l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
ফের বহুতলে আগুন
বিষমদকাণ্ডে চার্জশিট
বিস্তারিত...
সচিত্র পোস্টারে সুচিত্রাদের
প্রতি ‘আত্মসমর্পণের’ বার্তা
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
ছবি-সহ পোস্টার সাঁটিয়ে জঙ্গলমহলের সাত মাওবাদী নেতা-নেত্রীকে আত্মসমর্পণের আহ্বান জানাল প্রশাসন। এঁদের মধ্যে আছেন সুচিত্রা মাহাতোগত ২৪ নভেম্বর জামবনির বুড়িশোলে কিষেণজি নিহত হওয়ার পর থেকেই যাঁর ‘গতিবিধি’ রহস্যে ঘেরা। সুচিত্রার পাশাপাশিই সিপিআই (মাওবাদী)-র রাজ্য সম্পাদক অসীম মণ্ডল ওরফে আকাশ, লালগড়ে মাওবাদী সক্রিয়তার অন্যতম ‘প্রধান মুখ’ মনসারাম হেমব্রম ওরফে সিংরাই ওরফে বিকাশ, তাঁর স্ত্রী তারা, মদন মাহাতো, রঞ্জন মুন্ডা, জয়ন্ত-র ছবি সংবলিত পোস্টার সাঁটিয়ে শুক্রবার থেকে ঝাড়গ্রাম-সহ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে প্রচার শুরু করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সফরে গিয়ে বন্দুক ছেড়ে ‘মূলস্রোতে’ ফিরতে মাওবাদীদের প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাগরী বাস্কের মতো শীর্ষ নেত্রী-সহ বেশ কয়েক জন মাওবাদী ইতিমধ্যে আত্মসমর্পণও করেছেন। বাম-আমলেও মাওবাদীদের আত্মসমর্পণের ‘প্যাকেজ’ ঘোষণা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট কয়েক জনের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তাঁদের ছবি-সহ পোস্টার-প্রচার আগে হয়নি। এই মাওবাদী নেতা-নেত্রীরা যাতে পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, সে জন্য একটি মোবাইল নম্বরও (৭৪০৭০৯১১২২) দেওয়া হয়েছে পোস্টারে।
বিস্তারিত...
ছুটছে মোটরবাইক, বন্ধুর টাকা বাঁচালেন প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর
নিজের জীবন বিপন্ন করে ছিনতাইবাজদের হাত থেকে বন্ধুর প্রায় আড়াই লক্ষ টাকা বাঁচালেন ভদ্রেশ্বরের সুনীলকুমার রক্ষিত। মোটরবাইকে দুই ছিনতাইবাজ। এক জনের হাতে টাকার ব্যাগের একটি হাতল। অন্য হাতল ধরে রেখেছেন সুনীলবাবু। মোটরবাইকের গতি বাড়াল ছিনতাইবাজরা। মাটিতে পড়ে গিয়েও ব্যাগের হাতল ছাড়লেন না সুনীলবাবু। হেঁচড়াতে হেঁচড়াতেই মোটরবাইকের পিছনে এগিয়ে গেলেন কিছুটা। বন্ধু কালীশঙ্কর গুহের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করল ছিনতাইবাজদের। ছিনতাইবাজরা ব্যাগ ছেড়ে চম্পট দিল। তত ক্ষণে হাত-পেট-বুক-পা দিয়ে রক্ত ঝরছে বছর বাহান্নর সুনীলবাবুর। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ভদ্রেশ্বর থানা ও পুরসভার অদূরে জি টি রোডে গুটিকয়েক পথচারী ওই দৃশ্য দেখে চমকে ওঠেন। রাতেই গুরুতর আহত সুনীলবাবুকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর বাঁ পায়ের হাড়ে চিড় ধরেছে। সেখানে অস্ত্রোপচার প্রয়োজন। শরীরেরও অনেক জায়গায় ক্ষত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালীশঙ্করবাবু এবং সুনীলবাবু আবাল্য বন্ধু। থাকেন ভদ্রেশ্বরের পালবাগান এলাকায়। সেখানেই নিজের একটি বাড়ি তৈরি করছেন কালীশঙ্করবাবু। সেই কারণে বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ কাছের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা তোলেন। সঙ্গে ছিলেন সুনীলবাবু।
বিস্তারিত...
চাঁদা না দেওয়ায় শিক্ষককে ‘হুমকি’ তৃণমূল নেতার
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
বাড়ি বানানোর সময়ে এলাকায় মন্দির তৈরির জন্য এক লক্ষ টাকা ‘চাঁদা’ না-দেওয়ায় কলেজ শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সহকর্মী এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রধান বাবুলাল বালা এই মর্মে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তপন নাগ নামে ওই তৃণমূল নেতা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তপনবাবু রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির প্রাক্তন কার্যকরী সভাপতি। ওই কলেজে শিক্ষাকর্মী পদে চাকরি করেন। বাবুলালবাবুর অভিযোগ, “বছরখানেক আগে বাড়ি বানানো শুরু করি। তখন থেকেই এলাকার বাসিন্দা তপনবাবু মন্দিরের জন্য ১ লক্ষ টাকা চাঁদা চান। তা দিতে পারব না জানাই। বৃহস্পতিবার রাতে মাকে নিয়ে বাড়ি ফেরার সময়ে আমাদের রাস্তা আটকে চাঁদা না-দিলে মেরে ফেলার হুমকি দেন তিনি। তাতে নিরাপত্তার অভাব বোধ করছি। সেই জন্যই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।” তপনবাবুর পাল্টা অভিযোগ, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁর দাবি, “মন্দির ৪-৫ বছর আগে তৈরি করা হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্ত ভাবে চাঁদা দিয়েছেন। বাবুলালবাবুর কাছে চাঁদা চাওয়াই হয়নি।’’ তবে ওই শিক্ষকের বিরুদ্ধে রাতে রায়গঞ্জ থানায় ৭২ জন স্থানীয় বাসিন্দার সই করা একটি স্মারকলিপি জমা পড়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, ওই কলেজেরই শিক্ষক তথা তৃণমূল শিক্ষা সেলের জেলার আহ্বায়ক দেবাশিস বিশ্বাসের পরামর্শেই তপনবাবুকে তোলাবাজ হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র হয়েছে। ওই অভিযোগ প্রত্যাহার না-করলে বাবুলালবাবুকে সামাজিক ভাবে বয়কট করা হবে।
বিস্তারিত...
জঙ্গলমহলে কারিগরি শিক্ষায় জোর মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • শালবনি
‘পিছিয়ে পড়া’ এলাকার ছেলেমেয়েদের কর্মসংস্থানে রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে। তাই কারিগরি শিক্ষা প্রসারের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জঙ্গলমহলকে। শুক্রবার শালবনিতে বেসরকারি এক আইটিআইয়ের শিলান্যাস অনুষ্ঠানে এসে এ কথা বলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর আশ্বাস, “আইটিআইয়ে পড়া শেষে যাতে বেকার যুবক-যুবতীরা কাজ পান, সে জন্য রাজ্য সরকার সব রকম ভাবে সহযোগিতা করবে।” বেসরকারি উদ্যোগে শালবনির বাঁকিবাঁধে আইটিআই গড়ে ওঠার কথা। ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি হয়েছে। এ দিন প্রস্তাবিত কারিগরি শিক্ষাকেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গেই উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, শ্রীকান্ত মাহাতো, শালবনির বিডিও জয়ন্ত বিশ্বাস প্রমুখ। সব মিলিয়ে ৩০ বিঘা জমির উপর আইটিআই গড়ে উঠবে। ইলেকট্রিসিয়ান, ফিটার, মোটর ভেহিকেল মেকানিক-সহ মোট ১০টি বিষয়ে এখানে পড়ানো হবে। আসন থাকবে ৫০০টি। ক্যাম্পাসেই থাকবে হস্টেল। ফলে, অন্য এলাকার ছেলেমেয়েরাও এখানে থেকে পড়াশোনার সুযোগ পাবে। প্রস্তাবিত আইটিআইয়ের ডিরেক্টর অসিতকুমার ঘোষ বলেন, “অগস্ট মাসের আগেই কাজ শেষের চেষ্টা করছি। দারিদ্র লজ্জার নয়। তাকে শ্রম ও বুদ্ধি দিয়ে হারিয়ে দেওয়া যায়। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কাজ পাওয়ার অনেক সুযোগ থাকে। বিশেষ করে, এখন যখন এ জেলাতেও শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে।” তাঁর কথায়, “জঙ্গলমহল এলাকার উপেক্ষিত বেকার তারুণ্য-শক্তিকে কাজে লাগিয়ে তাঁদের কারিগরি শিক্ষা-প্রদান করে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।”
বিস্তারিত...
কালনা শহরে নিষিদ্ধ মোটরভ্যান
নিজস্ব সংবাদদাতা • কালনা
বালকের প্রাণের বিনিময়ে আপাতত মোটরভ্যান চলা নিষিদ্ধ হল কালনা শহরে। শুক্রবার পুরসভার তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত বছর পাঁচেক ধরেই মোটরে চলা ভ্যানের রমরমা বেড়েছে কালনা শহর ও তার আশপাশে। চালকলে ধান নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে শহরে যাওয়ার জন্য আশপাশের গ্রামের মানুষদের ভরসা এই ভ্যানগুলি। ভাগীরথীতে স্নানের জন্যও গ্রামের মানুষ এগুলিতে চড়েন। কিন্তু এই সব বেআইনি ভ্যানের দাপটে শহরে যানজটের সমস্যা সঙ্গে বেড়েছে দুর্ঘটনার হারও। কিন্তু এত দিন কারও তেমন টনক নড়েনি। বছর তিনেক আগে এই সব ভ্যান নিয়ন্ত্রণের জন্য মহকুমাশাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হয়েছিল। ঠিক হয়, গ্রামের মানুষের জীবিকার স্বার্থে বাইরে চলতে দেওয়া হলেও কালনা শহরে কোনও ভাবেই সেগুলি ঢুকবে না। গ্রাম থেকে যাত্রী নিয়ে এলে তাদের শহরের মুখেই নামাতে হবে। বেআইনি ভ্যান রুখতে পুলিশি অভিযান চালানোর সিদ্ধান্তও নেওয়া হয় বৈঠকে। কিন্তু কিছু দিন পরেই নজরদারি শিথিল হয়ে যাওয়ায় শহরে ভ্যানের সংখ্যা বেড়েই চলে। বৃহস্পতিবার মহাপ্রভুপাড়ায় ধান বোঝাই একটি মোটরভ্যান সাইকেল ভ্যানকে পাশ কাটাতে গিয়ে সিমেন্টে গড়া বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। খুঁটি উপড়ে পড়ে কাছাকাছি থাকা বছর আটেকের অতনু মণ্ডলের উপরে।
বিস্তারিত...
খেলার ছলে অভিনব ‘ক্লাস’ প্রতীচীর
দয়াল সেনগুপ্ত • সিউড়ি
লেখা পড়ায় মজা রয়েছে? রয়েছে বই কি। খুদেদের সেই মজার স্বাদ দিল প্রতীচী ট্রাস্ট। শুক্রবার সকালে সিউড়ি ১ ব্লকের ভূরকুনা পঞ্চায়েতের তিনটি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের খেলাচ্ছলে পড়া শেখার ‘অন্যরকম’ চেষ্টা করলেন ট্রাস্টের কর্মীরা। স্থানীয় আড়ান্ডাঙ্গালী গ্রামের ভোলানাথ প্রাথমিক স্কুলে এই অন্যরকম ‘ক্লাস’ হল। শ্রেণি কক্ষের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো ছিল বোর্ডগুলো। কোনওটার উপর লেখা ছিল এককের ধারণা। কোনওটায় লেখা ছিল পারিবারিক ধারণা। আবার কোনও বোর্ডে লেখা ছিল স্মরণীয় দিন, কোথাও বা লেখা কবিতা- ‘আমাদের ছোট গাঁয়ে..’, কোথাও আবার বন্দে আলি মিঞার নাম। প্রত্যেকটা বোর্ডে অনেকগুলো পিন আটকানো রয়েছে। বোর্ডগুলি ঘিরে ছিল খুদে পড়ুয়াদের কয়েকটা ছোট দল। প্রত্যেক দলের কাছে রাখা ছিল কিছু শব্দ। বোর্ডে লেখা বিষয়গুলির সঙ্গে মানানসই শব্দ পিন দিয়ে আটকে দিতে হবে। এটাই পরীক্ষা। আর সব কিছু ঠিকঠাক করতে পারলে সেই দলের জন্য অপেক্ষা করছিল হাততালি। বড়দের হাততালি পেয়ে খুশি পড়ুয়া ও তাদের স্কুল শিক্ষকেরা। ভোলানাথ প্রাথমিক স্কুল ছাড়াও যোগ দিয়েছিল স্থানীয় শেখডিহি প্রাথমিক স্কুল ও কচুজোড় প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। এই অভিনব ‘ক্লাসের’ উদ্দেশ্য কী? বোলপুর থেকে আসা প্রতীচী ট্রাস্টের প্রতিনিধি স্বাগত নন্দী বলেন, “দেখা গিয়েছে, চতুর্থ শ্রেণিতে পড়লেও অনেক পড়ুয়া ঠিক মত ‘রিডিং’ও পড়তে পারে না। তাই গতানুগতিক শিক্ষা পদ্ধতির বাইরে খেলার ছলে শিশুদের শেখানোর চেষ্টা করা হচ্ছে।
বিস্তারিত...
এক নজরে...
• নাটক, বাউল গানে জমজমাট লোক উৎসব গোবরডাঙায়
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আন্দোলনে পথে কর্মীরা
মেলার মাঠ জমজমাট
দক্ষিণবঙ্গ
নড়বড়ে সাঁকো দিয়েই
নিত্য ঝুঁকির পারাপার
দফতর সুনসান, হাজিরা
খাতা এসডিওর কাছে
বর্ধমান
মারধরে অভিযুক্ত সিপিএম
কুনস্তরিয়ার খনিতে
ঢুকে মারধর কর্মীদের
পুরুলিয়া
‘ঘুষ’ চাওয়ায় ধৃত
পাইপে ফাটল,
সমস্যায় বোলপুরবাসী
মুর্শিদাবাদ
থমকে রয়েছে
৩২টি জল প্রকল্প
বহরমপুরের হোটেলে
শিক্ষকের মৃতদেহ
মেদিনীপুর
স্বয়ম্ভর গোষ্ঠীর গ্রেডিং
আটকে জেলায়
খাবারে টান, স্কুলে
বিক্ষোভ ছাত্রদের
কলকাতা
২৪.৩/১৪.৯
আজকের দিনে
• ১৯১৭:
বিপ্লবী
টি নাগি রেড্ডির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.