আত্মঘাতী চাষির জন্য ক্ষতিপূরণ দাবি
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
কেতুগ্রামের কৌড়ি গ্রামের আত্মঘাতী কৃষক ভূতনাথ পাল এবং তৈপুর গ্রামের খেতমজুর পুন মাঝির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে শুক্রবার কাটোয়ার কাছারি রোডে নজরুল মুক্ত মঞ্চে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএমের কৃষক সংগঠন। গত ২৮ জানুয়ারি ভূতনাথবাবু আত্মঘাতী হন। এ দিনের সভায় ভূতনাথবাবুর স্ত্রী অত্যুন্তী পাল এবং তিন সন্তান নিয়ে পুনবাবুর স্ত্রী শ্যামলী মাঝি উপস্থিত ছিলেন। এ দিন বিক্ষোভ সমাবেশ থেকে এসডিও (কাটোয়া)-র কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। বোরো মরসুমে যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়, তার জন্যও এ দিন দাবি তোলেন কৃষক সভার নেতারা। |
দাঁইহাটের স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • দাঁইহাট |
মানসিক প্রতিবন্ধী ছাত্রীদের জন্য দাঁইহাট গার্লস হাইস্কুলকে ৫০ জোড়া বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা সঞ্জিত চট্টোপাধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে স্কুল কর্তৃপক্ষের হাতে সে সব তুলে দিলেন সঞ্জিতবাবু। সঞ্জিতবাবুর কাছে এর পরে স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের জন্য কম্পিউটার দেওয়ার আবেদন করেন। সঞ্জিতবাবুর আশ্বাস, “স্কুলের ছাত্রীদের জন্য ৪টি কম্পিউটার দেব।” দাঁইহাটের বাসিন্দা তথা প্রাথমিক স্কুলের শিক্ষক দেবীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ও এই অনুষ্ঠানে স্কুলের তোরণ তৈরির জন্য কুড়ি হাজার টাকা তুলে দেন। এ দিন মানসিক প্রতিবন্ধী ছাত্রীদের জন্য সর্বশিক্ষা অভিযান প্রকল্পের টাকা থেকে তৈরি বিশেষ শ্রেণিকক্ষ এবং মিড ডে মিল প্রকল্পের রান্নাঘরের উদ্বোধন হয়। |
কেতুগ্রামে অস্ত্র উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
কেতুগ্রামের কান্দরা থেকে একটি দোনলা বিদেশি বন্দুক ও বেশ কিছু কার্তুজ বৃহস্পতিবার রাতে উদ্ধার করে পুলিশ। তৃণমূলের কর্মী শুকুর মোল্লা খুনের ঘটনায় অভিযুক্ত মিঠু শেখকে গত সোমবার গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ হাজতে থাকার সময়েই তাকে জিজ্ঞাসাবাদ করে ওই অস্ত্র পুলিশ উদ্ধার করে। শুক্রবার মিঠু শেখকে আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে ফের পুলিশ হাজতে রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খুন হন শুকুর মোল্লা। |
রাস্তা সংস্কারের দাবি, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
এস টি কে কে রোড সংস্কারের দাবিতে শুক্রবার সকালে কাটোয়ার খাজুরডিহি গ্রামের কাছে অবরোধ করে যুব কংগ্রেস। তাদের অভিযোগ, কাটোয়া বাসস্ট্যান্ড থেকে পূর্বস্থলীর ছাতনি পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। প্রতি দিনই দুর্ঘটনার কবলে পড়েন যাত্রীরা। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।” সকাল ১০টায় অবরোধ শুরু হয়। ঘণ্টা খানেক পরে কাটোয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে। |
মন্তেশ্বরে বাস উল্টে জখম ২০
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
বাস উল্টে জখম হলেন ২০ জন যাত্রী। শুক্রবার দুপুরে মালডাঙা-মাঝেরগ্রাম রোডে মন্তেশ্বরের সিহি গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে মেমারি হাসপাতালে ও বাকি ১৫ জনকে ধান্যখেড়ুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। |
বিবেকানন্দ মোড় থেকে অজয় নদের রুনাকুড়া ঘাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হল। পূর্ত দফতরের এক আধিকারিক মনোজ কুমার মিশ্র জানান, বিভিন্ন সময়ে রাস্তাটির বিভিন্ন অংশ তৈরি হয়েছে। পুরো রাস্তাটি ৭ মিটার চওড়া করা হচ্ছে। |