উত্তরবঙ্গ |
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাচ্ছেন খাদ্য কর্মাধ্যক্ষ |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন মালদহ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরূপ দাস। তিনি ছাড়াও মানিকচক পঞ্চায়েত সমিতির কংগ্রেসের ৮ জন সদস্য ও চারটি গ্রাম পঞ্চায়েতের ১০ জন কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে অরূপবাবুর দাবি। সিপিএমের সাহায্য নিয়ে জেলা পরিষদের বাজেট পাস করানো, তাঁর এলাকার উন্নয়নের টাকা কেটে বরাদ্দ কমিয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগ তুলেছেন অরূপবাবু। তিনি দল ছাড়ার কথা ঘোষণা করায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদহ জেলা পরিষদ সঙ্কটের মুখে পড়তে চলেছে। মানিকচক পঞ্চায়েত সমিতিও কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে। |
|
‘ভুল এন্ট্রি’-তে বিভ্রাট, বলছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ |
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটের শিক্ষক পারিজাত সাহার সেভিংস অ্যাকাউন্টে প্রায় ৫০ হাজার কোটি টাকার যে অঙ্ক রবিবার দেখা গিয়েছিল, বুধবার সকাল ১০টা পর্যন্ত তার কোনও পরিবর্তন হয়নি। বিকেলের পর থেকে অবশ্য তাঁর অ্যাকাউন্টে ‘ওই বিপুল পরিমাণ টাকা আর দেখায়নি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছে, এটি নিছকই ‘ফলস’ বা ভুল ‘এন্ট্রি’-র ঘটনা। প্রকৃতপক্ষে ওই পরিমাণ টাকা কখনওই পারিজাতবাবুর অ্যাকাউন্টে যায়নি। এবং সেই টাকা কোনও ভাবে তোলাও যেত না। ব্যাঙ্ক-কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০ লক্ষ বা তার বেশি টাকার লেনদেন হলেই কোনও ব্যাঙ্কের অনেক কড়াকড়ি থাকে। ফলে ৫০ হাজার কোটি টাকা বেহাত হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। |
|
|
মনোনয়ন তোলা নিয়ে
সংঘর্ষ অব্যাহত কলেজে |
রাজ্যের দাবিদারদের
জোটে চান বংশীবদন |
|
|
দলতন্ত্রে অভিযুক্ত তৃণমূল,
বইমেলা বয়কট সভাধিপতির |
|
২৬শে স্টেডিয়ামে সূর্যোদয় |
|
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
চা পর্ষদ সদস্যদের ভূমিকায় প্রশ্ন গৌতমের জবাবে পাল্টা দিলেন শঙ্কর
|
সঞ্জয় চক্রবর্তী, শিলিগুড়ি: চা শিল্পের সমস্যার সমাধান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তরজায় জড়িয়ে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূলের গৌতম দেব এবং মাটিগাড়া-নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। মঙ্গলবার মাটিগাড়ায় তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের (টিপা) বার্ষিক সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ভারতীয় চা পর্ষদে উত্তরবঙ্গ থেকে নির্বাচিত ট্রেড ইউনিয়ন নেতাদের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। চা শিল্পের উন্নতির জন্য টি বোর্ডের ওই সদস্যরা কখনই রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা অথবা কোনও প্রস্তাব জমা দেননি বলেও দাবি করেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আমি অন্তত জানি না উত্তরবঙ্গ থেকে চা পর্ষদে নির্বাচিত ওই সদস্যদের ভুমিকা কী? |
|
ঢেকলাপাড়াকে প্রতিশ্রুতি গৌতম দেবের |
|
টুকরো খবর |
|
|