩০ কোটি টাকার অবৈধ সম্পত্তির হদিস মেলে। সব্জি বিক্রেতা থেকে এত অবৈধ সম্পত্তির মালিকানা, পুত্রের নামে ব্যাঙ্কে ৬০ কোটি টাকা জমা ইত্যাদি নানারকম অভিযোগে রীতিমতো অস্বস্তিতে মহারাষ্ট্র কংগ্রেস। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বম্বে হাই কোর্টে দুর্নীতির মামলা চলছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁর স্থগিতাদেশের আর্জি সুপ্রিম কোর্ট নাকচ করে। |
তালড্যাংড়ায় আত্মসমর্পণ জনসাধারণ কমিটির নেতার |
তালড্যাংড়ায় আত্মসমর্পণ করলেন জনসাধারণ কমিটির নেতা গোপাল প্রতিহার। মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকা এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সাহায্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আজ তাকে আদালতে তোলা হবে।
|
গাজিয়াবাদ কোর্ট থেকে দিল্লির কোর্টে স্থানান্তরিত করার তলোয়ারদের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতার কারণ রাজেশ ও নুপুর তলোয়ার সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন। আজ সুপ্রিম কোর্ট সেই আর্জি নাকচ করায় আরুষি মামলার বিচার গাজিয়াবাদ কোর্টেই হবে। |