|
|
|
|
মানিকপাড়ায় তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক তৃণমূলকর্মীর ক্ষতবিক্ষত দেহ। নিহত অনুপ মাহাতোর (২৫) বাড়ি ঝাড়গ্রামের মানিকপাড়ার বর্জুডি গ্রামে। রবিবার সকালে রাজাবাঁধে রেললাইনের ধারে অনুপবাবুর দেহ মেলে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, সিপিএমের ‘সশস্ত্র বাহিনী’ এই ঘটনায় জড়িত। সিপিএম অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। নিহতের পরিবারের তরফে খুনের অভিযোগ হলেও নির্দিষ্ট কারও নাম তাতে নেই। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মা বলেন, “তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানায়, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সুফল সহিস নামে এক পরিচিতের সঙ্গে বাড়ি ফিরছিলেন অনুপ।
সুফলের বক্তব্য, “পথে একদল দুষ্কৃতী আমাদের দু’জনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুযোগ বুঝে পালিয়ে যাই আমি।” পরে অনুপের বাড়িতে গিয়ে পুরো ঘটনার কথা জানান সুফল। অনুপের বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে কাউকে দেখতে পাননি।
এ দিন সকালে রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে ওই দেহ অনুপের বলে শনাক্ত করেন দাদা দিলীপ মাহাতো। এ দিন মানিকপাড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তবে, কেউ গ্রেফতার হয়নি। গোপীবল্লপুরের তৃণমূল বিধায়ক চূড়ামণি মাহাতোর অভিযোগ, “অনুপ আমাদের দলের সক্রিয় কর্মী। সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে খুন করেছে।” সিপিএমের ঝাড়গ্রাম গ্রামীণ জোনাল কমিটির সম্পাদক রবি সরকারের দাবি, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তৃণমূল পুরনো অভ্যাসবশত আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।” |
|
|
|
|
|