l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
বাগুইআটিতে কালীমন্দিরে চুরি
বিসি রায় হাসপাতালে শিশুমৃত্যু
চাকদহে ৩ বাড়িতে ডাকাতি
বাঁকুড়ায় হাতির হানা, মৃত ১
আদালতে পেশ খোঁড়া বাদশা
বিস্তারিত...
গাজলে আত্মঘাতী চাষি, ধর্মঘটে কৃষক সভাও
নিজস্ব প্রতিবেদন
এক দিন দক্ষিণবঙ্গে তো পরের দিনই উত্তরে। ফসলের দাম না পেয়ে রাজ্যে চাষি আত্মহত্যার অভিযোগ এবং তা নিয়ে রাজনীতি অব্যাহত। রবিবার সকালে মালদহের গাজলে কীটনাশকের বিষে দয়ালচন্দ্র বর্মন (৫২) নামে এক চাষির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সরকার ধান না কেনায় ঋণে জড়িয়ে পড়া ওই প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন। এ দিনই বামপন্থী কৃষক সংগঠনগুলির তরফে জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রমিকদের ডাকা দেশ জোড়া সাধারণ ধর্মঘটে সামিল হয়ে তারা গ্রামবাংলায় বন্ধ পালন করবে। বামফ্রন্ট অবশ্য ইতিমধ্যেই কংগ্রেস, বিজেপি এবং বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ওই ধর্মঘটে সমর্থন জানিয়েছে। শনিবারই বর্ধমানের কেতুগ্রামে এক ধানচাষি আত্মঘাতী হয়েছিলেন। কৃষক সভার দাবি, এখনও পর্যন্ত শুধু ওই জেলাতেই ২০ জন চাষি আত্মহত্যা করেছেন। রাজ্যে সংখ্যাটা ২৯। বর্ধমানে কেন এত চাষি আত্মঘাতী হচ্ছেন, তা খতিয়ে দেখতে দু’টি সংস্থাকে সমীক্ষা করতে বলেছে বামপন্থী কৃষক সংগঠনগুলি। রবিবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কৃষক সভার রাজ্য সভাপতি মদন ঘোষ অভিযোগ করেন, “ধান ঠিক মতো কেনা হচ্ছে না বলেই আত্মহত্যা বাড়ছে। চাল কলে অনেকটা ধানই অন্য রাজ্য থেকে আসছে। গ্রামে ১০০ দিনের কাজ মিলছে না। মহিলা ও বৃদ্ধ-সহ বিভিন্ন অংশের মানুষের ভাতা বন্ধ। সরকার ঘুমিয়ে আছে কি না, বুঝতে পারছি না! ২৮ ফেব্রুয়ারি গ্রামবাংলাতেও বন্ধ হবে।”
বিস্তারিত...
লাক্ষা চাষে ঘুরে দাঁড়াতে চাইছে পুরুলিয়া
শুভ্রপ্রকাশ মণ্ডল ও প্রশান্ত পাল • পুরুলিয়া
পুরুলিয়া জেলায় লাক্ষা চাষের প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় বন দফতর এই জেলার ১১টি ব্লকের ৩০টি মৌজায় লাক্ষা চাষ শুরু করেছে। আবার বন উন্নয়ন নিগম লাক্ষা বীজ উৎপাদনের তিনটি কেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছে। এই পরিস্থিতিতে চাষিদের ফের লাক্ষা চাষে নামার আহ্বান জানিয়ে জেলা প্রশাসন সম্প্রতি পুরুলিয়া শহরে লাক্ষা মেলা করল। জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “অতীতে সারা দেশের মধ্যে লাক্ষা চাষে পুরুলিয়ার একটা স্থান ছিল। নানা কারণে লাক্ষা চাষ ও শিল্পে পুরনো ঐতিহ্য ধরে রাখা যায়নি। আমরা পরীক্ষামূলকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করে ইতিমধ্যেই সফল হয়েছি। চাষিদেরও সেই পদ্ধতিতে লাক্ষা চাষ করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।” লাক্ষা চাষ নিয়ে বিগত বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাষিরা উদাসীনতার অভিযোগ তুলে আসছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার অর্থনীতিকে চাঙ্গা করতে প্রশাসনকে লাক্ষা চাষে গুরুত্ব দিতে নির্দেশ দেন। নভেম্বর মাসে জেলা সফরে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, পুরুলিয়াতে ভারী শিল্প গঠনের পাশাপাশি ক্ষুদ্র শিল্পগুলিকেও পুনরুজ্জীবিত করতে হবে।
বিস্তারিত...
বরাদ্দ নিয়ে বিঁধলেন নিরুপম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উত্তরবঙ্গ উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাদ্দ ২০০ কোটি টাকায় কতটা কী কাজ হয়েছে তা নিয়ে কার্যত জবাবদিহি চাইলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য নিরুপম সেন। রবিবার সন্ধ্যায় শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে দলের মুখপত্রের প্রতিষ্ঠা দিবসের সভায় বক্তব্য রাখেন নিরুপমবাবু। আগামী ১০ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে যাবেন। সে প্রসঙ্গ তুলেই নিরুপমবাবু বলেন, “উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তিনি। ফেব্রুয়ারি মাসে তিনি উত্তরবঙ্গ সফরে আসবেন বলে শুনেছি। আর্থিক বছর শেষ হওয়ার আর দু’মাস বাকি। আশা করি ওই টাকায় কতটা কী উন্নয়ন উত্তরবঙ্গে হয়েছে তা উনি সাধারণ মানুষকে জানাবেন।” দার্জিলিং পাহাড়ের উন্নয়ন নিয়ে প্রাক্তন শিল্পমন্ত্রী বলেন, “ভূমিকম্পের পর মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে গিয়েছিলেন। সেখানে ৫০০ কোটি টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। এবারে আশা করি তিনি জানাবেন ওই টাকার কতটা পাহাড়বাসী পেয়েছেন।” এ দিনের সভায় বক্তব্যে অধিকাংশ সময় নিরুপমবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আট মাসের সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষক ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করছেন।
বিস্তারিত...
থিমের পুজোয় কৃষ্ণনগরে মায়া সভ্যতার ছোঁয়া
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
মায়া সভ্যতা না জাপানের দেবী, বাজিমাত করল কে, সেই প্রশ্নেই মশগুল হয়ে রইল কৃষ্ণনগরের ছোটরা। এই শহরের বড়দের পুজো জগদ্ধাত্রী। তার আগে দুর্গা বা কালী পুজোর রমরমা সে ভাবে এই শহরে নেই। জগদ্ধাত্রীর পরে তাই সরস্বতী পুজোয় শহর আবার উৎসবে ফিরল ছোটদের হাত ধরে। শহরের প্রায় সব মোড়েই ছোট ছোট সুন্দর মণ্ডপ। তাতে জগদ্ধাত্রীর জাঁকজমক না থাক, রয়েছে আন্তরিকতার স্পর্শ। শুধু তাই নয়, এ বার কৃষ্ণনগরের এই সরস্বতী পুজোয় উঠে এসেছে থিমের লড়াইও। কোথাও জাপানের ছোঁয়া, কোথাও সম্পূর্ণ অন্য প্রান্তের মায়া সভ্যতা। এই শহর বিভিন্ন সংস্কৃতির মিলনক্ষেত্রই যেন হয়ে উঠেছিল বাগ্দেবীর আরাধনার দিন। তবে বড়রা শুধুই দর্শক হয়ে বসেছিলেন, এমনটা নয়। স্কুলের পুজোর ভাবাবেগকে কেউই সহজে কাটিয়ে উঠতে পারেন না। তাই ছোটরা যখন পুজোর উদ্যোগ শুরু করে, তখন শেষ পর্যায়ে এসে প্রাক্তন ছাত্রছাত্রীরাও হাত লাগান। পরপর দু’দিন এমনিতেই ছুটি। তাতে এই মজার রেষারেষিটা উপভোগও করেছেন বহু মানুষ। শুক্রবার রাত থেকে সেই আনন্দের রেশ শুরু হয়ে চলেছে রবিবার রাত পর্যন্ত।
বিস্তারিত...
সিজানো উৎসবে মাছের বাজার চড়া
নিজস্ব সংবাদদাতা • মানবাজার ও বাঁকুড়া
সিজানো উৎসবে মাছ চাই-ই। তাই সিজানো উৎসবের আগের দিন শনিবার, পুরুলিয়া ও বাঁকুড়ায় চড়া দরে মাছ বিক্রি হল। বাজার চড়লেও উৎসবের আমেজেই বাসিন্দারা রুই, কাতলার সঙ্গে চিংড়ি, পমফ্রেট ব্যাগে ভরলেন। রবিবার পঞ্চব্যাঞ্জনের সঙ্গে মাঠের নানা পদ দিয়েই সিজানো ভাত অথাৎ পান্তা খেলেন। এ ভাবেই রবিবার সিজানো উৎসবে মাতলেন বাসিন্দারা। প্রতি বছর সরস্বতী পুজোর পরের দিন এই সিজানো উৎসব হয়। শতাব্দী প্রাচীন রীতি। এ দিন রান্নাবান্না বন্ধ থাকে। শিল-নোড়াতেও হাত দেওয়া হয় না। আগের দিনই রান্না সেরে রাখা হয়। তাই সরস্বতী পুজোর দিন দুই জেলার বাজার অনেক বেলা পর্যন্ত সরগরম হয়ে থাকে। মানবাজারের বাসিন্দা সুভাষ বন্দোপাধ্যায়, গণেশ দত্তরা বলেন, “মাছের দাম অন্য দিনের থেকে এ দিন বেড়ে যায়। কিন্তু উপায় নাই। সিজানো উৎসবে যে মাছ লাগবেই। তাই দামের পরোয়া করা যায় না।” আরেক বাসিন্দা স্বপন দত্ত বলেন, “রীতি বজায় রাখতে গিয়ে হিমসিম খাচ্ছি। মাছের বাজার আগুন। দাম কম হলে আরও একটু বেশি মাছ নেওয়া যেত।”
বিস্তারিত...
দিনভর তল্লাশিতেও খোঁজ মিলল না ট্রলারের
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ
বঙ্গোপসাগরে রবিবার দিনভর তল্লাশিতেও খোঁজ মিলল না দুষ্কৃতীদের খপ্পরে পড়া কাকদ্বীপের ‘এফ বি তারা মা’ ট্রলারের। ওই ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীর পরিবারের লোকজন অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কর্তাদের একাংশের অনুমান, মৎস্যজীবী-সহ ট্রলারটি নিয়ে দুষ্কৃতীরা বাংলাদেশে ঢুকে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম বলেন, “রাজ্য সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা জানানো হয়েছে। ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে।” গত শুক্রবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সমুদ্রের ধুবলার চরের কাছে দুষ্কৃতীদের কবলে পড়েন কাকদ্বীপের মৎস্যজীবীরা। দুষ্কৃতীদের গুলিতে মারা যান ৩ মৎস্যজীবী। জখম হন ৭ জন। ১২ জন মৎস্যজীবী-সহ ‘এফ বি তারা মা’ নামে ট্রলারটি দুষ্কৃতীরা নিয়ে যায় বলে সমুদ্র থেকে ফিরে কাকদ্বীপের মৎস্যজীবীরা পুলিশকে জানান। নিখোঁজ ট্রলারটিতে অক্ষয়নগরের ৪ জন এবং ৮ নম্বর কালীনগর এলাকার ৭ জন আছেন। রবিবার সেই ট্রলারের খোঁজেই ধুবলার চর, কেঁদোদ্বীপ এলাকায় তল্লাশি চালায় জেলা পুলিশ এবং উপকূল রক্ষী বাহিনী।
বিস্তারিত...
এখনও ধান কিনছে ফড়েরাই,
অভিযোগ হাওড়ার বহু চাষির
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর
শ্যামপুরের যে দু’টি সমবায় সমিতির বিরুদ্ধে ধান কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ নেওয়া হতে পারে বলে জেলা খাদ্য ও সরবরাহ দফতর সূত্রে জানানো হয়েছে। আজ, সোমবার জেলার বিভিন্ন সমবায় সমিতির কর্তাদের সঙ্গে বৈঠক করবে এই দফতর। সেই বৈঠকেই বিষয়টি স্থির হবে। এ ছাড়াও, উদয়নারায়ণপুরে ফের কবে থেকে ধান কেনা হবে, তা-ও ঠিক করা হবে ওই বৈঠকে। শনিবার থেকে এখানে ধান কেনা বন্ধ রয়েছে। শ্যামপুরের কামদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এবং সুলতানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি উদয়নারায়ণপুরে চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনার বরাত পেয়েছিল। তাদের ধান কেনার বরাত দিয়েছিল রাজ্য অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম। শনিবার ধান কেনার সময়ে চাষিরা এই দু’টি সমবায় সমিতি কর্তাদের ঘেরাও করেন। তাঁদের অভিযোগ, ফড়েদের কাছ থেকে চুপিসাড়ে ধান কেনা হচ্ছিল। সমিতির কর্তাদের সঙ্গে ছিলেন চালকলের কর্মচারীরা। ঘটনাস্থলে হাজির হয়ে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের আধিকারিকেরা পুলিশের কাছে অভিযোগ করেন। এর ভিত্তিতে সমবায় সমিতির দু’ই কর্তা, চালকল কর্মী, ফড়ে-সহ ছ’জনকে পুলিশ গ্রেফতার করে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আগুন নেভাতে গিয়ে
মই থেকে পড়ে মৃত কর্মী
বহিষ্কৃতদের বিক্ষোভে
পরিষদের সভা ভন্ডুল
দক্ষিণবঙ্গ
ছেলেকে না পেয়ে বাবাকে
মারধর করল দুষ্কৃতীরা
ধান কেনা নিয়ে দুর্নীতি,
অভিযুক্ত চালকল মালিক
বর্ধমান
তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব, বোমায়
দু’জন জখম আওগ্রামে
জাতীয় সড়কের দুর্ঘটনায়
আর যাচ্ছে না অ্যাম্বুল্যান্স
পুরুলিয়া
শালতোড়ায় উদ্ধার শিশুর
মুণ্ড, আটক সাধু
ছাত্র পরিষদ-টিএমসিপি
সংঘর্ষে জখম একাধিক
মুর্শিদাবাদ
কান্দিতে সব্জি হাটে
ভস্মীভূত বহু চালাঘর
ফতুল্লাপুরে সরস্বতী পুজো
ঘিরে উৎসবের মেজাজ
মেদিনীপুর
আজ থেকে সিপিএমের
জেলা সম্মেলন শুরু
মানিকপাড়ায় তৃণমূলকর্মীর
ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
কলকাতা
২৩.৫/১৪.৯
আজকের দিনে
• ১৮৮৯:
কবি জয়শঙ্কর
প্রসাদের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.