বহিষ্কৃতদের বিক্ষোভে পরিষদের সভা ভন্ডুল
প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের সভা ভণ্ডুল করার অভিযোগ উঠল আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা জন বারলা ও শুকরা মুণ্ডার অনুগামীদের বিরুদ্ধে। রবিবার নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে ওই সভা ডেকেছিলেন বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বীরসা তিরকি। নাগরাকাটারই হিন্দি হাই স্কুলে পাল্টা একটা সভা ডেকেছিলেন জন বারলা, শুকরা মুণ্ডারাও। যদিও সেই সভা এ দিন হয়নি। আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে বীরসা তিরকি বৈঠক শুরু করতেই জন বারলার একদল অনুগামী সেখানে ঢুকে যান। অভিযোগ, সেখানে ঢুকে তাঁরা জন বারলা এবং শুকরা মুণ্ডাকে দলে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। বীরসা তিরকিকে ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। রাজেশ লাকড়াকে যাতে দলে ফেরানো না-হয় সেই ব্যাপারেও তাঁরা চাপ দেন। এমনকী, সাংবাদিকদেরও সভাস্থল থেকে বার করে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে জন বারলা ও শুকরা মুণ্ডার অনুগামীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বীরসা তিরকি এদিনের সভা বাতিল করে দেন। পরে মালবাজারে ফিরে গিয়ে তিনি জানান, পরিষদের ডুয়ার্স কমিটির সম্পাদক পদে রাজেশ লাকড়া এবং সভাপতি পদে বাবুলাল কুজুরকে ৬ মসের জন্য মনোনীত করা হয়েছে। বীরসার তিরকি বলেন, “এমনিতেই আমাদের সমাজ পিছিয়ে আছে। তার পরে এসব ঘটনায় আরও ১০০ বছর পিছিয়ে যাবে।”
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক।
জন বারলার অনুগামীদের বিরুদ্ধে সভা ভণ্ডুল করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যারা সভা ভণ্ডুল করল তাঁরাও আদিবাসী সমাজের প্রতিনিধি। তাই আমি এদের অস্বীকার করতে পারি না। এদের প্রশ্নের জবাবও আমাকেই দিতে হবে।” অভিযোগ, এরপরই জন বারলার অনুগামীরা বিকাশ পরিষদের রাজ্য সভাপতিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য ধমকাতে থাকেন। তাঁকে সেখান থেকে চলে যেতেও বলেন। সাংবাদিকদেরও ওই এলাকা থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।সভা ভণ্ডুলের ব্যাপারে শুকরা বলেন, “আমাদের পরিষদ থেকে বের করা হলেও অন্য সমর্থকদের তো আর বের করা হয়নি। তাই ওরা যেতেই পারে।” নিজেদের কর্মীদের নিয়ে তাঁরা আলাদা করে সভা করেছেন বলেও শুকরা দাবি করেন। তবে এ দিনের ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি জন বারলা। তিনি বলেন, “আমি কোনও মন্তব্য করব না।” পাহাড়-তরাই-ডুয়ার্স মিলে স্বায়ত্বশাসিত অঞ্চল গঠনের ব্যাপারে জন বারলা এবং শুকরা মুণ্ডারা সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে চুক্তি করেছেন বলে অভিযোগ। ওই ঘটনায় ক্ষুব্ধ আদিবাসী বিকাশ পরিষদ নেতৃত্ব তাঁদের দল থেকে বহিলস্কার করেছেন। এদিন নাগরাকাটায় জন বারলা ও শুকরা মুণ্ডাদের পদে কাদের আনা হবে তা চূড়ান্ত করার জন্য বৈটক ডাকা হয়েছিল। পরিষদের ডুয়ার্স কমিটির সম্পাদক রাজেশ লাকড়াকে ফের পদে ফিরিয়ে আনার বিষয়টি নিয়েও আলোচনার কথা ছিল। অভিযোগ, সভা শুরুর সময়ে জন বারলা ঘনিষ্ঠ ৬০-৭০ জন কর্মী বীরসা তিরকির সভায় ঢুকে পড়েন। সভার রাশও তাঁরা নিজেদের হাতে নিয়ে নেন। সাংবাদিক ও আলোকচিত্রীদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে। তার পরেই শুরু হয় বিক্ষোভ। যার জেরে সভা বাতিল করা হয়। ফেব্রুয়ারিতে ফের বৈঠক ডাকা হবে বলে ঘেরাও মুক্ত হন বীরসা তিরকি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.