|
|
|
|
মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কৃষি-সঙ্কট নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। বললেন, ‘‘কৃষকেরা ক্ষতির মুখে পড়ে আত্মঘাতী হলে পরিবার ক্ষতিপূরণ পায় না। অথচ চোলাই মদ খেয়ে মারা গেলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়! এটাই কি মা-মাটি-মানুষের সরকার? বাংলার মানুষ কি এ জন্যই পরিবর্তন চেয়েছিলেন!” সেই সঙ্গে সিপিএমকে আক্রমণ করে তাঁর বক্তব্য, “মানুষ ৩৪ বছরের শাসনকাল দেখেছে। এ বাংলায় লাল আর ফিরে আসবে না।” কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদেই বুধবার মেদিনীপুরের গাঁধী স্ট্যাচুর কাছে সমাবেশের আয়োজন করে বিজেপি। রাজ্য সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, জেলা নেতা সোমনাথ সিংহ প্রমুখ। |
|
মেদিনীপুরে সমাবেশে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। ছবি: রামপ্রসাদ সাউ। |
সমাবেশ থেকে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা হয়, তেমনই অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়া, চাষিদের ধান ও পাটের ন্যায্য মূল্য না-দেওয়া নিয়ে রাজ্য সরকারেরও কড়া সমালোচনা করা হয়। মাত্র সাত মাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে মানুষের আশাভঙ্গ হয়েছে দাবি করে রাহুলবাবু বলেন, “রঘু ডাকাততে তাড়িয়ে যে কালু ডাকাতকে আনা হয়েছে, তা মানুষ ভালই বুঝতে পারছে। ডাকাতই আছে। শুধু নামটা পাল্টেছে।” তাঁর অভিযোগ, এক সময়ে সিপিএমের যে সব নেতা-কর্মী সন্ত্রাস করেছে, জোর-জুলুম করেছে, এখন তারাই জার্সি পাল্টে তৃণমূলে নাম লিখিয়েছে। এই পরিস্থিতিতে সরকারের নানা নীতির বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে থানায়-থানায় বিক্ষোভ দেখানো হবে বলেও বুধবারের সমাবেশ থেকে ঘোষণা করেন বিজেপি-র রাজ্য সভাপতি। |
|
|
|
|
|