|
|
|
|
‘ঘুষ’ চাওয়ায় ধৃত |
নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ |
পুলিশ ‘ভেরিফিকেশনের’ নাম করে ঘুষ চাওয়ার অভিযোগে এক অবসরপ্রাপ্ত এনভিএফ কর্মীকে ঘন্টা দুয়েক আটকে রাখলেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রানিবাঁধ থানার অম্বিকানগরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কমল রায়। খাতড়ার গোঁসাইডাঙা গ্রামে তাঁর বাড়ি। যদিও ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কমলবাবু। এসডিপিও (খাতড়া) নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, “পুলিশের নাম করে টাকা নেওয়ার অভিযোগে কমল রায় নামে ওই প্রাক্তন এনভিএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলমহল থেকে রাজ্য পুলিশের এনভিএফ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ওই পদে রানিবাঁধের অম্বিকানগর, পুড্ডি, ধানাড়া পঞ্চায়েতের কয়েক জন যুবক নির্বাচিত হয়েছেন। ‘পুলিশ ভেরিফিকেশনের’ নাম করে এ দিন সকালে তাঁদের কাছে গিয়েছিলেন কমলবাবু। সেই সময় তাঁদের প্রত্যেকের কাছ থেকে দু’হাজার টাকা করে ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। ওই যুবকেরা টাকা দিতে অস্বীকার করেন এবং তাঁকে আটকে রাখেন। ধানাড়া গ্রামের বাসিন্দা দুলাল মাহাতো, অম্বিকানগরের শ্যামল বাউরি বলেন, “আমরা এনভিএফ পদে নির্বাচিত হয়েছি জানিয়ে ওই ব্যক্তি ‘পুলিশ ভেরিফিকেশনের’ জন্য দু’হাজার টাকা করে ঘুষ চেয়েছিলেন।” টাকা না দিয়ে এলাকার বাসিন্দাদের একাংশ তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
কমলবাবুর দাবি, “জেলা গোয়েন্দা বিভাগের এক কর্মীর কথা মতন ওই এলাকার কয়েকজন যুবককে পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র জমা দেওয়ার খবর দিতে গিয়েছিলেন। কারও কাছে টাকা চাইনি। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হয়েছে।” এসডিপিও (খাতড়া) বলেন, “জেলা গোয়েন্দা বিভাগ থেকে ওই প্রাক্তন এনভিএফ কর্মীকে কেউ পাঠায়নি।” |
|
|
|
|
|