|
|
|
|
আবেদন খারিজ, সোমবার সুপ্রিম কোর্টে গিলানি |
সংবাদসংস্থা, ইসলামাবাদ: আদালত অবমাননার অভিযোগ থেকে ‘বাঁচতে’ পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির
আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আগামী ১৩ তারিখ কোর্টের মুখোমুখি হতে হচ্ছেই গিলানিকে।
ওই দিন চার্জ গঠন করা হবে তাঁর বিরুদ্ধে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলাগুলি ফের
শুরু
করার জন্য গত তিন বছরে একাধিক বার গিলানি-সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তা
ক্রমাগত
অগ্রাহ্য করে চলেন তিনি। যুক্তি দেখান, সংবিধান অনুযায়ী যে কোনও আইনি ব্যবস্থা
থেকে সরে থাকার রক্ষাকবচ রয়েছে পাক প্রেসিডেন্টের। |
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|