টুকরো খবর
মাঠে বিস্ফোরণ
মাঠে হাল চালানোর সময় বোমা ফেটে বিস্ফোরণ হল পাঁশকুড়া থানার দক্ষিণ মেচগ্রামে। রবিবার দুপুরে ‘পাওয়ার টিলার’ দিয়ে মাঠে কাজ করছিলেন স্থানীয় এক ব্যক্তি। আচমকা বিস্ফোরণে অজ্ঞান হয়ে পড়েন ওই চালক। বিকট শব্দে মাঠে ছুটে যান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর জাতীয় সড়কের পাশে ওই মাঠে গত ১২ জানুয়ারি বিকেলে মায়ের সঙ্গে শাক তুলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল ১১ বছরের রাহুল দে। পরে তাকে চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দুষ্কৃতীরা ওই মাঠের বিভিন্ন জায়গায় বোমা লুকিয়ে রেখেছে। প্রাথমিক ভাবে পুলিশও অবশ্য তাই মনে করছে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই মাঠে বোমা ফেলে গিয়েছিল। সেগুলিই কোনও ভাবে ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের দাবি, বম্ব স্কোয়াড দিয়ে ওই মাঠে তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

ভস্মীভূত দোকান
আগুনে ছাই হয়ে গিয়েছে পটাশপুর বাজারের বাঙ্গুচক মোড়ের পাঁচটি দোকান। শনিবার দুপুরের ওই ঘটনায় কেউ জখম হয়নি। তবে কয়েক লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শট সার্কিট থেকে দোকানে আগুন লেগেছিল। পরে সেখান থেকে পাশের দোকানগুলিতে আগুন ছড়ায়। স্থানীয় বাসিন্দারাই জল ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তারপরে আসে দমকল। এ দিকে, রবিবার দুপুরে ময়না থানা এলাকার অন্নপূর্ণা বাজারে একটি স্টেশনারি দোকানে আগুন লাগে। খবর পেয়ে তমলুক থেকে দু’টি দমকল এসে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিক ভাবে অনুমান, শট সার্কিট থেকেই দুর্ঘটনাটি ঘটেছে।

কোলাঘাটে নাট্যোৎসব
স্থানীয় কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ময়দানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৫৩তম সারা বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। কোলাঘাট একাঙ্ক নাটক সমিতির আয়োজনে পাঁচদিন ব্যাপী এই নাট্যোৎসবে বিভিন্ন জেলার ২০টি দল যোগ দিয়েছিল। প্রতিযোগিতায় প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার ভাবনা নাট্যগোষ্ঠীর ‘অশ্বমেধের ঘোড়া’ দ্বিতীয় হুগলির থিয়েটার সংস্থার ‘মৃত্যু উপত্যকা’। কলকাতার অঙ্গন নাট্যগোষ্ঠীর ‘কালাপানির পাড়ে’ তৃতীয় ও উত্তর ২৪ পরগনার ফিনিকের ‘আভাদির খোলা চিঠি’ চতুর্থ স্থান অধিকার করেছে। অন্য দিকে, তমলুক শহরের সৃজক নাট্যগোষ্ঠীর উদ্যোগে তমলুক কোর্ট ময়দানে চারদিন ব্যাপী নাট্যমেলা শেষ হয়েছে রবিবার। উৎসবে বিভিন্ন জেলার ১৪টি নাট্য দল যোগ দিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শোভা সেন।

পূর্বে মাদ্রাসা ক্রীড়া
পূর্ব মেদিনীপুর জেলা মাদ্রাসা ক্রীড়া সংস্থার উদ্যোগে রবিবার কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে দু’দিন ব্যাপী জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল। উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পষর্দের সভাপতি গিয়াসুদ্দিন সিদ্দিকী, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি গোপালচন্দ্র সাহু, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সদস্য হাবিবুর রহমান। প্রতিযোগিতায় জেলার ২৬টি মাদ্রাসার ৬১২ জন প্রতিযোগী যোগ দিয়েছে।

বোমা-সহ ধৃত দুষ্কৃতী
১৪টি বোমা-সহ এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। শনিবার বিকালে ঘটনাটি ঘটে দাসপুরের ঘনশ্যামবাটিতে। ধৃতের নাম রঞ্জিৎ সিংহ। বাড়ি হাওড়ার উলুবেড়িয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ঘনশ্যামবাটির একটি চোলাই মদের ঠেকে জড়ো হয়েছিল ৮-১০ জন। তাদের চালচলন দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকেরা পুলিশে খবর দেন। পুলিশ আসার আগেই অবশ্য বিপদ বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ধাওয়া করে তাদের মধ্যে এক জনকে ধরে ফেলে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যেই দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি।

পথ দুর্ঘটনায় মৃত্যু
মেলা দেখতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে মহিষাদল থানা এলাকার ৪১ নম্বর জাতীয় সড়কের কাছে রাজারামপুরে। মৃতের নাম ভজহরি ভুঁইয়া (৫৮)। ওই এলাকাতেই তাঁর বাড়ি। রাস্তা পার হওয়ার সময় হলদিয়াগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ভজহরিবাবু। মোটর সাইকেল ফেলে পালিয়ে যান আরোহী। পুলিশ মোটর সাইকেলটিকে আটক করেছে।

স্কুলের ষাট বছর পূর্তি
নন্দকুমারের বাগডোবা জালপাই হাইস্কুলের ৬০ বছর পূর্তি উপলক্ষে তিন দিন ধরে পালিত হয়েছে হীরকজয়ন্তী উৎসব। বিদ্যালয় প্রাঙ্গণে পুষ্পমেলা, প্রাকৃতিক চিত্রমেলা ও বিজ্ঞানমেলার আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলন, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অন্য দিকে, তমলুক শহরের মাতঙ্গিনী জনকল্যাণ শান্তি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তাম্রলিপ্ত হারমোনি উৎসব। উৎসব উপলক্ষে দৌড়, ক্রিকেট ও কুইজ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান ইদ্রিশ আলি, দলের জেলা সহ-সভাপতি চিত্তরঞ্জন মাইতি প্রমুখ।

পটাশপুরে চালু আশ্রয়স্থল
পটাশপুরের দু’টি ব্লকে উদ্বোধন হল দু’টি শিশুকেন্দ্রিক বানভাসি আশ্রয়স্থলের। পটাশপুর-১ ব্লকের গোকুলপুর পঞ্চায়েত এলাকার পুষা এবং পটাশপুর-২ ব্লকের বামুনদা গ্রামে ওই দু’টি আশ্রয়স্থলের উদ্বোধন করেন সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী। উপস্থিত ছিলেন বিধায়ক জ্যোতির্ময় কর, সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধান। দু’টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহযোগিতায় দ্বিতল ভবন দু’টি তৈরি হয়েছে। প্রসঙ্গত, পটাশপুরের দু’টো ব্লকই প্রতি বছর বর্ষায় কেলেঘাই ও বাগুই নদীর জলে প্লাবিত হয়। বানভাসিদের সেই সময়ে গাদাগাদি করে আশ্রয় নিতে হয় এলাকার স্কুলগুলিতে। অস্বাস্থ্যকর পরিবেশে থেকে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থার কর্তারা।

শ্রেণিকক্ষের উদ্বোধন
গত ২৫-২৭ জানুয়ারি, দু’দিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে দশটি কক্ষের উদ্বোধন হয়েছে এগরার নেগুয়া সুন্দরনারায়ণ হাইস্কুলের। প্রধান শিক্ষক শিবসুন্দর মহাপাত্র জানান, জেলা পরিষদ থেকে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ, বিধায়ক, সাংসদ তহবিল এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ৯টি শ্রেণিকক্ষ তৈরি হয়েছে। তার উদ্বোধন করেন এগরার বিধায়ক সমরেশ দাস। স্কুলের নিজস্ব তহবিল এবং প্রাক্তনীদের সাহায্যে ‘প্রাক্তনী কক্ষ’-এর উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষতানন্দ মহারাজ। স্কুলের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করেন বিধায়ক অনুপ ঘোষাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান ও বর্তমান সাংসদ প্রবোধ পাণ্ডা।

রেশন কার্ড বিলি
রীতিমতো শিবির করে শুক্রবার রেশন কার্ড বিলি হল রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েত অফিসে। শিবিরে মোট ১ হাজার ২৭৭টি রেশন কার্ড বিলি হয়েছে বলে জানান রামনগর ২ ব্লক উন্নয়ন আধিকারিক সুকান্ত সাহা। ব্লক প্রশাসনের আধিকারিকেরা ছাড়াও পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন শিবিরে।

গণ-কনভেনশন
ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের উদ্যোগে রবিবার এক গন-কনভেনশন হল লোধাশুলিতে। স্থানীয় সুপার মার্কেট কমপ্লেক্সেই এই কনভেনশনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সন্তোষ রাণা, আদিত্য কিস্কু, উপাংশু মাহাতো প্রমুখ। কনভেনশন থেকে স্থানীয় মানুষের কাছে জঙ্গলের অধিকার সুনিশ্চিত করার দাবি তোলা হয়।

স্কুলে অনুষ্ঠান
ভগবানপুর-২ ব্লকের ভসলাগেড়িয়া শোভাময়ী স্কুলে গত ২৬ ও ২৭ জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠান হল। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি দুঃস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী, সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক অর্ধেন্দু মাইতি প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.