কমিশনারেট দ্রুত গঠনে জোর মমতার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার উপরে জোর দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিলিগুড়িতে দ্রুত পুলিশ কমিশনারেট চালুর প্রক্রিয়া চলছে। হলদিয়াতেও পুলিশ কমিশনারেট হবে।” পুলিশ কমিশনার হিসেবে দার্জিলিঙের বর্তমান পুলিশ সুপার আনন্দ কুমারকেই দায়িত্ব দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি বলেন, “দার্জিলিঙের এসপি হিসেবে আনন্দ কুমার ভাল কাজ করছেন। আগামী দিনে শিলিগুড়িতে কমিশনারেট হলে ওঁকেই দায়িত্ব দেওয়া হবে।” পুলিশ সূত্রের খবর, শিলিগুড়ি কমিশনারেটের আওতায় জলপাইগুড়ির ভক্তিনগরকেও আনার কথা ভাবা হয়েছে। কারণ, ভক্তিনগর থানা এলাকাটি জলপাইগুড়ি জেলা পুলিশের অধীন হলেও অনেকটাই শিলিগুড়ি পুরসভার সংযোজিত এলাকার আওতায় পড়ে। তা ছাড়া, জলপাইগুড়ি জেলা সদর ভক্তিনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। সে জন্য বাসিন্দাদের পুলিশ-প্রশাসনের সদর দফতরে ছোটাছুটির ক্ষেত্রে সময় বাঁচবে। ভক্তিনগরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা শিলিগুড়ি পুরসভার আওতায় থাকলেও জেলা সদর জলপাইগুড়ি হওয়ায় প্রশাসনিক জটিলতায় নানা কাজকর্মে দেরি হচ্ছে। |
বেঞ্চ, বঞ্চনায় ক্ষোভ শহরে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের সীমানার প্রাচীরের কাজ শুরুর কথা উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন বলে ঠিক ছিল। শুক্রবার তা না-হওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের জন্য অধিগৃহীত পাহাড়পুরের ৪০ একর জমিতে সীমানা প্রাচীরের কাজ শুরু হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ঘোষণা করেছিলেন। গত ৫ ফেব্রুয়ারি জলপাইগুড়ি সার্কিট হাউজেও সাংবাদিক বৈঠকে গৌতমবাবু নির্মাণ কাজ শুরুর ঘোষণা এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী করবেন বলে জানিয়েছিলেন। সেই মতো জলপাইগুড়িতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে আগাম ধন্যবাদ দিয়ে তৃণমুল যুব কংগ্রেস মিছিল বের করে। এ দিন সেই ঘোষণা না হওয়ায় জলপাইগুড়ি শহরে যেমন ক্ষোভ ছড়িয়েছে তেমনই তৃণমূলের অন্দরেও সংশয় সৃষ্টি হয়েছে। পূর্ত দফতরের এক আধিকারিকের কথায়, “শেষ মুহূর্তে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের নির্মাণ কাজ শুরুর ঘোষণা করা হবে না বলে সরকারি ভাবে জানানো হয়েছে। তবে ঘোষণা না হলেও সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে। কাজ নিয়ে কোনও সংশয় নেই।” তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি সোমনাথ পাল বলেন, “আমরা সংবাদপত্রে সার্কিট বেঞ্চের কাজ শুরুর ঘোষণা দেখে মিছিল করেছিলাম। যতদূর জানি পদ্ধতিগত কারণে সেই ঘোষণা করা সম্ভব হয়নি।” জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোবিন্দ রায় বলেন, “এই সরকার হল প্রতিশ্রুতির সরকার। কথায় আর কাজে কোনও মিল নেই। জলপাইগুড়িবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে।” |
গ্রেফতার ২ দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
ছিনতাইয়ের অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই ফাঁড়ি এলাকার শিমূলগুড়ি ও চুটকিয়ভিটা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ওই ঘটনায় দুই দুষ্কৃতীকে খোঁজা হচ্ছে। রবিবার রাতে মান্দাদাড়ির পারামুন্ডায় ক্যানালের বাঁধের রাস্তায় ছিনতাই হয়। |
তালা ভেঙে চুরি
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে বাইক চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ফুলবাড়ি বাজারেই পাশেই তিস্তা প্রকল্পের এক কর্মীর বাড়িতে ঘটনাটি ঘটেছে। রাতে ফাঁসিদেওয়ার জালাস এলাকায় তিস্তা কর্মী বৈশাখু মহম্মদের এক আত্মীয়ের মৃত্যু হওয়ায় বাড়ির সকলেই জালাসে গিয়েছিলেন। |
উদ্বোধনে গৌতম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আজ, শনিবার নকশালবাড়িতে শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার শিলিগুড়িতে মূল উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পৃথক ভাবে উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সূচি হয়েছে। |
এক যুবককে খুনের দায়ে তিন ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত। শুক্রবার আদালতের অতিরিক্ত জেলা জজ (দ্বিতীয় কোটর্র্) পার্থপ্রতীম মুখোপাধ্যায় ওই নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, একটি দোকানের কর্মী সুমিত দত্ত নামে ওই যুবক পারিবারিক বিবাদে খুন হন। |