|
|
|
|
পাইপে ফাটল, সমস্যায় বোলপুরবাসী |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রাস্তা সংস্কার-সহ জাতীয় সড়ক ২বি-র কাজ করতে গিয়ে জলের পাইপ ফেটে যায়। এর ফলে বোলপুর শহরের একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি বৃহস্পতিবার থেকে এলাকায় জলের গতি অনেকটাই কমে যায়। বোলপুরের বেশ কিছু ওয়ার্ডে জলের সঙ্কট ভয়াবহ আকার নেয়। তবে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোলপুর পুরসভার দাবি, যুদ্ধকালীন তৎপরতায় জলের পাইপ মেরামত করে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
পুরসভা ও স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের গুসকরা স্কুল মোড় থেকে বীরভূমের শ্রীনিকেতন মোড় পর্যন্ত জাতীয় সড়ক ২বি-র সংস্কারের কাজ চলছে। সেই কাজ চলার সময় রাস্তার নীচে জলের পাইপে ফাটল দেখা দিয়েছে। বোলপুর পুরসভা থেকে অবশ্য জলের পাইপ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উপপুরপ্রধান নরেশচন্দ্র বাউরি বলেন, “বোলপুর লাগোয়া সুরতেশ্বর এলাকায় জলের পাইপে ফাটল ধরেছে। এ ছাড়াও সুরুল বাউরি পাড়া এলাকাতেও একটি ফাটল দেখা দিয়েছে। ফলে পুরসভার একাধিক ওয়ার্ডে পানীয় জলের সরবরাহে সমস্যা হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”
বোলপুর পুরসভার রামকৃষ্ণ রোড, প্রফেসর কলোনি, স্কুলবাগান, ভুবনডাঙা, জাম্বুনি, মিশন কম্পাউন্ড এলাকায় জল সরবরাহ সমস্যা চরমে পৌঁছেছে। জলের অভাবে ভুক্তভোগীদের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে। ভুবনডাঙার বধূ পাপিয়া ঘোষ, জাম্বুনির তৃপ্তি দেবী, ৮ নম্বর ওয়ার্ডের কলেজ পড়ুয়া জয়শ্রী- প্রত্যেকেরই অভিযোগ, “বৃহস্পতিবার সকাল থেকেই জলের গতি কমতে থাকে। শুক্রবার পানীয় জলের সমস্যা চরম আকার নেয়। প্রায় ২৪ ঘণ্টা কেটে গেলেও জলের সমস্যা মেটেনি।” |
|
|
|
|
|