টুকরো খবর
মলদ্বীপে সমস্যা মেটাতে কূটনৈতিক স্তরে উদ্যোগী হল ভারত। সে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করার পরিকল্পনা করেছেন ভারতীয় রাষ্ট্রদূত। পাশাপাশি মলদ্বীপের পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ দূত পাঠিয়েছে ভারত সরকার।মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ সরে যাওয়ার পরেই গোলমাল শুরু হয় ভারত মহাসাগরের ওই দ্বীপরাষ্ট্রটিতে। জোর করে তাঁকে সরানো হয়েছে বলে দাবি করেছিলেন নাসিদ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নাসিদের সমর্থকরা। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে একটি আদালত। নাসিদ অবশ্য তাঁর বাড়িতেই রয়েছেন। তাঁকে গ্রেফতার করতে উদ্যোগী হয়নি পুলিশ। শুক্রবার অবশ্য মলদ্বীপে নতুন কোনও গোলমাল হয়নি। সে দেশে সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে আন্তর্জাতিক মহল।
মলদ্বীপের বর্তমান অবস্থা পর্যালোচনা করতে প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিরের সঙ্গে বৈঠকে
রাষ্ট্রপুঞ্জের রাজনীতি বিষয়ক অ্যাসিস্ট্যান্ট জেনারেল অস্কার ফার্নান্ডেজ। শুক্রবার। ছবি: রয়টার্স
ইতিমধ্যেই নাসিদ ও বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ ওয়াহিদ হাসানের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপুঞ্জের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল অস্কার ফার্নান্ডেজ-তারাঙ্কো। ভারত সরকারের বিশেষ দূত হিসেবে মলদ্বীপে এসেছেন বিদেশ মন্ত্রকের সচিব এম গণপতি। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ জানিয়েছেন, ভারত চায় আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটে যাক। সে কথাই সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হবে। শনিবার মলদ্বীপে আসার কথা মার্কিন বিদেশ মন্ত্রকের কর্তা রবার্ট ব্লেকের। মার্কিন সরকার জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ওয়াহিদের সরকারকে বৈধ বলে মনে করে। কিন্তু, কী ভাবে মলদ্বীপে ক্ষমতার হাতবদল হয়েছিল তা সকলের কাছেই স্পষ্ট হয়ে যাওয়া প্রয়োজন।

ভারতীয় ভিসা বাতিল বাড়ল আমেরিকায়
আমেরিকায় ভারতীয়দের চাকরির ভিসা ‘বাতিল’ করার হার সবচেয়ে বেশি। সম্প্রতি মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) বিভাগের থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভিসা বাতিলের হার গত চার বছরে অনেকটাই বেড়ে গিয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেড়েছে ভারতীয়দের ভিসা বাতিলের হার। কোনও আইন বদলায়নি। পাল্টায়নি নির্দেশিকাও। রিপোর্টে বলা হয়েছে, মূলত বিদেশি কর্মীদের আমেরিকায় প্রবেশ রুখে দেশের মানুষের জন্য কর্মসংস্থান বাড়ানোর জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে বলে মনে হয়। পরিসংখ্যান বলছে, যেখানে ২০০৭ সালে ভারতীয় আবেদনকারীদের মধ্যে মাত্র ১১ শতাংশ এইচ ওয়ান বি ভিসা বাতিল করেছিল ইউএসসিআইএস, সেখানে ২০০৯ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ২৯ শতাংশ। ২০১০ সালে ২১ শতাংশ এবং ২০১১ সালে ১৭ শতাংশ। একই ভাবে বেড়েছে ভারতীয়দের এল ওয়ান বি ভিসার আবেদন বাতিলের হারও। ২০০৯ সালে ২৬ শতাংশ, ২০১০ সালে ২২ শতাংশ, ২০১১ সালে ২৭শতাশ আবেদন বাতিল হয়েছে।

নয় এশীয়র জেল
লন্ডন স্টক এক্সচেঞ্জে বিস্ফোরণের চক্রান্তে জড়িত থাকার দায়ে নয় এশীয় বংশোদ্ভূতকে কারাদণ্ড দিল আদালত। ওই ন’জনের মধ্যে আট জন পাকিস্তানি আর এক জন বাংলাদেশি বংশোদ্ভূত। ওই আট পাকিস্তানির বিরুদ্ধে পাক মাটিতে জঙ্গি শিবির চালানোর অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, আল কায়দার ধাঁচে লন্ডন স্টক এক্সচেঞ্জের শৌচাগারে বোমার রাখার চক্রান্ত করেছিল ওই ন’জন। গত সপ্তাহেই তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত।

সিরিয়ায় হত ২৫
দু’টি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে আজ ২৫ জন মারা গিয়েছেন সিরিয়ার আলেপ্পো শহরে। আহত আরও ১৭৫। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। প্রথম বিস্ফোরণটি হয় পুলিশ ফাঁড়ির বাইরে। সেনাবাহিনীর গোয়েন্দা দফতর চত্বরে হয় দ্বিতীয় বিস্ফোরণ। সিরিয়ার অন্যত্র বিক্ষোভ চললেও এত দিন শান্তই ছিল দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। এই ঘটনায় বিরোধীদের দুষছে সরকার।

ইমরান খানের সভায় হামলা
ইমরান খানের জনসভায় হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শুক্রবার পাকিস্তানের সোয়াবি এলাকায় ইমরানের তেহরিক-ই-ইনসাফ দলের সভা ছিল। সেখানে এই ঘটনা ঘটে। ইমরান জানান, ঘটনার আগেই তিনি সভা ছেড়ে বেরিয়ে যান। পুলিশের গাড়ি লক্ষ করে দু’টি গ্রেনেড ছোড়ে দুষ্কৃতীরা। এর পরেই শুরু হয় গুলিবৃষ্টি। হামলায় ১ মহিলা কনস্টেবল-সহ আরও ৬ পুলিশকর্মী আহত হন। পাল্টা গুলি চালায় পুলিশও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.