l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• সাময়িকভাবে বন্ধ হোয়াইট হাউসের গেট
• লোকায়ুক্ত নিয়োগে বিপাকে মোদি সরকার
বিস্তারিত...
শীতের বাজার ভরে উঠেছে নানা শাকসব্জিতে। কী নেই সেই ভাণ্ডারে! উদাহরণের
সালতামামিতে না গিয়ে সোজা ঢুকে পড়া যাক
আপনার রান্নাঘ
র-এ। ঘটে যাক
স্বাদবদল
। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
সিপিএম দাঙ্গার উস্কানি দিচ্ছে, অভিযোগ মমতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
পঞ্চায়েত ভোটের আগে সিপিএম সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের পাঁচঘরায় মঙ্গলবার সরকারি পলিটেকনিক কলেজের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ভোট বাড়ানোর জন্যই সিপিএম দাঙ্গার উস্কানি দিচ্ছে।” মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএম নেতা তথা দলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী কী বলেছেন, আমি নিজের কানে শুনিনি। তবে কোনও এক অনুষ্ঠানে তিনি ওই সব কথা বলেছেন বলে শুনেছি। মুখ্যমন্ত্রীর কাছে নির্দিষ্ট তথ্য থাকলে তিনি তা প্রকাশ করুন। এক জন মুখ্যমন্ত্রী এই রকম কথা যে বলতে পারেন, তা জেনে আমি স্তম্ভিত।” সুজনবাবু আরও বলেন, “এই রাজ্য কেন, এ দেশের কোনও রাজনৈতিক দলই আমাদের সম্পর্কে এই রকম প্রশ্ন তুলতে পারবে না। আমার মনে হয়, মুখ্যমন্ত্রী হিসেবে ওঁর আরও সচেতন হয়ে কথা বলা উচিত।”
বিস্তারিত...
হাইকম্যান্ডের বিরুদ্ধে তোপ লেবু ও ডালুর
নিজস্ব সংবাদদাতা • মালদহ
‘তৃণমূল জুজু’ দেখিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে কার্যত ‘দর কষাকষি’তে নামলেন প্রয়াত গনি খান চৌধুরীর দুই ভাই আবু নাসের ওরফে লেবু এবং আবু হাসেম ওরফে ডালু। মঙ্গলবার সকালে কোতোয়ালিতে গনি খানের দুই ভাই একযোগে সাংবাদিক বৈঠক করে তাঁদের ‘উপেক্ষা’ করার অভিযোগে কংগ্রেস হাইকম্যান্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন। পাশাপাশি, হাইকম্যান্ডের কাছে এক জনকে কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্য জনকে রাজ্যসভার সদস্য করার দাবিও তুলেছেন। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী আবু নাসের বলেছেন, “দাবি মানা হলে ভাল। না হলে রাস্তা খোলা আছে। যা করার করব। সোজা কথায়, এখনই করতে হবে। না হলে, চললাম।” কোথায় যাবেন? আবু নাসেরের জবাব, “আগেই বলেছি, তৃণমূলের সঙ্গে কথা হয়েছে।” কিন্তু সরাসরি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলে তো দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়তে হবে? আবু নাসেরের বক্তব্য, “আমি সবে তৃণমূল নেতৃত্বের কাছে বায়োডেটা পাঠিয়েছি। দল ছাড়ার প্রক্রিয়াগত প্রসঙ্গ পরে উঠবে।” তাঁর পাশে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম বলেন, “আমাদের জ্বালা কংগ্রেসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও সনিয়াজি (গাঁধী) আমাকেও মন্ত্রী করার আশ্বাস দিয়েছিলেন। সেটা হল না।
বিস্তারিত...
টিএমসিপি ও এসএফআই জোর সংঘর্ষ, জখম ১৫
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে মঙ্গলবার শিলিগুড়ি কলেজে দফায়-দফায় হাতাহাতি হল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও এসএফআই নেতা-সমর্থকদের। দুই সংগঠনের ৬ ছাত্রী সহ অন্তত ১৫ জন জখম হন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও চোট গুরুতর নয়। তবে এসএফআইয়ের অভিযোগ, তাদের দার্জিলিং জেলা সম্পাদক সৌরভ দাস-সহ ১০ জন কর্মী-সমর্থককে পুলিশের সামনেই বেধড়ক মারধর করা হয়। তাঁদের মধ্যে ছাত্রীরাও ছিলেন। ঘটনার প্রতিবাদে প্রায় আধ ঘণ্টা হিলকার্ট রোডের হাসমি চক অবরোধ করেন এসএফআই সমর্থকেরা। পরে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। প্রাক্তন পুরমন্ত্রীর দাবি, “পরিকল্পিত ভাবে শিলিগুড়ি কলেজে এসএফআই সমর্থকদের উপরে আক্রমণ হয়েছে। স্থানীয় মন্ত্রীর নির্দেশে ওই ঘটনা হয়েছে। এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন হবে।” অশোকবাবুর অভিযোগ ‘ঠিক নয়’ বলে দাবি করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “আমি যত দূর শুনেছি, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে কোনও গণ্ডগোল হয়নি। শিক্ষা ক্ষেত্রে শান্তি বজায় রাখতে আমরা সচেষ্ট। সে জন্য আগেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছি। বর্তমানেও আমার ভূমিকা মানুষ দেখছেন।”
বিস্তারিত...
ইসিএলের জমিতে বাড়ি, অভিযুক্ত পুরসভা
সুশান্ত বণিক • আসানসোল
ফের বেসিক সার্ভিসেস ফর আরবান পুওর (বিএসইউপি) প্রকল্পে নিয়ম বহির্ভূত ভাবে বাড়ি তৈরির অভিযোগ উঠল আসানসোল পুরসভার বিরুদ্ধে। রাজ্য সরকারের লোকাল অডিট দফতরের অ্যাকাউন্টেন্ট জেনারেলের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা ইসিএলের জমিতে ওই প্রকল্পে বেশ কিছু বাড়ি গড়েছে পুরসভা। বিষয়টি নজরে আসতেই অভিযোগ দায়ের করেছেন ইসিএল কর্তৃপক্ষ। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে পুরসভার তৃণমূল চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির দাবি, “যে জমিতে বাড়িগুলি হয়েছে সেটি স্থানীয় এক ব্যক্তির।” বাম আমলের আর্থিক দুর্নীতি খুঁজে বের করতে রাজ্যের বিভিন্ন দফতর ও স্বশাসিত নিগমগুলিতে অডিটের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে কংগ্রেস ও তৃণমূল জোট পরিচালিত আসানসোল পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাধারণ অডিট শুরু হয়েছে। আর সেখানেই পরপর বেনিয়মের প্রশ্ন তুলেছেন রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের লোকাল অডিট দফতর। গত ৭ ডিসেম্বর আসানসোল পুরসভার বিএসইউপি প্রকল্পের কাজগুলির সাধারণ অডিট শুরু হয়েছে। সহকারী অডিট অফিসার তপন বারিক একটি রিপোর্টে উল্লেখ করেন, পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের দামড়া এলাকায় বিএসইউপি প্রকল্পের তৃতীয় পর্যায়ের একাধিক বাড়ি গড়ার কাজ শুরু হয়েছে।
বিস্তারিত...
ধানের পর আশঙ্কা আলুতেও
বরুণ দে • গড়বেতা
ধানের ন্যায্য-মূল্য তো মিলছেই না। এ বার আলু-চাষেও ক্ষতির আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের চাষিরা। এখনই ২১০ টাকা কুইন্টাল দরে আলু বিক্রি করতে হচ্ছে। চাষির কথায়, কুইন্টাল প্রতি এখনই লোকসানের বহর কমপক্ষে ১২৫-১৫০ টাকা। সহায়কমূল্যে সরকার প্রতিশ্রুতি মতো ধান কিনতে না-পারলেও সেই সরকারের কাছেই চাষির দাবি, সরকারি উদ্যোগে আলু কেনা হোক। তাঁদের বক্তব্য, সরকারি উদ্যোগে আলু কেনা শুরু হলে অন্তত বাজারে আলুর দাম পড়বে না। সেখানে অন্তত লোকসান কমবে। জেলার বিস্তীর্ণ এলাকার জমি থেকে ফেব্রুয়ারি নাগাদ আলু তোলা শুরু হবে। সামান্য কিছু এলাকায় এখনই খেত থেকে কিছু তোলা আলু তোলা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে গড়ে ৭৫ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এ বার অবশ্য ৬৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সাম্প্রতিক বৃষ্টি-কুয়াশার জেরে ৪৪ হাজার ৫০০ হেক্টর জমির ফসল আংশিক নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি দফতরই। ফলে, এক ধাক্কায় উৎপাদন অনেকটাই কমার আশঙ্কা। কৃষি দফতরের এক আধিকারিক বলেন, “২৪-২৫ লক্ষ টন আলু উৎপাদনের আশা থাকলেও এখন তা কমে ১৪-১৫ লক্ষ টনে নেমে আসতে পারে।” এ জেলায় গড়বেতাই আলুর গোলা। বেশির ভাগ আলুই চাষ হয় গড়বেতায়। গড়বেতা-৩ ব্লকের সারবেড়্যায় বাড়ি ধীরেন মান্ডির। এ বার ৫ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন।
বিস্তারিত...
গ্রাম্যবিবাদেও রাজনীতির রঙ,
দু’পক্ষের মারামারিতে জখম ৭
নিজস্ব সংবাদাদাতা • আরামবাগ
কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে দু’দল মহিলার ধস্তাধস্তি বেধেছিল। দ্রুত তাতে রাজনীতির রঙ লাগে। সিপিআই এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও মারামারি বেধে যায়। দু’পক্ষের পাঁচ মহিলা-সহ জখম ৭ জন হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের মানিকপাট গ্রামে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার নামে লাঠি চালায় বলে অভিযোগ। তৃণমূলের এক ‘নিরীহ সমর্থক’ পুলিশের লাঠির ঘায়ে জখম হয়েছেন বলে ওই দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাঁকেও ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। এই ঘটনার জেরে পুলিশ কর্মীদের ঘেরাও করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পরে আরামবাগের এসডিপিও আকাশ মাগারিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘেরাও ওঠে। মারামারির ঘটনায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে থানায়। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এসডিপিও। কোনও পুলিশ-কর্মীর ‘দোষ’ প্রমাণ হলে ‘বিভাগীয় ব্যবস্থা’ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকপাটের চড়কতলায় পঞ্চায়েতের পানীয় জলের কল সিপিআই সমর্থক প্রদীপ মালিক, চিত্ত মালিকদের বাড়ির সামনে। ওই পরিবার এবং সংলগ্ন কয়েকটি বাড়ির লোকজন কল চত্বর প্রতি দিন পরিষ্কার করেন।
বিস্তারিত...
এক নজরে...
•
শিলিগুড়িতে আজ শুরু বি সি রায় ট্রফি ফুটবল
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বৈঠক ঘিরে ছাত্র-সংঘর্ষ
শীতলখুচিতে
আলিপুরদুয়ারে তৈরি
হয়েও চালু হয়নি
নিওনেটাল ইউনিট
দক্ষিণবঙ্গ
‘হুমকি’র অভিযোগে
ফের তালা পাম্প হাউসে
গ্রাম্যবিবাদেও রাজনীতির
রঙ, দু’পক্ষের
মারামারিতে জখম ৭
বর্ধমান
তৃণমূল নেতা খুনে
জড়িতদের ধরার
দাবি পরিবারের
বাড়ি তৈরিতে ‘বাধা’ দিচ্ছে
জমি মাফিয়ারা, অভিযোগ
পুরুলিয়া
মায়ের অপমৃত্যু, মাটি
খুঁড়ে উদ্ধার দুই শিশু
পুলিশের ভুমিকায়
ক্ষোভ দুবরাজপুরে
মুর্শিদাবাদ
জলসা-কাণ্ডে অভিযুক্ত
যুব তৃণমূল নেতাও
মেদিনীপুর
সশক্তিকরণ কর্মসূচিতে
ঠাঁই ৮৩৯টি পঞ্চায়েতের
হলদিয়া ইঞ্জিনিয়ারিংয়ে
আবার বিক্ষোভ ছাত্রদের
কলকাতা
২৭.৫/১৩.৯
আজকের দিনে
• ২০০৩:
কবি হরিবংশ
রাই বচ্চনের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.