দলীয় কাউন্সিলারকে না জানিয়ে কর্মী নিয়োগ করে পাম্প হাউস চালানোর ‘অপরাধে’ সোমবার পাম্প হাউসে তালা ঝুলিয়ে দিয়েছিল তৃণমূল। ফলে বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। জল নিয়ে ‘রাজনীতি’ হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে হইচই হলে শেষ পর্যন্ত পাম্প হাউসের তালা খুলে দেয় তৃণমূল। কিন্তু ঘটনার পর থেকে তাঁদের ‘হুমকি’ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে ফের মঙ্গলবার পাম্প হাউসে তালা ঝুলিয়ে দেন কর্মীরা। এর ফলে জল সরবরাহে বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত পুরসভা ও জনস্বাস্থ্য-কারিগরি দফতর থেকে অভিযোগ পেয়ে বসিরহাট থানার আইসি গিয়ে তালা খুলে পাম্প চালুর ব্যবস্থা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুরে একটি পাম্প হাউসে কর্মী নিয়োগ নিয়ে গণ্ডগোলের জেরে তৃণমূলের পক্ষে ওই পাম্প হাউসের দরজায় সোমবার তালা লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মীরা সরকার এই ঘটনার সঙ্গে জনিত বলে অভিযোগ ওঠে। পানীয় জল সরবরাহ বন্ধ করে দিয়ে রাজনীতির ঘটনা জানাজানি হলে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পুরপ্রধান জানিয়ে দেন, তালা খুলে দেওয়া হলে তবেই আলোচনায় বসা যেতে পারে। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে তালা খুলে দেয় তৃণমূল। যদিও মীরাদেবীর দাবি, পানীয় জল বন্ধ করে কোনও রাজনীতি করা হয়নি। তাঁকে পুরোপুরি অন্ধকারে রেখে পাম্প হাউসে অন্য ওয়ার্ড থেকে লোক নিয়োগ করা হয়েছে। এই ঘটনায় ওয়ার্ডের ছেলেরা ক্ষুব্ধ ছিল। প্রতিবাদ করে ফল না হওয়ায় দৃষ্টি আকর্ষণের জন্যই পাম্প হাউসে তালা ঝোলানো হয়। কিন্তু পরে তালা খুলেও দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে কয়েকজন গিয়ে পাম্প হাউসের কর্মী তাপস কুণ্ডুকে হুমকি দেয় বলে অভিযোগ। তারপরেই ওই ব্যক্তি পাম্প হাউসে তালা লাগিয়ে পুরপ্রধান ও জনস্বাস্থ্য-কারিগরি দফতরে গিয়ে অভিযোগ জানান। তাপসবাবু বলেন, “রাতেই পাম্প হাউসের তালা খুলে দেওয়া হয়েছিল। সকাল ৭টা নাগাদ কয়েকজন ছেলে এসে পাম্প হাউস থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাকে ধাক্কাধাক্কি দিতে থাকে। হুমকি দেয়। ভয়ে পাম্প হাউসের গেটে তালা দিয়ে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানাই। বসিরহাট পুরসভার প্রধান কৃষ্ণা মজুমদার বলেন, “পাম্প হাউসে তালা লাগানোর কথা জানতে পেরে পুলিশকে বলা হয়েছিল তালা খুলে দেওয়ার জন্য। পুলিশ তা করেছে। আজ, বুধবার ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য সমস্ত ওয়ার্ডের কাউন্সিলারদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।” |