১ এ রকম প্রাণীর কথা
সুকুমার রায়ের লেখায়।
৩ পৃথিবীর প্রস্তরময় স্তর।
৫ কোনও নীতির বালাই না রেখে
যে দিকে সুবিধে সে দিকে যায়।
৮ ক্লান্তিযুক্ত, সুন্দর।
৯ মন্দির রূপ মন।
১১ রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।
১২ লগ্ন-র কোমল রূপ।
১৪ শিল্প-সাহিত্য ও চিন্তাধারার
নব উন্মেষ।
১৬ যুদ্ধে অবিচলিত চিত্ত।
২০ বিশেষ বয়সের পক্ষে মানানসই।
২২ সেইরূপ বা সেইরকম।
২৩ পান্তাভাতের জল।
২৪ আগুনের মতো রং।
২৫ অতি রমণীয়।
২৭ গঙ্গা নদী।
২৮ কর্মে পরিপূর্ণ।
৩০ সদ্য বিবাহিতা।
৩২ সুন্দর, চারু।
৩৫ মহাভারতের অভিমন্যুর মা।
৩৬ মামলা করতে পটু।
৩৮ প্রজাস্বার্থবিরোধী
অন্যায় আইন।
৪০ পুনরায় নতুন অবস্থায়
ফিরিয়ে আনা।
৪১ আগাছার দ্বারা আবৃত।
৪২ মহান, মহামতি। |
|
১ আমলকী থেকে তৈরি
কেশবর্ধক তেল।
২ সম্মানের যোগ্য।
৩ ‘ভয় নেই’ এই আশ্বাস।
৪ ভীমকে এমন পাণ্ডব বলা হয়।
৫ সুখরূপ সূর্য।
৬ মুষলধারে বৃষ্টি।
৭ জ্যোৎস্না।
১০ সোনা।
১৩ বহু নদীবিশিষ্ট।
১৫ জরানো হয়েছে এমন।
১৭ রফতানির উদ্দেশ্যে পণ্য
উৎপাদিত হয় এমন শিল্পকারখানা।
১৮ সময়ের সদ্ব্যবহার না
করলে পরে যা হয়।
১৯ বৌদ্ধধর্মগ্রন্থ সংগ্রহ।
২১ সরাসরি।
২৩ বিপদের সময়।
২৬ মানুষরূপে পৃথিবীতে
জীবনযাপন কালে ক্রিয়াকলাপ।
২৭ দেবতাদের শত্রু।
২৯ ওষুধরূপে ব্যবহৃত গন্ধকাম্ল।
৩১ বিশিষ্ট অভিনেতা বা
অভিনেত্রী হিসেবে পরিগণিত।
৩৩ অগ্নি।
৩৪ কথিত রাম জন্মাবার আগেই
এই বই লেখা
হয়ে গিয়েছিল।
৩৫ সৎ লোক।
৩৭ বহুলোকের সমাবেশ।
৩৯ এতে সুতো জড়িয়ে রাখা হয়। |