আবেদন মন্ত্রীর কাছে
তৃণমূল নেতা খুনে জড়িতদের ধরার দাবি পরিবারের
স্বামীকে খুনের ঘটনায় জড়িতদের ধরার দাবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন কেতুগ্রামের কান্দরার বাসিন্দা মধুমিতা সাহা। পুলিশ যাতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে, সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন মুকুলবাবু।
গত শনিবার বিধায়কের সঙ্গে কলকাতা যান মধুমিতাদেবী। সপ্তাহ দু’য়েক আগে কেতুগ্রামের কান্দরায় মানগ্রাম সেচখালের কাছে স্থানীয় তৃণমূল নেতা কৃপাসিন্ধু সাহার গুলিবিদ্ধ দেহ মেলে।
এই ঘটনায় অভিযোগ হয় দলেরই ব্লক কার্যকরী সভাপতি হারা শেখের বিরুদ্ধে। কৃপাসিন্ধুবাবুর সঙ্গী তারাশঙ্কর পণ্ডিত নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে কেতুগ্রাম থানায় হারা শেখ-সহ তিন জনের নামে অভিযোগ দায়ের করেন। ঘটনার পরে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানিয়ে তৃণমূলের একাংশ কর্মী-সমর্থক পথ অবরোধও করেছিলেন।
তার পরেও কেউ গ্রেফতার না হওয়ায় দলের নেতাকে ধরার জন্য ফ্লেক্স, ব্যানারও লাগিয়েছেন তৃণমূলের কর্মীরা। ঘটনার পরে কেতুগ্রামে তৃণমূলে দু’টি গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। এ সবের মধ্যেই স্থানীয় বিধায়কের সঙ্গে মন্ত্রী মুকুলবাবুর কাছে গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী। তৃণমূল সূত্রেই জানা যায়, কৃপাসিন্ধু সাহা বিধায়কের অনুগামীদের পক্ষে ছিলেন। এ ছাড়াও বিধায়কের অনুগামী বলে পরিচিতরা মিথ্যা অভিযোগে জেল খেটেছেন বলে স্থানীয় তৃণমূলের একাংশের অভিযোগ। অন্য দিকে, কেতুগ্রামের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল এবং কেতুগ্রাম ১ ব্লক সভাপতি রত্নাকর দে-র ‘অনুগামী’ হারা শেখ খুনের ঘটনায় অভিযুক্ত হওয়ার পরেও পুলিশ গ্রেফতার করছে না। দলেরই কিছু কর্মী-সমর্থকের অভিযোগ, মাথার উপরে প্রভাবশালী নেতাদের হাত থাকায় দুষ্কর্ম করেও হারা শেখ পার পেয়ে যাচ্ছেন। কেতুগ্রামের তৃণমূলের যুব নেতা বাচ্চু রায় থেকে কর্মী মুন্না শেখদের দাবি, তাঁরা খুনে অভিযুক্তদের ধরার দাবিতে প্রচার করলেও পুলিশ চুপ করে রয়েছে।
স্বামীকে খুনের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও মুকুলবাবুর কাছে ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্ত্রী মধুমিতাদেবী। শনিবার রাত ১০টা নাগাদ কলকাতার নিজাম প্যালেসে মুকুলবাবুর সঙ্গে দেখা করে মধুমিতাদেবী দাবি করেন, “খুনে জড়িতদের পুলিশ ধরছে না। তাদের ধরতেই হবে।” বিধায়ক ছাড়াও মধুমিতাদেবীর সঙ্গে ছিল তাঁর দুই মেয়ে করবী ও কাবেরী এবং ভাই উজ্জ্বল মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে উজ্জ্বলবাবু অভিযুক্তদের নাম জানান। মুকুলবাবু আশ্বাস দেন, পুলিশ যাতে দ্রুত অভিযুক্তদের ধরে সে ব্যাপারে চেষ্টা করা হবে।
কেতুগ্রামের তৃণমূল বিধায়ক সাহানেওয়াজ শেখ বলেন, “নিহতের পরিজন মুকুলবাবুর কাছে দেখা করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। মুকুলবাবু তাঁদের সে ব্যাপারে আশ্বাসও দিয়েছেন।” কেতুগ্রামে তৃণমূলের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল অবশ্য জানান, নিহত নেতার পরিজনেরা মুকুলবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে তাঁর জানা নেই। মুকুলবাবু বলেন, “ওই নিহত নেতার পরিবার আমার কাছে এসেছিল। পুলিশকে অভিযুক্তদের ধরার জন্য বলা হয়েছে।” জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “অভিযুক্তেরা পলাতক। আমরা তাদের ধরার চেষ্টা চালাচ্ছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.