চাঁদা না দেওয়ায় শিক্ষককে ‘হুমকি’ তৃণমূল নেতার নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ:বাড়ি বানানোর সময়ে এলাকায় মন্দির তৈরির জন্য এক লক্ষ টাকা ‘চাঁদা’ না-দেওয়ায় কলেজ শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর সহকর্মী এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রধান বাবুলাল বালা এই মর্মে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তপন নাগ নামে ওই তৃণমূল নেতা অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তপনবাবু রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কমিটির প্রাক্তন কার্যকরী সভাপতি।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.