আদালত অবমাননার অভিযোগ থেকে ‘বাঁচতে’ পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে আগামী ১৩ তারিখ কোর্টের মুখোমুখি হতে হচ্ছেই গিলানিকে। ওই দিন চার্জ গঠন করা হবে তাঁর বিরুদ্ধে।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলাগুলি ফের শুরু করার জন্য গত তিন বছরে একাধিক বার গিলানি-সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তা ক্রমাগত অগ্রাহ্য করে চলেন তিনি। যুক্তি দেখান, সংবিধান অনুযায়ী যে কোনও আইনি ব্যবস্থা থেকে সরে থাকার রক্ষাকবচ রয়েছে পাক প্রেসিডেন্টের। এর পরেই গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। ১৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডেকে পাঠানো হয় তাঁকে। পাল্টা আবেদন করেন গিলানি। কিন্তু প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৩ তারিখ গিলানিকে হাজিরা দিতেই হবে।
আবেদন খারিজ করার আগে অবশ্য শেষ বারের মতো সুযোগ দেওয়া হয়েছিল গিলানিকে। জানতে চাওয়া হয়, পাক সরকার জারদারির বিরুদ্ধে মামলা শুরু করার জন্য সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখবে কি না। এর পর গিলানির সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য আইনজীবী এতজাজ এহসান আদালতের কাছে দশ-বারো দিন সময় চেয়ে নেন। কিন্তু আদালত জানিয়ে দেয় ১০ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। “এর মধ্যে ফোনে কথা বলে নিতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে।” সময় না নিয়ে এহসান বলেন, “এটা করার অধিকার আমার নেই।”
এর আগে জুলফিকার আলি ভুট্টো ও নওয়াজ শরিফের বিরুদ্ধেও আদালত অবমাননার অভিযোগ এনেছিল শীর্ষ আদালত। গিলানির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে অন্তত ছ’মাসের জেল হবে তাঁর। আগামী পাঁচ বছর কোনও সরকারি পদেও থাকতে পারবেন না তিনি। |