মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সন্ধে পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ছিল ১১। আজ সকালে তা বেড়ে দাঁড়াল ১৫। টাস্ক ফোর্সের দুই প্রতিনিধি কল্যাণ মুখোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে।
|
কুয়াশার জেরে বিপর্যস্ত রেল চলাচল |
ঘন কুয়াশার জেরে সকাল থেকে ব্যহত হচ্ছে দূরপাল্লার রেল চলাচল। হাওড়া-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, কালকা মেল, পূর্বা এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস সহ বহু দূরপাল্লার বহু ট্রেন চলছে দেরিতে।
|
কমনওয়েল্থ গেমস্ কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কলমডী অবশেষে জামিন পেলেন। ৫ লক্ষ টাকার দুটি ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে তাঁর। |