কলেজে ‘দখলদারি’ ও ‘গুন্ডামি’র প্রতিবাদে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করল ডিএসও। বেলদা, খড়্গপুর, মেদিনীপুর-সহ বিভিন্ন জায়গায় সভা হয়। মেদিনীপুর শহরের কলেজ মোড়ের সভায় উপস্থিত ছিলেন ডিএসও-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মঙ্গল নায়েক, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র প্রমুখ। ডিএসও-র অভিযোগ, গত ৩৪ বছর ধরে এসএফআই যে ভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাস করেছে, এখন তৃণমূল ছাত্র পরিষদ তাই করছে। যা দেখে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ উদ্বিগ্ন।
|
নিষিদ্ধ মাদকদ্রব্য-সহ দুই যুবককে গ্রেফতার করল খড়্গপুর থানার পুলিশ। বুধবার সকালে খড়্গপুর বাসস্ট্যান্ডের কাছে ওই দুই যুবককে হাতেনাতে ধরা হয়। ধৃত শেখ আনারুল ও আফজল বেগের বাড়ি শহরেরই পাঁচবেড়িয়া এলাকায়। খড়্গপুরের আইসি স্বপন দত্ত জানিয়েছেন, ধৃতদের বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হবে। |