রেলে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। অন্য কেউ নয়, এই অভিযোগ তুলেছেন দলেরই অঞ্চল কার্যকরী সভাপতি। ঘটনাটি রঘুনাথপুরের।
রঘুনাথপুর ১ ব্লকের সভাপতি সলিল কুম্ভকারের বিরুদ্ধে পুলিশের কাছে ওই অভিযোগ করেছেন ব্লকেরই আড়রা অঞ্চলের কার্যকরী সভাপতি ডি মনোজ কুমার। অভিযোগ, রেলে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সলিলবাবু তাঁর কাছ থেকে দু’লক্ষ টাকা নিয়েছিলেন। সলিলবাবুর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, দল থেকে অভিযোগের তদন্ত করা হচ্ছে।
অভিযোগকারী তৃণমূল নেতা আদ্রার বাসিন্দা মনোজবাবুর দাবি, “২০০৯ সালে সলিলবাবু রেলে চাকরি করে দেওয়ার জন্য আমার কাছ থেকে দু’লক্ষ টাকা নিয়েছিলেন। এক বছরের মধ্যে চাকরির ব্যবস্থা না করা গেলে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।” তাঁর অভিযোগ, সেই সময়কার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সলিলবাবু তাঁকে জানিয়েছিলেন। আশ্বাস দিয়েছিলেন, রেলমন্ত্রীর কোটা থেকে রেলে কয়েকটা চাকরির ব্যবস্থা তিনি করতে পারবেন। ওই বছরের অগস্ট মাসে তিনি সলিলবাবুকে দু’লক্ষ টাকা দিয়েছিলেন। ২৬ অগস্ট স্ট্যাম্প পেপারে দু’জন সাক্ষীর উপস্থিতিতে সলিলবাবু তাঁর কাছ থেকে দু’লক্ষ টাকা ধার নেওয়ার কথা লেখেন।
সময় পেরিয়ে যাওয়ার পরে মনোজবাবু সলিলবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করেন। তিনি বলেন, “খোঁজ নিয়ে জানতে পারি রেলে এ ভাবে টাকা দিয়ে চাকরি হয় না। প্রতারিত হয়েছি বুঝতে পেরে টাকা ফেরত চেয়েছিলাম।” তাঁর অভিযোগ, “টাকা চাইলে সলিলবাবু আমার রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন।”
মনোজবাবু জানান, প্রথমে ঘটনাটি দলের জেলা নেতৃত্বকে জানিয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ায় সম্প্রতি তিনি রঘুনাথপুর থানায় সলিলবাবুর বিরুদ্ধে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ দায়ের করেন। সলিলবাবুর দাবি, “মনোজ আমার ইটের ব্যবসায় অংশীদার হতে চেয়েছিল। সে জন্য ওর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। এর মধ্যে ৭০ হাজার টাকা ফেরত দিয়েছি। এই ঘটনার পিছনে দলের বিরুদ্ধ গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি তথা স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন “রঘুনাথপুর ১ ব্লকের সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত চলছে। দলে দুর্নীতি প্রশয় দেওয়া হবেনা। অভিযোগ প্রমাণিত হলে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”.পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |