টুকরো খবর |
‘থিমে’র সরস্বতী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
সাহাভরঙ্গ বাজারের পুজো। নিজস্ব চিত্র। |
শব্দদানবের দাপটে কলেজ স্কোয়্যারের সরস্বতী পুজোয় ভিড় কমছিল এমনিতেই। থিমের পুজো করে সেই ভিড় টেনে নিল মেদিনীপুর শহরের স্কুলবাজার লাগোয়া সাহাভড়ং বাজারের পুজো। মেদিনীপুর শহরে এটাই প্রথম ‘থিম’ সরস্বতী। অতি সামান্য গলির ভেতরেও যে ‘থিমে’র পুজো করে দর্শনার্থীদের টেনে আনা যায় তা প্রথম বছরেই দেখিয়ে দিলেন নটরাজ ক্লাবের সদস্যরা! পুজোয় এবারের ‘থিম’ ছিল ‘নবান্নের বসন্ত পঞ্চমী’। চটের উপরে কাদা, তার উপরে নানা রঙের নক্সা। যে নক্সায় ফুটিয়ে তোলা হয়েছে ধান রোপণ, বীজ বপণ থেকে শুরু করে ধান কাটা, ধান ঝাড়া, হাতির পিঠে করে ধান বয়ে নিয়ে যাওয়ার চিত্র। সঙ্গে সুন্দর আলোকসজ্জা। রাতের অন্ধকারে মোহময়ী পরিবেশ চারদিকে। কলেজ স্কোয়্যারের শব্দদানবের আক্রমণ থেকে রেহাই পেতে সন্ধের পর মানুষ ভিড় জমান সেই মনোরম পরিবেশেই। এক সময় ভিড় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, গলির দু’দিকে থাকা দোকান বন্ধ করে দিতে হয়! রাস্তায় দড়ি বেঁধে ভিড় সামলাতে হয় উদ্যোক্তাদের। পুজো কমিটির সম্পাদক অভিজিৎ দাস জানান, “আমাদের ইচ্ছে ছিল থিম পুজো করার। শহরের ভেতরে মাঠ পাওয়া কঠিন। তাই গলির মধ্যেই যে ভাবে সম্ভব থিম পুজো করেছি।”
|
|
মেদিনীপুরে যোগাসন প্রতিযোগিতা।
|
বিবেকানন্দ জন্মজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মজয়ন্তী উদ্যাপন হল মেদিনীপুরের বিদ্যাসাগর হলে। শুক্রবারের অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল, বিবেকানন্দের জীবনী ও বাণী, দেশের কল্যানের পথ ও তার উপায়, জীবন-গঠন প্রভৃতি। আলোচনায় অংশ নেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী হিতকামানন্দ, অরুণাভ সেনগুপ্ত, শ্রীমন্ত সাহা। ছিলেন মেদিনীপুরের মহকুমাশাসক সুরজিৎ রায়।
|
সাংস্কৃতিক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান হল শালবনি ব্লকের অন্তর্গত গড়মাল জুনিয়র হাইস্কুল ও গড়মাল প্রাথমিক স্কুলে। প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান দেখতে দহ, তসরআড়া, জগন্নাথপুর ও তার আশপাশ এলাকা থেকে বহু মানুষ আসেন।
|
|
আর ক’দিন পরেই উরস উৎসব। তার আগে পরিষ্কার করা হচ্ছে
মিঁয়াবাজারের জোড়া মসজিদ। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
|
দুঃস্থদের বস্ত্র বিলি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
৮৫ জন দুঃস্থের হাতে বস্ত্র তুলে দিল সুচেতনা বিকাশ মঞ্চ। এই উপলক্ষে শনিবার মেদিনীপুর শহরের বার্জটাউন মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় পোড়াবাংলো এলাকার গরীব মানুষের হাতে শুধু জামা-কাপড়ই নয়, পড়াশোনার সামগ্রীও তুলে দেওয়া হয়েছে। |
|