l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• শিশু মৃত্যু বেড়ে ১৫
• কুয়াশার জেরে বিপর্যস্ত রেল চলাচল
• জামিন পেলেন কলমডী
বিস্তারিত...
‘পাচারকারী’কে নগ্ন করে প্রহার, অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • রানিনগর
ভারত-বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদের রানিনগরে এক ‘পাচারকারী’কে বেধড়ক মারধর করেছে কয়েকজন সীমান্তরক্ষী। তাঁকে নগ্ন করে বাঁশের লাঠির সঙ্গে বেঁধে লাথি মারা হয়। বেশ কিছু ক্ষণ ধরে তাঁর উপরে অত্যাচার চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার কথা জেনে অত্যন্ত অসন্তুষ্ট হন। বুধবার তিনি রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়কে বলেছেন বিএসএফের আইজি-কে রাজ্য সরকারের এই মনোভাবের কথা জানিয়ে দিতে। ডিজি এই দিনই সে কথা বিএসএফের আইজি (দক্ষিণবঙ্গ) রবি কুমারকে জানিয়েও দিয়েছেন। বিএসএফের এক পদস্থ কর্তা জানান, রানিনগরে সীমান্তরক্ষী বাহিনীর ওই ১০৫ নম্বর ব্যাটেলিয়নের ৮ জওয়ানকে সাসপেন্ডও করা হয়েছে। তবে বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, জওয়ানদের হাতে প্রহৃত ওই ব্যক্তি পাচারকারী। গত শনিবার বেলা দশটা নাগাদ তাকে বেআইনি ভাবে সীমান্ত পার হতে দেখে সীমান্তরক্ষীরা প্রথমে থামতে বলেন। কিন্তু তিনি সে কথা না শুনে ছুটে বাংলাদেশ চলে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন কাতলামারি সীমান্তের পদ্মার একটি শাখা নদীর ধারে মোহনগঞ্জ ‘কারগিল’ এলাকায় বিএসএফের ওই জওয়ানেরা তাঁকে ধরে ফেলেন।
বিস্তারিত...
বাড়ি ফিরেও মনোজ বলছেন, মন্ত্রিত্বে ফিরছি না
অনল আবেদিন • বহরমপুর
এ নিয়ে দ্বিতীয় বার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সঙ্গ’ ছাড়লেন তিনি। এখনও ছাড়েননি। তবে মঙ্গলবার তোপ দেগে অন্তত এমনই জানিয়েছেন তিনি যে, মন্ত্রী হয়ে অন্তত মহাকরণে আর ফিরতে চাননা। তিনি বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। এর আগেও তাঁর সঙ্গে মমতা তথা তৃণমূলের সম্পর্ক ছিন্ন হয়েছিল, বছর আটেক আগে। ২০০৩ সালে বহরমপুর পুরসভার নির্বাচনী ফল ঘোষণার পরে। সে বার তৃণমূল প্রার্থী মনোজবাবু জামানত খুইয়ে ছিলেন। আর কালক্ষেপ করে না করে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে অধীর চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার পর, গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ও জোট শরিক তৃণমূলের সঙ্গে দ্বিতীয় বারের মতো সর্ম্পকে ছেদ পড়তে চলল। ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রক থেকে সরিয়ে দিয়ে তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে। মনোজের দাবি, “আমার সঙ্গে কোনও রকম আলোচনা না করে মাত্র চার মাস আগে দায়িত্ব পাওয়া দফতর এ ভাবে কেড়ে নেওয়া স্বেচ্ছাচার ও স্বৈরাচার ছাড়া আর কিছুই নয়। এ কারণেই মন্ত্রীত্বে আর ফিরছি না।” এ দিনও বহরমপুর ফিরে তিনি বলেন, “মহাকরণে মন্ত্রী হয়ে আর ফিরছি না।”
বিস্তারিত...
শীতের বাজার ভরে উঠেছে নানা শাকসব্জিতে। কী নেই সেই ভাণ্ডারে! উদাহরণের
সালতামামিতে না গিয়ে সোজা ঢুকে পড়া যাক
আপনার রান্নাঘ
র-এ। ঘটে যাক
স্বাদবদল
। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
জোনাল কমিটিতে ঠাঁই হল না
সুহৃদ, অরূপ-সহ ১৭ নেতার
গৌতম বন্দ্যোপাধ্যায় • চুঁচুড়া
বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে হুগলিতে সিপিএমের জোনাল কমিটিগুলি থেকে বাদ গেলেন অন্তত ১৭ জন তাবড় নেতা। বছর চারেক আগেও যে সুহৃদ দত্ত ছিলেন ‘দলের সম্পদ’, সিপিএমের সেই সিঙ্গুর জোনাল কমিটির সম্পাদককে এ বার পদ থেকে সরতে হল। এমনকী, জোনাল কমিটিতেও জায়গা হল না তাপসী মালিক হত্যাকাণ্ডে এই অভিযুক্তের। দীর্ঘদিন ধরে ধনেখালিতে সিপিএমের ‘শেষ কথা’ বলতেন বিমল মাঝি। ধনেখালি জোনাল কমিটির এই প্রাক্তন সম্পাদকেরও এ বার ঠাঁই হয়নি কমিটিতে। জাঙ্গিপাড়ায় সিপিএমের এক সময়ের ‘একচ্ছত্র অধিপতি’ অরূপ বসুমল্লিককে আগেই দলের জেলা কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছিল। জাঙ্গিপাড়া জোনাল কমিটির শেষ দু’দফার এই সম্পাদকও জোনাল কমিটিতে ঠাঁই পাননি। তালিকা এখানেই শেষ নয়। যে আরামবাগ কেন্দ্র লোকসভা ভোটে সিপিএমের মুখরক্ষা করেছিল, সেই আরামবাগ জোনাল কমিটি থেকে বাদ পড়েছেন ৫ নেতা। পাশাপাশি, বলাগড়, বাঁশবেড়িয়া, উত্তরপাড়ার দাপুটে সিপিএম নেতাদেরও এ বার জায়গা হয়নি জোনাল কমিটিতে। এর পিছনে দলীয় গঠনতন্ত্র মেনে কর্মী-সদস্যদের ইচ্ছাকেই ‘মর্যাদা’ দেওয়া হয়েছে বলে দাবি জেলা সিপিএমের শীর্ষ নেতাদের। দলের একাংশও মনে করছে, লোকসভা থেকে বিধানসভা ভোট পর পর জেলায় যে ভাবে দল পর্যুদস্ত হয়েছে, তাতে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে এ ছাড়া আর উপায় ছিল না। কেননা, মানুষের কাছে ওই সব নেতার গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছিল।
বিস্তারিত...
পঞ্চায়েত ভোটে সবংয়ে একাই লড়বে তৃণমূল
সুমন ঘোষ • সবং
জোট শরিক কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের পঞ্চায়েতি রাজ সম্মেলনে বার্তা দিতে চান দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী তার আগের দিনই ঘোষণা করে দিলেন, পঞ্চায়েত ভোটে সবংয়ে তৃণমূল একাই লড়বে। সেচ ও ক্ষুদ্র-কুটির শিল্পমন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়ার নির্বাচনী কেন্দ্র সবংয়ে বুধবার সভা করে শুভেন্দু ঘোষণা করেন, “কোথায় কী হবে পরের কথা। আগামী পঞ্চায়েত নির্বাচনে সবংয়ে তৃণমূল একাই লড়বে। এক নম্বরে থাকব আমরাই। সবং যে কারও খাসতালুক নয়, প্রমাণ হয়ে যাবে তখনই।” প্রসঙ্গত, ধান-পাটের দাম, সন্ত্রাস, কলেজে সংঘর্ষ থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভায় রদবদলনানা প্রশ্নে কংগ্রেস-তৃণমূলে ঠোকাঠুকি চলছে বেশ কিছু দিন ধরেই। গত ৪ জানুয়ারি কলকাতার মেট্রো চ্যানেলে সভা করে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। তাতে মানসবাবুরও ‘জোরালো’ ভূমিকা ছিল। কিন্তু অতি সম্প্রতি মন্ত্রিসভায় রদবদল নিয়ে কংগ্রেস-তৃণমূলের বিবাদে মানসবাবু মমতার পক্ষই অবলম্বন করছেন। সে জন্য কংগ্রেসের মন্ত্রী মনোজ চক্রবর্তী তাঁকে কটাক্ষও করেছেন।
বিস্তারিত...
পুলিশে ছয়লাপ,পূর্বস্থলী কলেজে জয়ী টিএমসিপি
কেদারনাথ ভট্টাচার্য • পূর্বস্থলী
কড়া পুলিশি নিরাপত্তায় ছাত্র সংসদ নির্বাচন হল পূর্বস্থলী কলেজে। বুধবার এই কলেজের ১২টি আসনে ভোট হয়। সব ক’টি আসনেই জয়ী হন টিএমসিপি প্রার্থীরা। সপ্তাহখানেক আগেই এই কলেজে মনোনয়ন জমা দেওয়া নিয়ে এসএফআই-টিএমসিপি সংঘর্ষ হয়। পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে জখম টিএমসিপি সমর্থকদের নবদ্বীপ হাসপাতালে দেখতে গিয়ে গুলিতে খুন হন তৃণমূল নেতা সজল ঘোষ। ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিপিএমের পূর্বস্থলী ২ লোকাল কমিটির সম্পাদক প্রদীপ সাহাকে। মূল অভিযুক্ত, এসএফআই নেতা লোকনাথ দেবনাথকে এখনও ধরতে পারেনি পুলিশ। এমন পরিস্থিতিতে এ দিন ভোটকে কেন্দ্র করে গোটা পারুলিয়া এলাকাতেই ছিল পুলিশি পাহারা। কলেজের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। এসএফআই এবং টিএমসিপি, দু’পক্ষই মনোনয়ন জমা দিলেও এ দিন কলেজে গিয়ে এসএফআই প্রার্থী বা কর্মীদের দেখা মেলেনি। এমনকী ভোট চলাকালীন কলেজে ছিলেন না এসএফআইয়ের কোনও এজেন্টও। বছর তিনেক আগে প্রতিষ্ঠিত এই কলেজে এ বারই প্রথম ভোট হল। আপাতত শুধুমাত্র কলা বিভাগের পঠনপাঠন হয়।
বিস্তারিত...
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাচ্ছেন খাদ্য কর্মাধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • মালদহ
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মালদহ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরূপ দাস। তিনি ছাড়াও মানিকচক পঞ্চায়েত সমিতির কংগ্রেসের ৮ জন সদস্য ও চারটি গ্রাম পঞ্চায়েতের ১০ জন কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে অরূপবাবুর দাবি। সিপিএমের সাহায্য নিয়ে জেলা পরিষদের বাজেট পাস করানো, তাঁর এলাকার উন্নয়নের টাকা কেটে বরাদ্দ কমিয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগ তুলেছেন অরূপবাবু। তিনি দল ছাড়ার কথা ঘোষণা করায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদহ জেলা পরিষদ সঙ্কটের মুখে পড়তে চলেছে। মানিকচক পঞ্চায়েত সমিতিও কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে। বুধবার দুপুরে মালদহ জেলা পরিষদে নিজের ঘরে সাংবাদিক বৈঠক ডেকে জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরিকে এক হাত নিয়ে অরূপবাবু বলেন, “উনি আমাদের কথাই শুনছেন না। আমাদের অবজ্ঞা করছেন। কংগ্রেসে আর থাকা যায় না। ২৩ জানুয়ারি আমি ও আমার সঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির ৮ কংগ্রেস সদস্য, ১০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের সঙ্গে আমার কথা হয়েছে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
‘ভুল এন্ট্রি’-তে বিভ্রাট, বলছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ
চা পর্ষদ সদস্যদের ভূমিকায় প্রশ্ন গৌতমের জবাবে পাল্টা দিলেন শঙ্কর
দক্ষিণবঙ্গ
মেলায় নিখোঁজ ছাত্রের মৃতদেহ মিলল খালে
বন্ধ ঘরে সিলিন্ডার ফেটে জখম চার সন্তান-সহ দম্পতি
বর্ধমান
মৃত্যুমিছিল ‘অতীত’,
ফিরেছে চোলাই
এডিডিএ-র জমিতেই
আবাসন প্রকল্প
পুরুলিয়া
চুরি গেল ৬টি অষ্টধাতুর
মূর্তি, তদন্তের দাবি
কালভার্ট তৈরির কাজ
আটকালেন বাসিন্দারা
মুর্শিদাবাদ
বাড়ি ফিরলেন
অপহৃত যুবক
মেদিনীপুর
সময় বাঁচাতে ‘প্রকল্প-ব্যাঙ্ক’
তৈরির নির্দেশ বিডিওদের
মুখ্যমন্ত্রীর সমালোচনায়
সরব বিজেপি
কলকাতা
২৮.১/১৮.১
আজকের দিনে
• ১৮০৯:
মার্কিন লেখক
এডগার এলান পো-র জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.