ছাত্র সংসদ ভোটের মনোনয়ন পত্র তোলা নিয়ে উত্তরবঙ্গের একাধিক কলেজে উত্তেজনা অব্যাহত। কিছু জায়গায় নিরাপত্তার কড়াকড়ি শুরু করেছে পুলিশ-প্রশাসনও।
স্থানীয় সূত্রের খবর, বুধবার, মনোনয়ন পত্র তোলার প্রথম দিনে ডুয়ার্সের ফালাকাটা কলেজের এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। অন্তত ১০ জখম হন। একটি গাড়িও ভাঙচুর হয়। এসএফআইয়ের নেতা উত্তম কুণ্ডুর অভিযোগ, “টিএমসিপি-র হামলায় আমাদের ৬ জন সমর্থক আহত হন।” টিএমসিপির নেতা গদাই দে অবশ্য ‘অভিযোগ’ উড়িয়ে দিয়ে দাবি করেন, “মারপিট বা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি।” ফালাকাটা থানার আই সি ফরিদ হোসেনেরও দাবি, মনোনয়ন পত্র তোলার কাজ ‘নির্বিঘ্নে’ হয়েছে। তবে তিনি বলেন, “কলেজের বাইরে ছোট একটি ঘটনা ঘটেছে।”
অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ফালাকাটা কলেজের ছাত্র সংসদ নির্বাচন হবে। আজ, বৃহস্পতিবারও মনোনয়ন পত্র তোলার কাজ চলবে। হীরেন্দ্রনাথবাবু বলেছেন, “কলেজে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করেছে জেলা প্রশাসন। কলেজ
চত্বরে শিক্ষক ও কর্মী এবং ছাত্র-ছাত্রী ছাড়া প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
শিলিগুড়ি কমার্স কলেজেও এ দিন মনোনয়ন পত্র তোলা নিয়ে উত্তেজনা তৈরি হয়। এসএফআইয়ের অভিযোগ, তাদের মনোনয়ন পত্র তুলতে বাধা দেয় ছাত্র পরিষদ ও টিএমসিপি। ওই দুই ছাত্র সংগঠন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে মঙ্গলবারই শিলিগুড়ি কলেজে এসএফআই-টিএমসিপি সংঘর্ষে ১৫ জন জখম হন। এ দিন সিপিএমের পক্ষ থেকে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি সঞ্জয় সিংহকে স্মারকলিপি দিয়ে এসএফআই প্রার্থীদের নিরাপত্তার দাবি করা হয়।
ঘটনা হল, এ দিন শিলিগুড়ি কলেজে ও কলেজের সামনের রাস্তায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। শিলিগুড়ি কলেজে আজ, বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব শুরু হবে। এসএফআই জানিয়েছে, এ দিন তারা ১৫টি আসনের জন্য মনোনয়ন পত্র তুলেছে। আগামী ৪ ফেব্রুয়ারি ওই কলেজে ছাত্র সংসদ নির্বাচন।
মনোনয়ন পত্র তোলা চলছিল বলে জলপাইগুড়ি প্রসন্ন দেব মহিলা কলেজেও প্রচুর পুলিশ মোতায়েন করে একাধিক ব্যারিকেড গড়া হয়। কলেজের গেটে পুলিশের তরফে ভিডিও ক্যামেরায় ছবি তোলার ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রের খবর, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে, ঘটনায় জড়িতদের যাতে সহজেই চিহ্নিত করা যায়, সে জন্যই এই ব্যবস্থা। কলেজের অধ্যক্ষ শান্তি ছেত্রী জানান, এ দিন ১৯৯টি মনোনয়ন তোলা হয়েছে।
আইজি বলেন, “শিলিগুড়ি কলেজ-সহ উত্তরবঙ্গের সমস্ত কলেজেই যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হয় সে দিকে খেয়াল রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারকে ১৪৪ ধারা জারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগতেরা কলেজ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।” |