টাকা ফেরত চাওয়ায় মা ও দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠল সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। সিপিএম অবশ্য তা অস্বীকার করেছে।
ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার সামন্তি গ্রামে। অভিযোগকারী মেনকা মণ্ডল এবং তাঁর দুই ছেলে ভুবনেশ্বর ও অমলকে আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামের সিপিএম নেতা বিকাশ মণ্ডল-সহ কয়েক জনের বিরুদ্ধে তাঁরা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।”
|
শুক্রবার হাসপাতালে শুয়ে অমল মণ্ডল অভিযোগ করেন, “স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমার স্ত্রীর রাঁধুনির চাকরি করিয়ে দেওয়ার নাম করে গ্রামের সিপিএম নেতা বিকাশ মণ্ডল ২৫ হাজার টাকা নিয়েছিলেন। চাকরি না হওয়ায় আমরা ওই টাকা ফেরত চাই। উনি ‘আজ দেব, কাল দেব’ বলে ঘোরাচ্ছিলেন। শেষে টাকা দেবেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেকে পাঠান।” মেনকাদেবীর অভিযোগ, তিনি ও তাঁর ছোট ছেলে অমল টাকা আনতে ওই নেতার বাড়িতে গেলে তাঁদের আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে তাঁর বড় ছেলে ভুবনেশ্বর গেলে তাঁকেও আটকে রাখে মারধর করা হয়। টাকা ফেরত দিতে চাপ দিলে খুনের হুমকি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বিকাশবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। সিপিএমের তবে বর্ধমান জেলা কমিটির সদস্য প্রদীপ তা-র পাল্টা অভিযোগ, “কিছু দিন আগে ওখানে আমাদের সমর্থকদের আক্রমণ করেছিল তৃণমূল। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। দীর্ঘদিন ধরে গ্রামছাড়া থাকার পরে দিন ১০-১৫ হল তাঁরা ফিরেছেন। তাঁদের ফের গ্রামছাড়া করার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছে।” |